দ্বাদশ শ্রেণির বাংলা সাহিত্যের ইতিহাসের প্রশ্ন উত্তর |
আজকের এই ব্লগের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির বাংলা সাহিত্যের ইতিহাস বা উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্য ইতিহাস বাংলা গানের ধারা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো।।
দ্বাদশ শ্রেণির বাংলা সাহিত্যের ইতিহাসের প্রশ্ন উত্তর || উচ্চমাধ্যমিক বাংলা সাহিত্যের ইতিহাসের প্রশ্ন উওর
প্রশ্ন- শ্রীকৃষ্ণকীর্তন এ মোট পদ সংখ্যা এবং রাগরাগিণীর সংখ্যা কত?
উওর- শ্রীকৃষ্ণকীর্তনে মোট পফসংখ্যা হল 418 এবং রাগ রাগিনী সংখ্যা হচ্ছে 32 টি।
প্রশ্ন- কীর্তন গানের কয়টি অঙ্গ এবং কি কি?
উওর- কীর্তন গানের মোট পাঁচটি অঙ্গ। যথা- কথা,দোহা,আখর,তুক এবং ছুট। কীর্তন গানে মোট 64 রকমের রস পাওয়া যায়।
প্রশ্ন- কীর্তনকে কে দুই ভাগে ভাগ করেছেন এবং কি কি?
উওর- কীর্তনকে শ্রী চৈতন্যদেব দুই ভাগে ভাগ করেছেন। যথা নাম কীর্তন বা সংকীর্তন এবং লীলা কীর্তন বা রসকীর্তন।
প্রশ্ন- বাংলায় টপ্পা গানের প্রবর্তক কে?
উওর- বাংলায় টপ্পা গানের প্রবর্তক হলেন রামানন্দী গুপ্ত।
প্রশ্ন- পাঁচালী গানে কে প্রথম শাস্ত্রীয় রাগরাগিণীর তালের ব্যবহার করেছিলেন?
উওর- লক্ষীকান্ত বিশ্বাস সর্বপ্রথম পাঁচালী গানে শাস্ত্রীয় রাগরাগিণীর তালের ব্যবহার করেছিলেন।
প্রশ্ন- টপ্পা শব্দের আদি অর্থ কি?
উওর- টপ্পা শব্দের আদি অর্থ হল লম্ফ বা লাফ দেওয়া।
প্রশ্ন- একজন বিখ্যাত পাঁচালী গায়কের নাম লেখ।
উত্তর- একজন বিখ্যাত পাঁচালী গায়ক হলেন দাশরথি রায়।
প্রশ্ন- বাংলাদেশে কে সর্বপ্রথম খেয়াল গানের চর্চা শুরু করেছিলেন?
উওর- বাংলাদেশে সর্বপ্রথম রঘুনাথ রায় খেয়াল গানের চর্চা শুরু করেছিলেন।
প্রশ্ন- বাংলায় সর্বপ্রথম ধ্রুপদের রচয়িতা কে?
উওর- বাংলায় সর্বপ্রথম ধ্রুপদের রচনা হলেন রামশঙ্কর ভট্টাচার্য।
প্রশ্ন- কালিমির্জা নামে কে পরিচিত?
উওর- টপ্পা গায়ক কালিদাস চট্টোপাধ্যায় কালিমির্জা নামে পরিচিত।
প্রশ্ন- জুরির গানের প্রবর্তক কে?
উওর- জুরির গানের প্রবর্তক হলেন মদনমোহন চট্টোপাধ্যায়।
প্রশ্ন- রূপচাঁদ পক্ষী কোন দলের সদস্য ছিলেন, তার প্রকৃত নাম কি?
উত্তর- রূপচাঁদ পক্ষী,পক্ষীর দলের সদস্য ছিলেন এবং তার প্রকৃত নাম ছিল গৌরহরি মহাপাত্র।
প্রশ্ন- ঢপ কীর্তন এর প্রবর্তক কে?
উওর- ঢপ কীর্তন এর প্রবর্তক হলেন রূপচাঁদ অধিকারী।
প্রশ্ন- ঢপ কীর্তন কি?
উওর- পাঁচালী গানের কথল রীতির সঙ্গে কীর্তনের সংমিশ্রণ ঘটিয়ে যে গান তৈরি হয়, তা ঢপ কীর্তন নামে পরিচিত।
প্রশ্ন- ভারতের ঠুংরি গানের প্রবর্তক কে?
উওর- ভারতে ঠুংরি গানের প্রবর্তক হলেন লখনৌ এর নবাব ওয়াজেদ আলী শাহ।
প্রশ্ন- রবীন্দ্রনাথ ঠাকুরের গানের স্বরলিপি গুলি কোন গ্রন্থে লিপিবদ্ধ আছে?
