25+ History MCQ Question Answer For HS 2023 || দ্বাদশ শ্রেণির ইতিহাস সপ্তম অধ্যায়ের MCQ Question Answer

0


25+ History MCQ Question Answer For HS 2023 || দ্বাদশ শ্রেণির ইতিহাস সপ্তম অধ্যায়ের MCQ Question Answer
দ্বাদশ শ্রেণির ইতিহাস সপ্তম অধ্যায়ের MCQ Question Answer 


আজকের এই ব্লগে আমরা উচ্চমাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায় বা দ্বাদশ শ্রেণির ইতিহাস সপ্তম অধ্যায় (WBCHSE Class 12 History Question Answer Chapter 7) অনুশীলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ 25 টি MCQ Question Answer শেয়ার করবো। এই অধ্যায়ের বাকি L.A Question Answer গুলো আমরা পরবর্তীকালে শেয়ার করবো।


সঠিক উত্তরটি নির্বাচন করো। 

1. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বিশ্বে ধনতান্ত্রিক জোটের নেতৃত্ব দিয়েছিল—


• রাশিয়া 


• ফ্রান্স


• ইংল্যান্ড


• আমেরিকা


• Ans : আমেরিকা


2. ‘ঠান্ডা লড়াই' কথাটি প্রথম ব্যবহার করেন— 

• ডেভিড টমসন


• এ. জে. পি. টেলর


• ফ্রান্জ ফ্যানন


• ওয়াল্টার লিপম্যান 


• Ans : ওয়াল্টার লিপম্যান 


3. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গ্রিস থেকে দ্রুত সেনাবাহিনী প্রত্যাহারের কথা জানায় - 


• ইংল্যান্ড


• ফ্রান্স


• আমেরিকা


• জার্মানি


• Ans : আমেরিকা


4. ফালটন বক্তৃতা প্রদান করেন—


• রুজভেল্ট


• ট্রম্যান 


• স্ট্যালিন


• চার্চিল 


• Ans : চার্চিল


5. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে রাশিয়ার নেতৃত্বে কোন্ দেশ গঠিত হয়? 


• পূর্ব জার্মানি


• পশ্চিম জার্মানি


• পোল্যান্ড


• বুলগেরিয়া 


• Ans : পূর্ব জার্মানি


6. হ্যারি টুম্যান ছিলেন মার্কিন- 


• প্রধানমন্ত্রী 


• অর্থমন্ত্রী


• বিদেশমন্ত্রী 


• রাষ্ট্রপতি


• Ans : রাষ্ট্রপতি


7. মার্শাল পরিকল্পনা গ্রহণ করেছিল— 


• রাশিয়া


• আমেরিকা


• ব্রিটেন 


• ফ্রান্স


• Ans : আমেরিকা


৪. মার্শাল পরিকল্পনা গ্রহণকারী দেশের সংখ্যা ছিল—


• ২০


• ১৬


• ১৮


• ২৯


• Ans  : ১৬


9. কত খ্রিস্টাব্দে মার্শাল পরিকল্পনার পরিসমাপ্তি ঘটে? 


• ১৯৪৮


• ১৯৫১


• ১৯৪৯ 


• ১৯৫২


• Ans : ১৯৫১


10. প্রতিষ্ঠার সময় ন্যাটোর সদস্যসংখ্যা ছিল-


• ১১ 


• ২৪


• ২১


• ১২ 


• Ans : ১২ 


11. কে সুয়েজ খাল জাতীয়করণ করেছিলেন? 


• বুলগানিন


• নাসের 


• চার্চিল


•  ট্রুম্যান 


• Ans : নাসের



12. কবে সুয়েজ খাল জাতীয়করণ করা হয়?


• ১৯৫৮ 


• ১৯৬২


• ১৯৬০ 


• ১৯৫৬


• Ans : ১৯৫৬



13. লন্ডন সম্মেলনে যোগদান করে সুয়েজ খাল খননকারী— 


• ১৮ টি দেশ


• ২২টি দেশ 


• ২৯ টি দেশ


• ২৪ টি দেশ


•  Ans : ২২টি দেশ 


14. সুয়েজ খালের ওপর আন্তর্জাতিক নিয়ন্ত্রণের প্রস্তাবের ওপর নিরাপত্তা পরিষদে ভেটো প্রয়োগ করে- 


• রাশিয়া 


• ফ্রান্স


• আমেরিকা 


• ইংল্যান্ড


• Ans : রাশিয়া


15. ফিদেল কাস্ত্রো কোথাকার রাষ্ট্রপ্রধান ছিলেন?


