WBBSE Madhyamik 2018 History Question Paper With Answer In Bengali || মাধ্যমিক 2018 ইতিহাস প্রশ্ন পত্রের সমাধান

0

 

WBBSE Madhyamik 2018 History Question Paper With Answer In Bengali || মাধ্যমিক 2018 ইতিহাস প্রশ্ন পত্রের সমাধান
WBBSE Madhyamik 2018 History Question Paper Solutions 

আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা মাধ্যমিক 2018 ইতিহাস প্রশ্ন পত্রের সমাধান ( WBBSE Madhyamik 2018 History Question Paper Solutions ) তোমাদের সঙ্গে শেয়ার করবো।। আজকের এই ব্লগে আমরা দশম শ্রেণির ইতিহাস প্রশ্নপত্র 2018 বা মাধ্যমিক ইতিহাস 2018 সালের প্রশ্ন পত্রের শুধুমাত্র MCQ, SAQ & 2 Mark এর Question Answer গুলো দেবো। বাকি 4 ও 8 মার্কের প্রশ্ন গুলোর মধ্যে কিছু প্রশ্ন তোমরা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে।। 2018 সালের মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্রের সব উত্তর একটি পোস্টের শেয়ার করলে তোমাদের পড়তে অসুবিধা হবে। তাই আমরা 2018 সালের মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্রের সমাধান দুটি ভাগে ভাগ করে দেবো। পরবর্তীতে পোস্টে আমরা WBBSE Madhyamik 2018 History Question Paper Solution এর 2nd Part এ 4 & 8 Mark এর Question Answer গুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো।।

WBBSE Madhyamik 2018 History Question Paper With Answer In Bengali || মাধ্যমিক 2018 ইতিহাস প্রশ্ন পত্রের সমাধান

সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 

১.১‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটি হল একটি –(ক) উপন্যাস (খ) কাব্যগ্রন্থ (গ) জীবনীগ্রন্থ। (ঘ) আত্মজীবনী
উওর : আত্মজীবনী
১.২- 'সোমপ্রকাশ' ছিল একটি –
(ক) দৈনিক পত্রিকা (খ) সাপ্তাহিক পত্রিকা (গ) পাক্ষিক পত্রিকা (ঘ) মাসিক পত্রিকা
উওর : সাপ্তাহিক পত্রিকা
১.৩ ‘নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন -
(ক) কালীপ্রসন্ন সিংহ (খ) মাইকেল মধুসূদন দত্ত (গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায় (ঘ) রেভাঃ জেমস লঙ
উওর : রেভাঃ জেমস লঙ
১.৪- সতীদাহ প্রথা রদ হয় –
(ক) ১৮২৮ খ্রিস্টাব্দে (ঘ) ১৮২৯ খ্রিস্টাব্দে (গ) ১৮৩০ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দে
উওর : ১৮২৯ খ্রিস্টাব্দে
১.৫ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন - (ক) বিজয়কৃয় গোস্বামী (খ) স্বামী বিবেকানন্দ (ই) শ্রীরামকৃষ্ণ (ঘ) কেশবচন্দ্র সেন
উওর : শ্রীরামকৃষ্ণ
১.৬ কোল বিদ্রোহ (১৮৩১-৩২) অনুষ্ঠিত হয়েছিল –
(ক) মেদিনীপুরে (খ) ঝাড়গ্রামে গ) ছোটোনাগপুরে (ঘ) রাঁচিতে
উওর : ছোটোনাগপুরে
১.৭ ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় -
(ক) ১৮৫৯ খ্রিস্টাব্দে (খ) ১৮৬০ খ্রিস্টাব্দে (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
উওর : ১৮৬৫ খ্রিস্টাব্দে
১.৮ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন।
(ক) রমেশচন্দ্র মজুমদার (খ) সুরেন্দ্রনাথ সেন (১) বিনায়ক দামোদর সাভারকার (ঘ) দাদাভাই নৌরজী
উওর : বিনায়ক দামোদর সাভারকা
১.৯ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর অবসান ঘটে –
(ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে (গ) ১৯১৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে
উওর : ১৮৫৮ খ্রিস্টাব্দে
১.১০ ভারতসভার প্রথম সভাপতি ছিলেন- (ক) সুরদ্রেনাথ বন্দ্যোপাধ্যায় (খ) আনন্দমোহন বসু (গ) রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় (ঘ) শিবনাথ শাস্ত্রী
উওর : রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
১.১১ বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল –(ক) বর্ণ পরিচয় (খ)-এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাগোয়েজ (গ) মঙ্গল সমাচার মতিয়ের (ঘ)অন্নদামঙ্গল
উওর : এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাগোয়েজ
১.১২ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স’-এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন - (ক) জগদীশচন্দ্র বসু (খ) সি. ভি. রামণ (গ) প্রফুল্লচন্দ্র রায় (ঘ) সত্যেন্দ্রনাথ বসু।
উওর : সি. ভি. রামণ
১.১৩ বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল – (3) বাংলার কৃষক শ্রেণি (খ) মধ্যবিত্ত শ্রেণি (গ) জমিদার শ্রেণি (ঘ) ছাত্র সমাজ
উওর : বাংলার কৃষক শ্রেণি
১.১৪ বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন –
(ক) বিহারে (খ) যুক্ত প্রদেশে (গ) রাজস্থানে (ঘ) মহারাষ্ট্রে
উওর : যুক্ত প্রদেশে
১.১৫ - রুম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয়। (ক) মালাবার অঞ্চলে (খ) কোঙ্কণ উপকূলে (গ) উড়িষ্যায় (ঘ) গোদাবরী উপত্যকায়
উওর : গোদাবরী উপত্যকায়
১.১৬ 'নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন –
(ক) ঊর্মিলা দেবী (খ) বাসন্তী দেবী (গ) কল্পনা দত্ত (ঘ) লীলা রায় (নাগ)
উওর : ঊর্মিলা দেবী
১.১৭ সূর্যসেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল –
(ক) অনুশীলন সমিতি (খ) গদর দল (গ) ইন্ডিয়ান রিপাবলিক্যান আর্মি
(ঘ) বেঙ্গল ভলান্টিয়ার্স
উওর : ইন্ডিয়ান রিপাবলিক্যান আর্মি
১.১৮ দলিতদের 'হরিজন' আখ্যা দিয়েছিলেন (ক) জ্যোতিবা ফুলে (খ) নারায়ণ গুরু ( (গ) গান্ধিজি (ঘ) ড্র: আম্বেদকর
উওর : গান্ধিজি
১.১৯ স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয়
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে (খ) ১৯৫০ খ্রিস্টাব্দে (গ) ১৯৫৩ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৫৫ খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে
উওর : ১৯৫৩ খ্রিস্টাব্দে।
১.২০ গোয়া ভারতভুক্ত হয় –
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে (গ)১৯৫৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৬১ খ্রিস্টাব্দে (ক) ১৯৭১ খ্রিষ্টাব্দে
উওর : ১৯৬১ খ্রিস্টাব্দে

