দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উওর |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় বা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শের (WBCHE Class 12 Political Science Question Answer Chapter 1 In Bengali ) একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা বিষয় "উদারনীতিবাদের তিনটি ধারা বলতে কী বোঝায়? সাবেকি বা সনাতন উদারনৈতিক মতবাদের বৈশিষ্ট্য" এর উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং পরবর্তীতে আমরা উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান সহ আরও অন্যান্য বিষয়ের সমস্ত নোটস + অনলাইন মকটেস্ট তোমাদের সঙ্গে শেয়ার করবো।।
উদারনীতিবাদের তিনটি ধারা কী? সাবেকি বা সনাতন উদারনৈতিক মতবাদের বৈশিষ্ট্য গুলি লেখ
উওরঃ রাষ্ট্র প্রকৃতি সম্পর্কিত উদারনীতিবাদের তিনটি প্রধান ধারা রয়েছে। এগুলি হল- সনাতন উদারনীতিবাদ বা সাবেকি উদারনীতিবাদ, আধুনিক উদারনীতিবাদ বা সংশোধনমূলক উদারনীতিবাদ এবং তৃতীয়ত রয়েছে নয়া উদারনীতিবাদ।
সাবেকি উদারনীতিবাদ অথবা সনাতন উদারনীতিবাদের কয়েকটি বৈশিষ্ট্যঃ-
উদারনীতিবাদের প্রাচীনতম মতবাদ হলো সাবেকি উদারনীতিবাদ বা সনাতন উদারনীতিবাদ। রাষ্ট্রবিজ্ঞানী জেরেমি বেন্থাম, জন লক, জন স্টুয়ার্ট মিল,জেমস মিল,হার্বাট স্পেন্সার,মন্তেস্কু প্রমুখ হলেন চিরাচরিত উদারনৈতিক মতবাদের মুখ্য প্রবক্তা। তাদের এই উদারনৈতিক মতবাদের প্রধান বৈশিষ্ট্যগুলো রয়েছে হলো -
ব্যক্তিস্বাতন্ত্র্যবাদঃ-
সাবেকি উদারনীতিবাদ অথবা সনাতন উদারনীতিবাদ এর প্রধান বৈশিষ্ট্য হল এই, মতবাদ অনুযায়ী রাষ্ট্র হল একটি স্থায়ী শক্তিশালী প্রতিষ্ঠান যার প্রধান কাজ হল ব্যক্তির জীবন, সম্পত্তি এবং অধিকার রক্ষা করা। রাষ্ট্র যদি কোনো কারণে ব্যক্তির জীবন, সম্পত্তি ও অধিকারকে রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে জনগণ তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। এবং প্রতিবাদের মাধ্যমে রাষ্ট্রে সরকারের পরিবর্তন করতে পারে।
হিতবাদ বা উপযোগিতাবাদঃ-
সাবেকি উদারনীতিবাদ অথবা সনাতন উদারনীতিবাদের মূল তত্ত্ব হলো, সর্বাধিক ব্যক্তির সর্বাধিক পরিমাণ সুখ-স্বাচ্ছন্দ নিশ্চিত করাই হল রাষ্ট্রের প্রধান কাজ। একজন ব্যক্তি সর্বাধিক পরিমাণ সুখ স্বাচ্ছন্দ কিভাবে আসবে তার নিয়ন্ত্রণ কর্তা সেই ব্যক্তি নিজেই। তাই ওই ব্যক্তির ব্যক্তিগত কর্মদ্যোগের ক্ষেত্রে রাষ্ট্রের হস্তক্ষেপ অথবা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ কাম্য নয়।
জনগণের সম্মতি রাষ্ট্রের মূল ভিত্তিঃ-
রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে উদারনীতিবাদের এই সাবেকি ধারণার সম্যক পরিচয় সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডের রাষ্ট্রবিজ্ঞানী জন লকের চিন্তাধারায় দেখতে পাওয়া যায় |। লকের মতে, জনগণের সম্মতিই হল রাষ্ট্রের মূল ভিত্তি। রাষ্ট্রের অস্তিত্ব জনগণের কল্যাণসাধনের ওপর নির্ভরশীল। রাষ্ট্র আইনের মাধ্যমে তার কর্তৃত্ব প্রয়োগ করে এবং আইনের অনুশাসনের ওপর ভিত্তি করে সাংবিধানিক সরকার প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রক্ষমতা প্রাকৃতিক আইনের দ্বারা সীমাবদ্ধ। প্রাকৃতিক অধিকারগুলির পশ্চাতে প্রাকৃতিক আইনের সমর্থন থাকে বলে এগুলি অলঙ্ঘনীয়। রাষ্ট্র বহুমুখী মতামত প্রকাশে কোনো অন্তরায় হিসেবে কাজ করে না। রাষ্ট্রের কাজ হবে প্রধানত ইতিবাচক ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার রাষ্ট্রের নেই। রাষ্ট্র ব্যক্তিস্বাধীনতার পথে বাধাগুলি দূর করতে প্রয়াসী হবে।
অর্থনৈতিক ক্ষেত্রে অবাধ নীতিঃ
সাবেকি উদারনীতিবাদের আরেক প্রবক্তা অ্যাডাম স্মিথ অর্থনৈতিক ক্ষেত্রে অবাক নীতি ব্যাখ্যা করেছেন। অ্যাডাম স্মিথ কতগুলি নির্দিষ্ট ক্ষেত্রে রাষ্ট্রের কার্যাবলী সীমিত রাখার পক্ষে ছিলেন। অ্যাডাম স্মিথ মূলত প্রতিটি ব্যক্তিকে অর্থনৈতিক ক্ষেত্রে অবাধ স্বাধীনতা প্রদানের কথা বলেছেন। তার মতে রাষ্ট্রের প্রধান কাজ হল বৈদেশিক আক্রমণ প্রতিহত করা এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা। ব্যক্তির অর্থনৈতিক জীবনে রাষ্ট্রের হস্তক্ষেপ কাম্য নয়।
ব্যক্তির নৈতিক উন্নতি সাধনঃ-
সাবেকি উদারনীতিবাদের অন্যতম প্ৰবৰ্ত্তা জন স্টুয়ার্ট মিল, ব্যক্তির নৈতিক উন্নতিসাধনকে রাষ্ট্রের মূল উদ্দেশ্য বলে ব্যাখ্যা করেন। রাষ্ট্রপ্রকৃতিকে মিল ব্যক্তিস্বাধীনতার দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেন। অবশ্য রাষ্ট্রীয় নিয়ন্ত্রণকে ক্ষতিকারক বলে আখ্যায়িত করলেও তার প্রয়োজনীয়তাকে মিল পুরোপুরি উপেক্ষা করতে পারেননি। তাঁর মতে, ব্যক্তিস্বাধীনতাকে সুরক্ষিত করার জন্যই রাষ্ট্রের প্রয়োজন। রাষ্ট্রীয় কাজকর্ম শুধুমাত্র গঠনমূলক বা ইতিবাচক বিষয়গুলির মধ্যে সীমিত থাকবে। এর মধ্যে রয়েছে সমাজের সমষ্টিগত মঙ্গলের জন্য আবশ্যিক শিক্ষাব্যবস্থার প্রবর্তন, সম্পত্তির উত্তরাধিকারের ওপর নিয়ন্ত্রণ, একচেটিয়া কারবারের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, শিশুদের স্বার্থে প্রয়োজনীয় কারখানা আইন নিয়ন্ত্রণ প্রভৃতি।
আশাকরি, দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে যে 'উদারনীতিবাদের তিনটি ধারা বলতে কী বোঝায়? সাবেকি বা সনাতন উদারনৈতিক মতবাদের বৈশিষ্ট্য" উওর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে তা তোমাদের কাজে লাগবে।।
Tags :