নেপোলিয়ন কিভাবে ফ্রান্সের ক্ষমতা লাভ করেছিলেন? তাঁর সাফল্যের কারণ || নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর এবং সাজেশন

0

 

নেপোলিয়ন কিভাবে ফ্রান্সের ক্ষমতা লাভ করেছিলেন? তাঁর সাফল্যের কারণ || নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর এবং সাজেশন
নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর এবং সাজেশন 


আজের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীউ সাম্রাজ্য ও জাতীয়তাবাদ (WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali ) অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 8 মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 'নেপোলিয়ন কিভাবে ফ্রান্সের ক্ষমতা লাভ করেছিলেন? তাঁর সাফল্যের কারণ গুলি আলোচনা করো' তার উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। 

নেপোলিয়ন কিভাবে ফ্রান্সের ক্ষমতা লাভ করেছিলেন? তাঁর সাফল্যের কারণ গুলি আলোচনা করো

ভূমিকাঃ ফ্রান্সের ইতিহাসে সর্ব শ্রেষ্ঠ সম্রাট হলেন নেপোলিয়ন বোনাপার্ট। তিনি ফ্রান্সের সাধারণ সামরিক বাহিনী থেকে উঠে এসে ফ্রান্সের সম্রাট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন এবং পৃথিবীর বুকে নিজের নাম চিরকালের জন্য স্বর্ণাক্ষরে লিখ রেখে গেছেন। ফরাসি বিপ্লব যখন  বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল,ঠিক সেসময় নেপোলিয়ন বোনাপার্ট তার বিচক্ষণ বুদ্ধি এবং সামরিক প্রতিভার সাহায্যে ফ্রান্সের সম্রাট রুপে অবতীর্ণ হয়ে ফ্রান্সকে বিপদের হাত থেকে রক্ষা করেছিলেন। 

ফ্রান্সের ইতিহাসের এই সর্বশ্রেষ্ঠ সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট যেভাবে ফ্রান্সের ক্ষমতা লাভ করেছিলেন, তা হল-

প্রথমতঃ- নেপোলিয়ন বোনাপার্ট 1769 খ্রিস্টাব্দের 15 ই আগস্ট এক সামান্য পরিমাণে জন্মগ্রহণ করেছিলেন।  এরপর মাত্র 18 বছর বয়সে তিনি ফ্রান্সের গোলন্দাজ বাহিনীতে লেফটেন্যান্ট পদে যোগ দিয়েছিলেন। কিন্তু সাধারণ পদে যোগদান করার অল্পসময়ের মধ্যেই নেপোলিয়ন তার অসামান্য সামরিক প্রতিভার পরিচয় দেন। যেমন -

তুলো বন্দর রক্ষাঃ- 

ইংরেজ নৌবহরের অবরোধ থেকে ফ্রান্সের তুলো বন্দরকে মুক্ত করেন এবং এর পুরস্কার হিসেবে তিনি ব্রিগেডিয়ার পদে উন্নীত হন।

শাসকদের রক্ষাঃ- 

১৭৯৫ খ্রিস্টাব্দে আন্দোলনকারী জনতা জাতীয় কনভেনশন ঘেরাও করেছিল এবং শাসক ডিরেকটরদের প্রাণসংশয় দেখা দিয়েছিল।

এই পরিস্থিতিতে নেপোলিয়ন শাসক ডিরেক্টরদের প্রাণ বাঁচান ও তাঁদের নজরে পড়েন।

ইটালি অভিযানঃ-

ডিরেক্টরদের নির্দেশে ইটালিতে ফরাসি সৈন্যবাহিনীর অভিযানের (১৭৯৬-৯৭ খ্রি.) নেতৃত্ব দেন (ইটালির উত্তরাংশ সেই সময় অস্ট্রিয়ার প্রভাবাধীন ছিল) এবং অস্ট্রিয়ার উপর বারংবার আঘাত হেনে তিনি উত্তর-ইটালির কিছু অংশ অধিকার করেন। এরপর অস্ট্রিয়া ক্যাম্পো-ফোর্মিও-র সন্ধি স্থাপনে বাধা হয় যার ফলশ্রুতিতে ফ্রান্সের বিরুদ্ধে ইউরোপে ১৭৯৩ খ্রিস্টাব্দে গঠিত প্রথম শক্তিসংঘ ভেঙে যায়। 