WBBSE Madhyamik 2018 History Question Paper With Answer In Bengali || মাধ্যমিক 2018 ইতিহাস প্রশ্ন পত্রের সমাধান

বিভাগ 'খ'
নীচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট
১৬টি প্রশ্নের উত্তর দাও)
উপবিভাগ : ২.১ একটি বাক্যে উত্তর দাও :
বিভাগ 'খ' উপবিভাগ:
২.১.১ 'ভারতমাতা’ চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত?
উঃ তারতমাতা’ চিত্রটি স্বদেশি আন্দোলনের বা বঙ্গভঙ্গা বিরোধী আন্দোলনের পটভূমিকায় রচিত হয়। ২.১.২ 'নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (১৯২০) কোথায় প্রতিষ্ঠিত হয়?
উঃ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় বোম্বাই-এ। ২.১.৩- ফরোয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়?
উঃ ফরোয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয় ১৯৩৯ খ্রিস্টাব্দের ৩রা মে।
২.১.৪ মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উঃ মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা – শ্রী হরিচাঁদ ঠাকুর।
উপবিভাগ : ২.২
২.২.১ মধ্যবিত্ত শিক্ষিত বাঙালীকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শংকর।
উঃ সত্য
২.২.২ ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল।
উওরঃ মিথ্যা
২.২.৩ 'ফরাজী একটি প্রাচীন উপজাতির নাম।
২.২.৪- 'বাংলায় লাইনো টাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর।
উওরঃ মিথ্যা
উপবিভাগ : ২.৩
‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :
'ক' স্তম্ভ, 'খ' স্তম্ভ উওরঃ-
২.৩.১- জওহরলাল নেহেরু ---> (৩) “লেটারস ফ্রম এ ফাদার টু হিজ ডটার”
২.৩.২ বীরেন্দ্রনাথ শাসমল---> (১) অসহযোগ আন্দোলন
২.৩.৩ কালীপ্রসন্ন সিংহ---> (৪) হুতোম প্যাঁচার নকশা
২.৩.৪ ডঃ আম্বেদকর---> (২) পুণা চুক্তি (১৯৩২)
উপবিভাগ : ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :
(২.৪.১) চুয়াড় বিদ্রোহের এলাকা (২.৪.২) মুন্ডা বিদ্রোহের এলাকা
(২.৪.৩) মহাবিদ্রোহের (১৮৫৭) কেন্দ্রঝাসি
(২.৪.৪) দেশীয় রাজ্য জুনাগড়

