আজের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali) অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 4 মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 'ফ্রান্সে ডাইরেক্টরী শাসনের পতনের কারণগুলি আলোচনা করো।' তার উওর (WBBSE Class 9 Question Answer & Suggestion 2023) তোমাদের সঙ্গে শেয়ার করবো।
ফ্রান্সে ডাইরেক্টরী শাসনের পতনের কারণগুলি আলোচনা || নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর এবং সাজেশন 2023
ভূমিকাঃ- ১৭৯৫ খ্রিস্টাব্দে জাতীয়-সম্মেলন কর্তৃক রচিত নতুন শাসনতন্ত্র (Constitution of the Year III) অনুযায়ী ফ্রান্সের শাসনকার্য পরিচালনার দায়িত্ব ডাইরেক্টরি' (Directory) নামে অভিহিত পাঁচজন সদস্য নিয়ে গঠিত একটি পরিষদের ওপর অর্পিত হয়। এই শাসনতন্ত্র অনুযায়ী ফ্রান্সে 'The Five Hundred' ও 'The Council of Ancients! নামে অভিহিত দুইটি কক্ষযুক্ত একটি আইন পরিষদ প্রতিষ্ঠিত হয়। ডাইরেক্টরি শাসনের দু'ধরনের কৃতিত্ব ছিল, যথা :
১- ফ্রান্সের অভ্যন্তরীণ পুনর্গঠন এবং ২- ফরাসি প্রজাতন্ত্রকে টিকিয়ে রাখতে বৈদেশিক ক্ষেত্রে স্বতন্ত্র নীতি গ্রহণ। ডাইরেক্টরীর পতন।
ডাইরেক্টরী শাসনের পতনের মূল কারণঃ
ফ্রান্সে পাঁচজন সদস্য বিশিষ্ট এই ডাইরেক্টরি শাসন বেশিদিন টিকতে পারেনি। বিভিন্ন কারণে ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের পতন ঘটেছিল।
ডাইরেক্টরীর সদস্যগদের মতবৈষম্যঃ-
ডাইরেক্টরি শাসনের পতন ঘটানোর পেছনের মূল কারণ ছিল ডাইরেক্টরিই শাসকদের নিজেদের মধ্যে মতপার্থক্য। ডাইরেক্টরীর সদস্যরা নিজেদের মধ্যে মতবৈষম্যঘটিত কলহে লিপ্ত ছিলেন। এর ফলে তাঁরা সম্মিলিতভাবে কোনো কর্মপন্থা গ্রহণ করতে পারেনি।
ফ্রান্সের স্বার্থকে অবজ্ঞাঃ
ডাইরেক্টরি শাসনের পতনের ক্ষেত্রে দ্বিতীয় কারণ ছিল এই সেখানে প্রবেশ দুর্নীতি। ডাইরেক্টরীর শাসনকালে ফ্রান্সে একশ্রেণির নতুন বিত্তশালী সম্প্রদায় ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়।এই শ্রেণির লোকেরা ফ্রান্সের সর্বাঙ্গীণ উন্নতির চেয়ে নিজেদের স্বার্থ সংরক্ষণের প্রতি বেশি আগ্রহী ছিলেন। স্বভাবতই, ডাইরেক্টরীর শাসন দুর্নীতিপূর্ণ হয়ে পড়ে।
স্বৈরাচারী নীতিঃ যেকোনো শাসনতন্ত্রে যখন স্বৈরাচার প্রবেশ করে কখন নিশ্চিত ভাবেই সেই শাসনের পতন অনিবার্য হয়ে পড়ে ডাইরেক্টরি শাসনের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছিল। রাজতন্ত্রের সমর্থকদল এবং উগ্রপন্থী বিপ্লবীগণ সর্বদাই ডাইরেক্টরীর বিরুদ্ধে বড়যন্ত্রে লিপ্ত ছিল।আইন-পরিষদের পাঁচশত প্রতিনিধি সভার (The five hundred) সভাপতি পিসেঙ্গুর (Pichegru) প্ররোচনায় ডাইরেক্টরীর বিরুদ্ধে কয়েকটি ষড়যন্ত্রের সৃষ্টি হলে ডাইরেক্টরী সামরিক শক্তির সাহায্যে দমন নীতি অবলম্বন করে তা দমন করে।
ফ্রান্সের বিরুদ্ধে ইউরোপীয় রাষ্ট্রজোট গঠনঃ- ডাইরেক্টরীর আক্রমণাত্মক ও ভ্রান্ত পররাষ্ট্র নীতিও এর পতনের জন্য কম দায়ী ছিল না। নেপোলিয়নের মিশরে অবস্থানকালে ডাইরেক্টরী সুইজারল্যান্ড ও ইটালি দখল করে ওই দুই রাষ্ট্রে যথাক্রমে হেলভেটিক রিপাবলিক (Helvetic Republic) ও টাইবেরিয়ান রিপাবলিক (Tiberian Republic) নামে দুইটি সাধারণতন্ত্র প্রতিষ্ঠা করে।
এর ফলে ইউরোপের রাজতত্ত্বশাসিত রাষ্ট্রগুলি ফ্রান্সের বিরুদ্ধে আবার একটি রাষ্ট্রজোট (The Second Coalition) গঠন করে। ইটালি, সুইজারল্যান্ড ও হল্যান্ডের বিভিন্ন রণক্ষেত্রে রাষ্ট্রজোটের সম্মিলিত আক্রমণে ফরাসিবাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে।
জনসাধারণের ক্ষোভঃ-
ডাইরেক্টরি শাসনের পতনের মূল কারণ ছিল এই সরকারের প্রতি জনগণের তীব্রক্ষোভ। এককথায় বলা যায়, বহিঃশত্রুর কাছে ফ্রান্সের ভাগ্যবিপর্যয় এবং অভ্যন্তরীণ ক্ষেত্রে ডাইরেক্টরী শাসকদের স্বৈরাচারী নীতির ফলে ফ্রান্সের জনসাধারণ ডাইরেক্টরীর ওপর বীতশ্রদ্ধ হয়ে পড়ে।
নেপোলিয়ন কর্তৃক ডাইরেক্টরীর উচ্ছেদসাধনঃ নেপোলিয়নের মিশরে অবস্থানকালে ফ্রান্সের সেই সংকটপূর্ণ অভ্যন্তরীণ পরিস্থিতির খবর পেয়ে অবিলম্বে তিনি ফ্রান্সে ফিরে আসেন এবং ১৭৯৯ খ্রিস্টাব্দে সামরিক শক্তির সাহয্যে ডাইরেক্টরী শাসন উচ্ছেদ করে 'কনসুলেট শাসন' প্রবর্তন করেন। নেপোলিয়ন যখন ডাইরেক্টরীর শাসন উচ্ছেদ করে ক্ষমতা দখল করেন, তখন ফ্রান্সের জনসাধারণ তাঁকে ফরাসি জাতির ত্রাণকর্তা হিসেবে সানন্দে বরণ করেছিল।
আশাকরি যে,নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali) একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ফ্রান্সের ডাইরেক্টরি শাসনের পতনের কারণগুলি সম্পর্কে যে আলোচনা করা হয়েছে, তা তোমাদের কাজে লাগবে।।
Tags :
নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস ফরাসি বিপ্লবের কয়েকটি দিক অধ্যায়ের প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক প্রশ্ন উওর | wbbse class 9 history question answer | wb class 10 history question answer | wb class 9 history suggestion 2023 | class ix History question answer