নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের প্রশ্ন উওর |
আজের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক ( WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali ) অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 4 মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 'স্টেট জেনারেল কী? এটি কেন ডাকা হয়েছিল এবং এর প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো।' তার উওর ( WBBSE Class 9 Question Answer & Suggestion 2023 ) তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমরা প্রতিদিন তোমাদের জন্য নোটস শেয়ার করে যাবো। তাই তোমরা আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করতে থাকো।।
স্টেট জেনারেল কী? এটি কেন ডাকা হয়েছিল এবং এর প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো।
উওরঃ স্টেট জেনারেল ছিল ফ্রান্সের প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান বা ফ্রান্সের জাতীয় সভা এবং এটির প্রধান কাজ ছিল ফ্রান্সের রাজ ক্ষমতার ওপর তাদের নিয়ন্ত্রণ জারি করা। ১৩০২ খ্রিষ্টাব্দে ফ্রান্সে স্টেটস জেনারেলের প্রথম অধিবেশন বসেছিল। কিন্তু বিভিন্ন কারণে দীর্ঘ সময় পর্যন্ত বন্ধ এটি থাকে। কিন্তু পুনরায় ১৬১৪ খ্রিস্টাব্দে প্রায় ১৭৫ বছত পর ফ্রান্সে স্টেটস জেনারেলের দ্বিতীয়বার অধিবেশন বসে।। এই স্টেট জেনারেল পূনরায় ডাকার যে প্রধান কারণগুলি ছিল,তা হল -
অর্থনৈতিক সংস্কার প্রচেষ্টাঃ-
রাজা ষোড়শ লুই এর আমলে ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থা হয় দুর্বল হয়ে পড়ে। বিভিন্ন কারণে ফ্রান্সের আর্থিক সমস্যা দেখা যায়, যা ফ্রান্সের অর্থনৈতিক উন্নতিকে স্তব্ধ করে দিয়েছিল। সে কারণেই রাজা ষোড়শ লুই বিভিন্ন কারণে ফ্রান্সের অর্থসংকট দূর করতে সংস্কার সাধনে প্রয়াসী হন। রাজা ষোড়শ লুই সরাসরি ফ্রান্সের অর্থনৈতিক অবস্থাকে পূনরায় চাঙ্গা করতে তিনি অভিজাতদের ক্ষেত্রেই গুরুত্ব আরোপ করতে শুরু করেন। রাজার তাঁর অর্থমন্ত্রীরা যথা তুর্গো, ক্যালোন, নেকার, ব্রিয়া পর্যায়ক্রমে বিভিন্ন রকমের সংস্কার প্রস্তাব করেন, কিন্তু অভিজাতদের বিরোধিতায় তা সফল হয়নি।
অভিজাত বিদ্রোহঃ-
175 বছর পর ফ্রান্সের স্টেটস জেনারেল ডাকার প্রধান কারণ ছিল ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থাকে চাঙ্গা করা। এবং সেই বিষয়ে অভিজাতদের সঙ্গে ভালো ভাবে বোঝাপড়া করে নেওয়া। ফ্রান্সের অর্থনৈতিক অবস্থাকে পুনরায় চাঙ্গা করতে রাজার অর্থমন্ত্রীরা অভিজাতদের উপর বিভিন্ন রকম পরোক্ষ ভূমি কর এবং প্রত্যক্ষ কর আরোপ করে। কিন্তু অভিজাতরা রাজার অর্থমন্ত্রীদের প্রস্তাব মতো ভূমিকর ও প্রত্যক্ষ কর দিতে এবং তাদের কর প্রদান না করার অধিকার ত্যাগ করতে মোটেই রাজি ছিলেন না। তারা দাবি করে, একমাত্র স্টেটস জেনেরাল-এর অধিবেশন আহ্বান করেই কর আরোপ করতে হবে।