• মিশরের 


• ভিয়েতনামের


• পোল্যান্ডের


• কিউবার


• Ans : কিউবার

 

16. রাশিয়া ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করেছিল—


• মিশরে


• ইন্দোচিনে


• কিউবায় 


• কোরিয়ায়


• Ans : কিউবায়


17. কোন্ ঘটনাকে কেন্দ্র করে রুশ-চিন মৈত্রী বৃদ্ধি পায়?


• কিউবার যুদ্ধ


• কোরিয়ার যুদ্ধ


• মিশরের যুদ্ধ


• ভিয়েতনামের যুদ্ধ


18. কত ডিগ্রি অক্ষরেখায় উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমারেখা চিহ্নিত হয়েছিল?


• ৩৬ ডিগ্রি


• ৩৮ ডিগ্রি


• ৪২ ডিগ্রি


• ৪৬ ডিগ্রি


• Ans : ৩৮ ডিগ্রি


19. কাদের মধ্যে প্রথম উপসাগরীয় যুদ্ধ অনুষ্ঠিত হয়?


•  ইরাক ও ইরানের মধ্যে 


•  ইরাক ও কুয়েতের মধ্যে


• ইরাক ও আমেরিকার মধ্যে


• ইরান ও ইংল্যান্ডের মধ্যে


• Ans : ইরাক ও কুয়েতের মধ্যে


20. ইরাকের শাসক ছিলেন—


• সলমন রুশদি


• আয়াতোল্লা খোমেইনি


• সাদ্দাম হুসেন


• ওসামা বিন লাদেন


• Ans : সাদ্দাম হুসেন


21. ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন—


• নাসের 


• বাও দাই


• নগুয়েন গিয়াপ 


• হো-চি-মিন


• Ans : হো-চি-মিন


22. দিয়েন বিয়েন-ফু'র ঘটনা ঘটেছিল


• কোরিয়ায়


• ভিয়েতনামে


• মিশরে


• কিউবায়


• Ans : ভিয়েতনামে


23. 'মাই লাই' ঘটনাটি ঘটে—


• কোরিয়ায়


• জাপানে


• মিশরে


• ভিয়েতনামে


• Ans : ভিয়েতনামে


24. পঞ্চশীল নীতি গৃহীত হয়—


• ১৯৫০ খ্রিস্টাব্দে


• ১৯৬২ খ্রিস্টাব্দে


• ১৯৬৪ খ্রিস্টাব্দে


• ১৯৫৪ খ্রিস্টাব্দে


25. চিনের উল্লেখযোগ্য ঘটনা ছিল— 


• লং মার্চ


• দিয়েন বিয়েন ফু-র ঘটনা 


• মাই লাই ঘটনা


• কঙ্গো সংকট


Ans : লং মার্চ



বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও

 
বামস্তম্ভ ডানস্তম্ভ
হ্যারি ট্রুম্যান রুশ রাষ্ট্রপ্রধান
স্ট্যালিন রুশ প্রধানমন্ত্রী
উইনস্টন চার্চিল মার্কিন রাষ্ট্রপতি
ম্যাক্সিম লিটভিনভ ব্রিটিশ প্রধানমন্ত্রী
উওর :
 বামস্তম্ভ ডানস্তম্ভ
হ্যারি ট্রুম্যান মার্কিন রাষ্ট্রপতি
স্ট্যালিন রুশ রাষ্ট্রপ্রধান
উইনস্টন চার্চিল ব্রিটিশ প্রধানমন্ত্রী
ম্যাক্সিম লিটভিনভ রুশ পররাষ্ট্রমন্ত্রী


Tags : উচ্চমাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায়ের প্রশ্ন উওর | দ্বাদশ শ্রেণির ইতিহাস সপ্তম অধ্যায়ের প্রশ্ন উওর | WBCHSE Class 12 History Question Answer | HS History Notes 2023 | Class 12 History Notes 2023 | History History Suggestion 2023 | WB Class 12 History Suggestion 2023 | hs history mcq | class 12 history mcq question answer | wb class 12 history mcq 2023

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top