প্রশ্নঃ জার্মানীর ঐক্য আন্দোলনে ১৮৩০ এর জুলাই বিপ্লবের প্রভাব কতখানি ছিল?
উওরঃ ফ্রান্সে ১৮৩০ এর জুলাই বিপ্লব জার্মানীতে এক গভীর প্রভাব ফেলেছিল। সর্বত্র উদারনৈতিক সংবিধান দাবী উত্থাপিত হয়। ব্রান্সউইক, থ্যানেভার, স্যাক্সনী, হেম ও কামাল এর নৃপতিগণ বাধ্য হয়ে উদারনৈতিক সংবিধান মঞ্জুর করেন। লিপজিক, ড্রেসডেনে বিদ্রোহ শুরু হলে তা দক্ষিণ জার্মানীতেও সংক্রামিত হয়। যদিও প্রাশিয়ার অবস্থা অপরিবর্তিত থাকে তথাপি অন্যান্য ক্ষুদ্র রাষ্টেও উদারনৈতিক সংবিধান প্রবর্তিত হয়। কিন্তু মেটারনিকের সাহায্যে জার্মানীর প্রতিক্রিয়াশীল শাসকরা নতুন সংবিধান বাতিল করে পুনরায় সৌরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। তথাপি কিছু জার্মান জনগণের মনে স্বাধীনতার যে উৎসাহ ও উদ্দীপনা ও আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল তা দমন করতে পারেনি। তাই তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ফেটে পড়েছিল।