উওর- রবীন্দ্রনাথ ঠাকুরের স্বরলিপি গুলি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বরবিতান গ্রন্থে লিপিবদ্ধ করা হচ্ছে।
প্রশ্ন- স্বরবিতান গ্রন্থে কয়টি গানের স্মারকলিপি রয়েছে?
উওর- রবীন্দ্রনাথ ঠাকুরের স্বরবিতান গ্রন্থে 1931 টি গানের স্বরলিপি রয়েছে।
প্রশ্ন- 'বলো বলো সবে' গানটির রচয়িতা কে?
উওর- বলো বলো সবে গানটির রচয়িতা হলেন অতুলপ্রসাদ সেন।
প্রশ্ন- সত্যজিৎ রায়ের পথের পাঁচালী এবং অপরাজিত সিনেমার সংগীত পরিচালনা কে করেছিলেন?
উওর- পণ্ডিত রবিশঙ্কর।
প্রশ্ন- 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' - গানটি কার লেখা এবং এটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত?
উওর- আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি বাংলাদেশের ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত এবং এই টির রচয়িতা হলেন আব্দুল গাফফর চৌধুরি।
প্রশ্ন- বাংলা তথা ভারতের প্রথম প্রাদেশিক ভাষার ব্যান্ড কোনটি?
উওর- বাংলা তথা ভারতের প্রথম প্রাদেশিক ব্যান্ড হলো মহীনের ঘোড়াগুলি।
প্রশ্ন- কিশোর কুমারের প্রকৃত নাম কি?
উওর- কিশোর কুমারের প্রকৃত নাম হল আভাস কুমার চট্টোপাধ্যায়।
প্রশ্ন- মান্না দে-র পুরো নাম কি?
উওর- মান্না দের পুরো নাম হল প্রবোধ চন্দ্র দে।
প্রশ্ন- মান্না দে-র স্মৃতিকথামূলক গ্রন্থটির নাম কি?
উওর- মান্নাদের স্মৃতিকথামূলক গ্রন্থটির নাম হলো জীবনের জলসাঘরে।
প্রশ্ন- কার নেতৃত্বে ক্যালকাটা ইয়ুথ কেয়ার গঠিত হয়েছিল?
উওর- রুমা গুহ ঠাকুরতার নেতৃত্বে 1958 সালে ক্যালকাটা ইয়ুথ কেয়ার গঠিত হয়েছিল।
প্রশ্ন- জারি শব্দের অর্থ কি?এই গান কোথায় লক্ষ্য করা যায়?
উওর- জারি শব্দের অর্থ হলো ক্রন্দন করা। এই গান পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলার মুসলিম সম্প্রদায়ের মধ্যে লক্ষ্য করা যায়।
প্রশ্ন- ঝুমুর লোকসংগীত কোথায় লক্ষ্য করা যায়?
উওর- ঝুমুর লোকসংগীত পুরুলিয়া সহ ছোটনাগপুরের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে লক্ষ্য করা যায়।
প্রশ্ন- সারি গান বলতে কী বোঝো?
উওর- মাছ ধরার নৌকা বাওয়ার সময় সারিবদ্ধ ভাবে যে গান গায়, তাই হচ্ছে সারি গান।
প্রশ্ন- ভাটিয়ালি গান কি?
উওর- মাঝিদের এককভাবে গাওয়া গানকে ভাটিয়ালি গান বলা হয়।
প্রশ্ন- ভাওয়াইয়া গান কি?
উওর- রাজবংশী এবং কামান্তি ভাষায় প্রেমিক-প্রেমিকাদের মিলন, বিচ্ছেদ এবং অভিসার মূলক গানকে ভাওয়াইয়া গান বলা হয়। এবং এই গানের গায়কদের বাউদিয়া বলা হয়।
প্রশ্ন- গাড়োয়ালি গান কি?
উওর- গুরু বা মোষের গাড়ির চালকদের উদ্দেশ্য করে যে গান গাওয়া হয়, তা গাড়োয়ালি গান নামে পরিচিত।
আশাকরি যে. দ্বাদশ শ্রেণির বাংলা সাহিত্যের ইতিহাস বা উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্য ইতিহাস বাংলা গানের ধারা থেকে শেয়ার করা SAQ Question Answer গুলো তোমাদের কাজে আসবে।
Tags : দ্বাদশ শ্রেণির বাংলা সাহিত্যের ইতিহাসের প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক বাংলা সাহিত্যের ইতিহাসের প্রশ্ন উওর | বাংলা গানের ধারা প্রশ্ন উত্তর | wb class 12 Bengali question answer | hs Bengali question answer