WBBSE Madhyamik 2018 History Question Paper With Answer In Bengali || মাধ্যমিক 2018 ইতিহাস প্রশ্ন পত্রের সমাধান

উপবিভাগ : ২.৫
(২.৫.১)
বিবৃত্তি : উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। ব্যাখ্যা ১ :  কারণ শুধুমাত্র গ্রাম বাংলায় নবজাগরণ হয়েছিল।
ব্যাখ্যা ২: কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে।
ব্যাখ্যা ৩ : কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল।
উওরঃ ব্যাখ্যা ৩ : কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল।
(২.৫.২) বিবৃতি : ১৮৭২ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 'তিন আইন' পাশ করে।
ব্যাখা ১ : এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল হিন্দু-মুসলমান-খ্রিস্টান সমাজকে ঐক্যবদ্ধ করা।
ব্যাখ্যা ২ : এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল জনগণের অর্থনৈতিক সামাজিক-সাংস্কৃতিক উন্নতি সাধন করা।
ব্যাখ্যা ৩ : এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ
উঃ ব্যাখ্যা : এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইনসিদ্ধ করা।
(২.৫.৩) বিবৃতি : রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা পছন্দ করতেন না।
ব্যাখ্যা ১ : কারণ, এই শিক্ষাব্যবস্থা ছিল ব্যয়সাপেক্ষ।
ব্যাখ্যা ২ : কারণ, এই শিক্ষাব্যবস্থার মাধ্যম ছিল মাতৃভাষা।
ব্যাখ্যা ৩ : কারণ, এই শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না।
উওরঃ- ব্যাখা ৩ : কারণ, এই শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না। 36
(২.৫.৪) বিবৃতি : সরলাদেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন-
ব্যাখ্যা ১: বিদেশী পণ্য বিক্রির জন্য। ব্যাখ্যা ২ : আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য।
ব্যাখ্যা ৩ : স্বদেশী পণ্য বিক্রির জন্য। দশী পণ্য বিক্রির জন্য।
উওরঃ- ব্যাখ্যা ৩ : স্বদেশী পণ্য বিক্রির জন্য। দশী পণ্য বিক্রির জন্য।

WBBSE Madhyamik 2018 History Question Paper With Answer In Bengali || মাধ্যমিক 2018 ইতিহাস প্রশ্ন পত্রের সমাধান

৩.১ পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী? 

উওরঃ - মানুষ পরিবেশের উপর নির্ভরশীল। প্রাকৃতিক সম্পদের ব্যবহার ও সংরক্ষণ এবং তার উপর বিজ্ঞান ও প্রযুক্তির অপব্যবহার মানব সভ্যতাকে বিশেষভাবে প্রভাবিত করে। প্রাকৃতিক সম্পদের অপব্যবহার এবং লুন্ঠন জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। তারই প্রতিক্রিয়ায় শুরু হয় পরিবেশ বাঁচাও আন্দোলন। যেমন- চিপকো আন্দোলন, নর্মদা বসন্ত আন্দোলন। পরিবেশ সচেতনতার লক্ষ্যেই ইতিহাসে পরিবেশের ইতিহাস গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

৩.২ স্বৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানরূপে ব্যবহার করা হয়? 

উওরঃ ইতিহাস চর্চার ক্ষেত্রে স্মৃতিকথা এবং আত্মজীবনীতে লেখকের ব্যক্তিগত আবেগ অপেক্ষা সমকালীন সমাজ সংস্কৃতির বস্তুনিষ্ঠ বিবরণই প্রধান বিবেচ্ছা। যেমন – সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী 'জীবনের ঝরাপাতা" এবং রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথা 'জীবনস্মৃতি'-তে শুধু ঠাকুর পরিবারের কথা নয় সমকালীন বিশ শতকের কলকাতার সমাজ সংস্কৃতি এবং জাতীয়তাবাদী আন্দোলনের বিবরণও পাওয়া যায়।

৩.৩ মেকলে মিনিট কী?

