নবম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর |
প্রশ্নঃ ঘেটো কী? বা ঘেটো বলতে কী বোঝায়?
উওরঃ ঘেটো শব্দের আক্ষরিক অর্থ হল শহরের একটা নির্দিষ্ট একটি স্থান। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সময় প্রচুর পরিমাণে শিল্প-কারখানায় ঘটে। সেই সমস্ত কারখানায় কর্মরত শ্রমিক শ্রেণীর জীবন যাপন ছিল খুবই সাধারণ. শ্রমিক শ্রেণী শিল্প কারখানায় কাজ করে খুবই সামান্য পরিমাণ রোজগার করতে পারতো। সামান্য পরিমান রোজগারে তাদের দিন খুবই সাধারণ ভাবে কাটতো।তাদের জীবনে কোনো বিলাসিতার জায়গা ছিল না। এরুপ পরিস্থিতিতে সামান্য পরিমাণ অর্থ উপার্জন করে তারা শহর থেকে দূরে এটি নিরিবিলি জায়গায় সমস্ত শ্রমিক শ্রেণীরা মিলে যে ঘিঞ্জি,নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে নিজেদের বসতি স্থাপন করতো,সেই অঞ্চলকেই ঘেটো বলা হতো।।
ঘেটো করে ওঠার কারণঃ
ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সময় প্রচুর পরিমাণে শিল্প-কারখানা গড়ে উঠলে সেখানে শ্রমিকশ্রেণীর অক্লান্ত পরিশ্রমের ফলে সেখানকার সমাজের উচ্চবিত্ত এবং সাধারণ মানুষের জীবনে সুখ-স্বাচ্ছন্দ্যে চলে আসে। কিন্তু শ্রমিকশ্রেণী সবসময়ই দারিদ্র্য রেখার নিচেই থাকতো। তাদের মধ্যে দুঃখ, দারিদ্র্য, বঞনা, দুর্বলতা ইত্যাদি লেগেই থাকতো। এই সমস্ত কারণেই শ্রমিকশ্রেণী শহরের উচ্চবিত্ত এবং স্বাভাবিক সাধারণ মানুষদের থেকে দূরে থাকার জন্য শহর থেকে একটি নিরিবিলি জায়গা বেছে নেয় এবং সেখানে তারা নিজেদের ঘেটো গড়ে তোলে।।