ভারতের ইতিহাস সম্পর্কে জেমস মিলের দৃষ্টিভঙ্গি আলোচনা করো || উচ্চমাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর

0

 

wb class 12 history question answer and suggestion 2023 | দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর
উচ্চমাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় বড় প্রশ্ন উওর

আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ঃ ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত এবং অনিয়মিত সাম্রাজ্যের (West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023 ) একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা বিষয় 'ভারতের ইতিহাস সম্পর্কে জেমস মিলের দৃষ্টিভঙ্গি আলোচনা করো' প্রশ্নটির উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। 

ভারতের ইতিহাস সম্পর্কে জেমস মিলের দৃষ্টিভঙ্গি আলোচনা করো || উচ্চমাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর 

ভূমিকাঃ- স্কটল্যান্ডের বাসিন্দা জেমস মিল কখনো ভারতের না এসেও বিভিন্ন মহাফেজ খানার বিভিন্ন তথ্য ও নথিপত্রের সাহায্য ভারতের ইতিহাস রচনা শুরু করেছিলেন। জেমস মিলের লেখা হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে ভারতে সম্পর্কে তার এই দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে। জেমস মিলের হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি, সাম্প্রদায়িক ভাবে ভারতের যুগ বিভাগ, ভারতকে সবথেকে নিকৃষ্ট হিসেবে তুলে ধরা,ব্রিটিশ-ভারতের যুক্তিকতা,  ব্রিটিশ শাসনের প্রয়োজনীয়তা ইত্যাদি ব্যাখ্যা করেছেন। জেমস মিলের সেই দৃষ্টিভঙ্গির নিম্নে আলোচনা করা হল। 

সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গিঃ- 

জেমস মিলের হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের তিনি ভারতকে সব দিক থেকেই নিকৃষ্ট বলে মনে করেছেন।  তিনি ভারতের সরকারের প্রকৃতি,আইন ব্যবস্থা এবং কর ব্যবস্থাকে নিকৃষ্ট বলে মনে করেছেন। জেমস মনে করতেন এই তিনটি বিভাগের সংস্কার করলে ভারতীয় সমাজের উন্নয়ন সম্ভব। 

সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে ভারতের যুগ বিভাগঃ- 

জেমস মিল তার হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে ভারতের যুগকে তিন ভাগে ভাগ করেছেন। যথা -

প্রথমত হিন্দু যুগ, দ্বিতীয়ত মুসলিম যুগ এবং 1765 সালে এরপর থেকে তিনি ভারতকে ব্রিটিশ যুগ হিসেবে ভাগ করেছেন। তিনি এই তিনটি যুগকে হিন্দু সভ্যতা,মুসলিম সভ্যতা এবং ব্রিটিশ সভ্যতা বলে উল্লেখ করেছেন। 

ভারতীয় সমাজকে নিকৃষ্ট হিসেবে তুলে ধরাঃ- 

জেমস মিল তার হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের ভারতের সমস্ত কিছুকেই নিকৃষ্ট বলে মনে করতেন। তিনি পাশ্চাত্য সভ্যতার শ্রেষ্ঠত্বের বিশ্বাসী ছিলেন। তিনি ভারতীয় শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, শাসনব্যবস্থা ইত্যাদি সবকিছুকেই পাশ্চাত্যের চেয়ে নিকৃষ্ট বলে মনে করতেন। জেমস মনে করতেন, অষ্টাদশ শতকে ভারতীয় যে দূরাবস্থার মধ্যে বসবাস করতো, তা তাদের অতীত অবস্থার স্বাভাবিক পরিণতি। ব্রিটিশরা ভারতে আসার পূর্বে ভারতের সমাজ গতিহীন হয়ে পড়ে এবং সামাজিক অগ্রগতির পথ বন্ধ হয়ে গিয়েছিল। ব্রিটিশদের আগমনের ফলেই ভারতের উন্নতি হয়েছে বলে তিনি মনে করতেন। 

ভারতের ব্রিটিশ শাসনের প্রয়োজনীয়তাঃ- 

জেমস মিলের মতে ভারতীয়রা সমাজে নানা জাতি এবং প্রথায় বিভক্ত থাকায় এরূপ দেশের উন্নতি সাধিত হওয়া সম্ভব নয়। ভারত ব্রিটিশ শাসনের অধীনে থাকলেই পাশ্চাত্যের জ্ঞান, বিজ্ঞান,শিল্প রীতি নীতি প্রযুক্তি ইত্যাদি ভারতীয়দের মধ্যে প্রবেশ করবে এবং এর ফলে ভারত উন্নত হবে। জেমস মিলের মতে ব্রিটিশ শাসকদের কর্তব্য হলো ভারতীয়দের উন্নত আইন এবং শাসনের অধীনে এনে তাদের সামগ্রিক উন্নতি ঘটানো। এবং ভারতের স্বায়ত্তশাসন অথবা স্বাধীনতা না দেওয়া। এভাবে জেমস মিল ভারতে ব্রিটিশ শাসনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছেন।।

ভারতে ব্রিটিশ শাসনের যুক্তিকতা প্রমাণঃ- 

জেমস মিলের মতে ভারতের সরকারের রুপ,আইন ব্যবস্থা,কর ব্যবস্থা সবই পাশ্চাত্যের তুলনায় নিকৃষ্ট ছিল। তার মতে ভারতের পিছিয়ে পড়া রাষ্ট্রীয় এবং সামাজিক অবস্থা কখনই ভারতীয়দের উন্নতি সাধন করতে পারেনা। ভারতের উন্নয়নের জন্য প্রয়োজন অধিক উন্নত আইন ব্যবস্থা এবং শাসন। ব্রিটিশরা উন্নত সভ্যতার অধিকারী বলে তাদের শাসনাধীনে ভারতীয় সভ্যতার উন্নতি ঘটবে। 

উপসংহারঃ জেমস মিল ভার সম্পর্কে যে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির প্রবর্তন করেছিলেন, তা অনেক ব্রিটিশ ঐতিহাসিক সমর্থন করলেও আধুনিক কালের ভারতীয় ঐতিহাসিকরা কখনোই সমর্থন করেন না। কারণ তিনি যেভাবে ভারতের ইতিহাস রচনা করেছেন তাতে অনেক ভুল ত্রুটি ছিল। এবং জাতিবিদ্বেষ অথবা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির জন্য তার ইতিহাস রচনাকে বিভিন্ন দিক থেকে সমালোচনা করা হয়।।

আশাকরি, দ্বাদশ শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ঃ ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত এবং অনিয়মিত সাম্রাজ্যের (West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023 ) থেকে 'ভারতের ইতিহাস সম্পর্কে জেমস মিলের দৃষ্টিভঙ্গি আলোচনা করো' সম্পর্কে যে নোট দেওয়া হয়েছে, তা তোমাদের কাজে আসবে।।

Tags : 

Class 12 history notes | hs history suggestion | wb class 12 history question answer and suggestion 2023 | দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর এবং সাজেশন | দ্বাদশ শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় বড় প্রশ্ন উওর | দ্বাদশ শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য প্রশ্ন উত্তর | wb class 12 History question answer  | wb class xii History question answer | hs History  question answer & suggestion 2023

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top