উওরঃ- ১৮১৩ খ্রিস্টাব্দের সনদ আইনের পরিপ্রেক্ষিতে প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক ঘণ্ণচূড়ান্ত আকার ধারণ করে। এমতাবস্থায়, জনশিক্ষা কমিটির সভাপতি টমাস ব্যাবিটেন মেকলে পাশ্চাত্য শিক্ষার স্বপক্ষে ১৮৩৫ খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত যে প্রতিবেদন পেশ করেন তা 'মেকলে মিনিট' নামে পরিচিত মেকলের মতে– প্রাচ্য শিক্ষা নীতিহীন এবং দুর্নীতিগ্রস্ত। তার মতে পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞানের মাধ্যমে ইংরেজী শিক্ষার প্রসার ঘটবে এবং এই শিক্ষা সমাজের উঁচুতলা থেকে চুঁইয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে।

৩.৪- সমাজ সংস্কারে নব্যবাদের ভূমিকা কী ছিল?

উওরঃ- হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিও এবং তার অনুগামী ছাত্ররা যাঁরা ইয়ংবেলাল নামে পরিচিত ছিলেন তাঁরা হিন্দু ধর্মের প্রচলিত কুসংস্কার ও ধর্মীয় সংকীর্ণতার বিরোধিতা করেছিলেন। এঁরা মূলত যুক্তিবাদী ও প্রগতিপন্থী ছিলেন। তাঁরা যেমন মূর্তি পূজা, উপবীত ধারণের বিরোধিতা করেছিলেন তেমন স্ত্রী শিক্ষার প্রসার, বাক স্বাধীনতার স্বপক্ষে সোচ্চার হয়েছিলেন।

৩.৫- দুদু মিঞা স্মরণীয় কেন?

উওরঃ- ফরাজি আপোলনের অন্যতম নেতা দুলু মিঞা একদিকে যেমন জমিদার এবং মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন অন্যদিকে বাংলার নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তিনি প্রচলিত কর কাঠামো ও বোহিনী কর আদায়ের বিরুদ্ধে জনমত গড়ে তোলেন এবং প্রচার করেন, “জমি যারা চাষ করে জমি তাদের তিনি বাংলার বেশ কিছু স্থানে অস্থায়ী সমান্তরাল প্রশাসনিক ব্যবস্থা চালু করেছিলেন।

৩.৬- নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরুপ ছিল? 

উওরঃ- ‘হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায় তাঁর পত্রিকায় একদিকে নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছিলেন এবং অন্যদিকে নীলকর বিরোধী জনমত গঠনে প্রয়াসী হয়েছিলেন। সাধারণ কৃষকদের উপর নীলকর সাহেবদের অকথ্য অত্যাচার, দাদন প্রথা, উর্বর জমিতে বলপূর্বক নীলচাষে কৃষকদের বাধ্য করা প্রভৃতি বিষয়। তাঁর পত্রিকায় বিস্তৃতভাবে তুলে ধরেন। তিনি তাঁর পত্রিকার মাধ্যমে নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণিকে সংগঠিত করেন।

৩.৭- “মহারাণীর ঘোষণাপত্রে"র (১৮৫৮) মূল উদ্দেশ্য কী ছিল?

উওরঃ- ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পরিপ্রেক্ষিতে মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য ছিল কোম্পানীর অপশাসনের অবসান ঘটিয়ে ব্রিটিশ রাজশক্তি কর্তৃক ভারতের প্রত্যক্ষ শাসনভার গ্রহণ করা। দ্বিতীয়তঃ ব্রিটিশ সরকারের নতুন নীতি ও আদর্শের সলো ভারতবাসীর যোগসাধন ঘটানো।

৩.৮- বাগচিত্র কেন আঁকা হয়?

