ফ্যাক্টরি প্রথা কি বা ফ্যাক্টরি প্রথা বলতে কী বোঝায় || নবম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর

0

 

ফ্যাক্টরি প্রথা কি বা ফ্যাক্টরি প্রথা বলতে কী বোঝায় || নবম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর
নবম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর

প্রশ্নঃ ফ্যাক্টরি প্রথা কি বা ফ্যাক্টরি প্রথা বলতে কী বোঝায়

উওরঃ ফ্যাক্টরি প্রথা বলতে কোনো প্রথাকে বোঝায় না।  আসলে ইংল্যান্ডের অষ্টাদশ শতাব্দী থেকে বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে কলকারখানায় বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার হতে থাকে। এর ফলে ইংল্যান্ডে বিভিন্ন কারখানা স্থাপন হয় এবং বিভিন্ন কলকারখানা স্থাপন হওয়ার ফলে ইংল্যান্ডের বিভিন্ন শিল্পীরা বা স্থানীয় বিভিন্ন স্থানীয় ব্যবসায়ীরা ছোটো ছোটো কুটির শিল্পে তাদের মূলধন বিনিয়োগ করার পরিবর্তে যখন তারা নিজেদের মূলধন বৃহৎ কারখানায় নিয়োগ করে, সেই নিয়োগ করাকেই বলা হয় ফ্যাক্টরি প্রথা।।


অষ্টাদশ শতাব্দী থেকে বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে বিভিন্ন বৃহৎ যন্ত্রপাতি আবিষ্কার হতে থাকে। মূলধনী শ্রেণি তাদের নিজস্বার্থে অর্থ বিনিয়োগ করে এই সমস্ত বৃহৎ যন্ত্র আবিষ্কারে উৎসাহ দিতে থাকে। খনি থেকে লৌহ বা অন্যান্য ধাতু উত্তোলিত হলে বৃহৎ কারখানা স্থাপনের উপযুক্ত পরিবেশ গড়ে ওঠে। শ্রমিক শ্রেণি এই সমস্ত কলকারখানায় নিযুক্ত হয়ে উৎপাদন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনে। এই সামগ্রিক ব্যবস্থাকেই বলা হয় ফ্যাক্টরি প্রথা। এই প্রথার প্রভাব সবচেয়ে বেশি পড়েছিল শ্রমিক শ্রেণির উপর। শ্রমিক শ্রেণিকে শোষিত হতে হয়েছিল মালিক শ্রেণির হাতে। ফলে দুঃখ-দারিদ্রের মধ্যে জীবন অতিবাহিত করতে হত তাদের নিদারুণভাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top