মিশর অভিযানঃ- 

১৭৯৮ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সঙ্গে ভারতীয় ব্রিটিশ সাম্রাজ্যের যোগাযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে নেপোলিয়ন মিশর অভিযান করেন, কিন্তু নীলনদের মুল্যে তিনি ব্রিটিশ নৌ-সেনাপতি নেলসনের কাছে পরাজিত হন। 

কনসুলেটের অভিযানঃ- 

নব প্রবর্তিত কনসুলেট শাসনব্যবস্থা অনুসারে ফ্রান্সের প্রশাসন ব্যবস্থায় তিনজন কনসালকে নিয়ে এক প্রশাসকমণ্ডলী নিযুক্ত করা হয়। এদের মধ্যে প্রথম কনসালই ছিলেন সর্বপ্রধান এবং অন্য দুজন তাঁর সহকারী ছিলেন। নেপোলিয়ন ফ্রান্সের প্রথম কনসাল (First Consul) হিসাবে দেশের শাসনভার গ্রহণ করেন।

দ্বিতীয় পর্যায়ঃ- 

ক্ষমতা লাভের পর প্রথম কনসাল রূপে নেপোলিয়ন ফ্রান্স বিরোধী দ্বিতীয় রাষ্ট্রজোট-এর আক্রমণ প্রতিহত করেন এবং এরপর ইটালি, জার্মানি, বেলজিয়াম, সুইজারল্যান্ড প্রভৃতি দেশ দখল করেন। এইসব সাফল্যের ফলশ্রুতিরূপে ১৮০২ খ্রিস্টাব্দে নেপোলিয়ন কাউন্সিল অফ স্টেটের প্রস্তাব অনুসারে চিরজীবনের জন্য প্রথম কনসাল পদে অধিষ্ঠিত হন এবং তাঁকে উত্তরাধিকারী মনোনয়নের অধিকারও দেওয়া হয়। এইভাবে নেপোলিয়ন ফ্রান্সের সর্বময় ভাগানিয়ন্ত্রকে পরিণত হন। 

তৃতীয় পর্যায়ঃ-অবশেষে তাঁর বিরুদ্ধে রাজতন্ত্রীদের বিরোধিতার সুযোগ নিয়ে নেপোলিয়ন ১৮০৪ মুখোশ সম্পুর্ণভাবে ত্যাগ করে সিনেটের প্রস্তাবে ফরাসি জাতির সম্রাট উপাধি গ্রহণ করেন। গণভোটের মাধ্যমে তিনি এই পদটি লাভ করেছিলেন। এইভাবে ফরাসি প্রজাতন্ত্র নেপোলিয়নের নেতৃত্বে ফরাসি সাম্রাজ্যে রূপান্তরিত হয়।

নেপোলিয়নের সাফল্যের কারণঃ-  

দিও ফরাসি জাতি রাজতন্ত্রের অবসান ঘটিয়ে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা করে, কিন্তু তারাই আবার নেপোলিয়নকে সম্রাটরূপে গ্রহণ করেছিল, এর কারণ - 

প্রথমতঃ- ফরাসি বিপ্লব পরবর্তী ফ্রান্সে অভ্যন্তরীণ রাজনৈতিক বিশৃঙ্খলা ও বৈদেশিক আক্রমণের ফলে এক অনিশ্চিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। দেশের শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করে নেপোলিয়ন জনসাধারণের সমর্থন লাভ করেন।

দ্বিতীয়তঃ নেপোলিয়ন বোনাপার্টের অসাধারণ ব্যক্তিত্ব,রাজনৈতিক দূরদর্শিতা এবং সামরিক প্রতিভা তাকে ফ্রান্সের যোগ্যতম সম্রাটে পরিণত করেছিল। তাই স্বাভাবিকভাবেই নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের জনসাধারনের আস্থা অর্জন করে ফ্রান্সের সর্বশ্রেষ্ঠ সম্রাট রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিল।।

Tags : 

নবম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উওর | বিপ্লবী আদর্শ, নেপোলিয়ীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ অধ্যায়ের প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীউ সাম্রাজ্য ও জাতীয়তাবাদ | বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীউ সাম্রাজ্য ও জাতীয়তাবাদ অধ্যায়ের প্রশ্ন উওর | class 9 history 2nd chapter notes |  wb class 10 history question answer | wb class 9 history suggestion 2023 | History question answer 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top