উওরঃ- চিত্রশিল্পের অন্যতম শাখারুপে বাল্যচিত্রে মূলত তির্যক বা ব্যঙ্গাত্বক ভঙ্গীতে প্রচলিত সামাজিক রীতিনীতি, ত্রুটিবিচ্যুতিকে মানুষের সামনে তুলে ধরা হয়। অত্যন্ত সরস ভঙ্গীতে সমাজের পাশাপাশি রাজনীতি, অর্থনীতি এমনকি সংস্কৃতির ত্রুটিগুলিকে আক্রমণ ।। উদাহরণ স্বরূপ বলা যায় গগনেন্দ্রনাথ ঠাকুর তৎকালীন ঔপনিবেশিক ভাব্যবস্থা, 'বাবু' সমাজের ভণ্ডানি এবং ধর্মীয় বিচারিতাকে তাঁর ব্যাচিত্রের মাধ্যমে তুলে ধরেছিলেন।

৩.৯- বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল?

উওরঃ- প্রথম বাংলাভাষার ছাপাখানার হরফ নির্মাণের অন্যতম রূপকার ছিলেন মিশনারি প্রেসের চার্লস উইলকিঙ্গের সহযোগী পশ্চানন কর্মকার। বাংলা ভাষার সচল ধাতু হরফের ঢালাই ও ছেনিকাটা আকার নির্মাণে তিনি ছিলেন প্রধান রূপকার। এর মাধ্যমে অল্প সময়ে কম খরচে ছাপা শিল্পের ব্যবসায়িক বিকাশ ঘটেছিল। তিনি দেবনাগরী ভাষায় মার্জিত সংস্কৃত ব্যাকরণ ছাপার উদ্যোগ নেন।

৩.১০- বাংলার মুদ্রণের ইতিহাসে খটতলা প্রকাশনার গুরুত্ব কী?

উওরঃ- কলকাতার আদি প্রকাশনা শিল্প ছিল আপার চিৎপুর রোডের বটতলা প্রকাশনা। এখানে মূলত হ্যান্ডমেড পেপারে। ছাপচিত্রের মাধ্যমে স্বদেশী কারিগরেরা চটি বই, পুঁথি, পাঁচালী প্রকাশ করত। এখান থেকে অনুবাদ সাহিত্যও প্রকাশিত হত।
উনিশ শতকের কলকাতা ও "বাবু" সংস্কৃতি সম্পর্কে বিস্তৃত তথ্য এখান থেকে পাওয়া যায়।

৩.১১- একা আন্দোলনের শুরু হয় কেন?

উওরঃ- ১৯২১-২২ খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের বারাবাতি, সীতাপুর, বারাইচ অঞ্চলে মানারি পাসির নেতৃত্বে 'একা' আন্দোলন সংঘটিত হয়েছিল। কৃষকেরা মূলত অত্যধিক রাজস্ব বৃদ্ধি, বাড়তি কর আদায়, জমি থেকে অন্যায়ভাবে উচ্ছেন, বেগার শুনুজ্ঞানের বিরুদ্ধে এই আন্দোলনে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেছিল। 

৩.১২ বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়?

উওরঃ- ১৯২৮ খ্রিস্টাব্দে গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকের কৃষকরা বৃহত্তর সত্যাগ্রহ আন্দোলনে অংশগ্রহণ করে। নিম্নবর্ণের বার্ষক কালিপরাজদের উপর উচ্চবর্ণের কৃষক উচ্চলিপরাজদের অত্যাচারে কৃষকরা ক্ষুব্ধ ছিল। এই প্রেক্ষাপটে ব্রিটিশ সরকার রাজস্বের পরিমাণ ২৭ থেকে ৩০% পর্যন্ত বৃদ্ধি করলে, আন্তর্জাতিক বাজারে তুলোর দাম পড়ে গেলে জলসেচের সংকট দেখা দিলে কৃষকরা ক্ষোভে ফেটে পড়ে।

৩.১২- অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়?

উওরঃ- বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে ছাত্র সমাজকে দূরে সরিয়ে রাখার জন্য লর্ড কার্জনের শিক্ষা সচিব কালহিল ১৯০৫ মালের অক্টোবর মাসে যথাক্রমে কালহিল সার্কুলার, লিয়ন সার্কুলার, পেড়লার সার্কুলার জারি করেন। এর প্রত্যুত্তরে স্বারনেতা শচীন্দ্রপ্রেসাদ বসু ১৯০৫ খ্রিস্টাব্দে কলকাতায় অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেন। এর উদ্দেশ্য ছিল সরকারি বিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্রদের বিকল্প শিক্ষাদানের ব্যবস্থা করা এবং ছাত্রদের মধ্যে স্বদেশ প্রেম জাগ্রত করা।

৩.১৪ পালি সঙ্ঘ কেন প্রতিষ্ঠিত হয়?