রাজার পরাজয়ঃ-
রাজা ষোড়শ লুই এর অর্থ মন্ত্রীদের দ্বারা অভিজাতদের উপর আরোপ করা ভূমিকর এবং প্রত্যক্ষ কর অভিজাতরা মেনে নিতে রাজি হয় না। এবং তারা দাবি করে যে,একমাত্র স্টেট জেনারেল অধিবেশন এর মাধ্যমেই সেই কর আরোপ করতে হবে। রাজা বিভিন্নভাবে চাপে পড়ে অবশেষে অভিজাতদের কাছে পরাজিত হয়। অভিজাত বিদ্রোহের প্রেক্ষাপটে রাজা ষোড়শ লুই অভিজাতদের এই দাবি মেনে নেন এবং স্টেটস জেনেরাল-এর অধিবেশন আহ্বানের প্রতিশ্রুতি দেন। উপরিক্ত প্রধান কারণ গুলির জন্য যে স্টেট জেনারেল ডাকা হয়েছিল,তার ফলে স্টেট জেনারেল ডাকার বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। যেমন -
প্রতিনিধি নির্বাচনঃ-
স্টেটস জেনেরাল-এর অধিবেশন আহ্বানের প্রাক্কালে ১৭৮৯ খ্রিস্টাব্দের শুরুতেই এর প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। ফ্রান্সের তিনটি সম্প্রদায়ই জনগণের কাছ থেকে অভিযোগপত্র (ক্যাহিয়াস) আহ্বান করেছিল।
পরস্পর বিরোধী স্বার্থের আত্মপ্রকাশঃ-তৃতীয় সম্প্রদায় উপলব্ধি করে যে, রাজার সঙ্গে অভিজাতদের সংগ্রামে সাধারণ মানুষের অধিকার বা স্বার্থ রক্ষিত হবে না। স্বাভাবিক কারণেই তাই রাজা ও অভিজাতদের সঙ্গে তৃতীয় সম্প্রদায়ের বিবাদ শুরু হয়।
ভোটদান বিতর্কঃ-
স্টেটস জেনেরাল-এর সদস্যদের সংখ্যার বিচারে তৃতীয় সম্প্রদায় ছিল সংখ্যাগরিষ্ঠ। তাই তৃতীয় সম্প্রদায় স্টেটস জেনেরাল-এ সম্প্রদায় পিছু ভোটদানের পরিবর্তে মাথা পিছু ভোটদানের অধিকার দাবি করেছিল।
নতুন ধরনের সংঘাতঃ-
তৃতীয় সম্প্রদায়ের মাথাপিছু ভোটদানের দাবিতে যাজক ও অভিজাত সম্প্রদায় তাদের সুযোগ-সুবিধা হ্রাসের সম্ভাবনায় আতঙ্কিত হয়ে রাজতন্ত্রের সঙ্গে বিরোধিতা পরিত্যাগ করে সহযোগিতার নীতি গ্রহণ করেন। যার ফলশ্রুতিতে রাজতন্ত্র ও অভিজাততন্ত্রের সঙ্গে তৃতীয় সম্প্রদায়ের সংঘাত শুরু হয়।
টেনিস কোর্টের শপথঃ-
তৃতীয় সম্প্রদায়ের সদস্যদের মাথাপিছু ভোটদান দাবিতে রাজার অসম্মতিজ্ঞাপন-কে কেন্দ্র করে তৃতীয় সম্প্রদায় নিজেদের 'জাতীয় সভা' বলে ঘোষণা করেছিল (১৭ জুন, ১৭৮৯ খ্রি.)। এর পর খুব শীঘ্রই তৃতীয় সম্প্রদায় টেনিস কোর্টের শপথ গ্রহণ করে।
মূল্যায়নঃ- স্টেটস জেনেরাল-এর অধিবেশন আহ্বানের ফলে ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল এবং খুব শীঘ্রই তৃতীয় সম্প্রদায়ের বুর্জোয়া গোষ্ঠী বিপ্লবের নেতৃত্বদানে এগিয়ে আসে।
Tags :
নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস ফরাসি বিপ্লবের কয়েকটি দিক অধ্যায়ের প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক প্রশ্ন উওর | wbbse class 9 history question answer | wb class 10 history question answer | wb class 9 history suggestion 2023 | class ix History question answer