উওরঃ- লীলা নাগ (রায়) ১৯২৩ খ্রিস্টাব্দে দীপালী সংঘ প্রতিষ্ঠা করেন একদিকে মেয়েদের শিক্ষিত, আত্মসচেতন ও স্বাবলম্বী করে গড়ে তুলতে এবং অন্যদিকে স্বদেশ প্রেম ও বৈপ্লবিক চিন্তা-চেতনার উন্মেষ ঘটাতে। এই সংঘের সঙ্গে প্রথমদিকে
ওয়াদ্দেদার যুক্ত ছিলেন।

৩.১৫- কী পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভূক্তির দলিলে স্বাক্ষর করেন?

উওরঃ- কাশ্মীরের মহারাজা হরি সিং ভারত বা পাকিস্তানে কোথাও যোগ না দিয়ে নিজেদের স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে চেয়েছিলেন। এমতাবস্থায় পাকিস্তানের হানাদার বাহিনী কাশ্মীরে আক্রমণ চালিয়ে এক বিস্তীর্ণ অঞ্চল দখল করে নিলে হরি সিং ভারতের কাছে সাহায্য প্রার্থনা করে ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন এবং ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি হানাদারদের পিছু হঠতে বাধ্য করে।

৩.১৬- রাজ্য পুনর্গঠন কমিশন (১৯৫৩) কেন গঠিত হয়েছিল?

উওরঃ- ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবী ভারতের স্বাধীনতা লাভের পর থেকেই উঠতে শুরু করে। এই দাবীর যৌক্তিকতা বিচারের জন্য ১৯৫৩ খ্রিস্টাব্দে স্বরাষ্ট্র দপ্তরের উদ্যোগে সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ ফজল আলির সভাপতিত্বে কে.এম.পানিজর ও হৃদয়নাথ কুঘুরকে নিয়ে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল।

WBBSE Madhyamik 2018 History Question Paper With Answer In Bengali || মাধ্যমিক 2018 ইতিহাস প্রশ্ন পত্রের সমাধান

৪। সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে)
উপবিভাগ: ঘ. ১
৪.১ “হুতোম পেঁচার নকশা" গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজ চিত্র পাওয়া যায়?
৪.২- এদেশের চিকিৎসা-বিদ্যার ক্ষেত্রে কলিকাতা মেডিক্যাল কলেজের কীরূপ ভূমিকা ছিল?
উপবিভাগ: ঘ. ২
৪.৩- কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন?
৪.৪- ১৮৫৭-এর মহাবিদ্রোহকে কি সামও শ্রেণীর বিদ্রোহ বলা যায়?
উপবিভাগ: ঘ.৩
৪.৫ বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের কীরূপ অবদান ছিল?
৪.৬- শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রন প্রতিষ্ঠানে পরিণত হল।
উপবিভাগ: ঘ.৪
৪.৭- সংক্ষিপ্ত টীকা লেখ: দেশ বিভাগ (১৯৪৭) জনিত উদ্বাস্তু সমস্যা।
৪.৮- হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল?
বিভাগ- 'ঙ'
৫। পনেরো বা ষোলটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
৫.১ উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজগুলির কীরূপ ভূমিকা ছিল?
৫.২ মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিত্তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
৫.৩ বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো।
(কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য) বিভাগ- 'চ'

WBBSE Madhyamik 2018 History Question Paper With Answer In Bengali || মাধ্যমিক 2018 ইতিহাস প্রশ্ন পত্রের সমাধান

একটি পূর্ণ বাক্যে উত্তর দাও (যে কোনো ৪ টি )
৬.১.১ আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন।
৬.১.২ 'হুল' শব্দের অর্থ কী?
৬.১.৩ ভারত সভার একজন প্রতিষ্ঠাতার নাম লেখ।
৬.১.৪ ‘বসু বিজ্ঞান মন্দির' কে প্রতিষ্ঠা করেন।
৬.১.৫ কে 'সর্দার' উপাধিতে ভূষিত হন?
৬.১.৬ 'গান্ধিবুড়ি' কাকে বলা হয়?
৬.২ দুটি বা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো ৩টি) :
৬.২.১ মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন?
৬.২.২ কোল বিদ্রোহের (১৮৩১-৩২) কারণ কী?
৬.২.৩ ‘হিন্দু মেলা’ প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখ।
৬.২.৪ মোপলা বিদ্রোহ কেন হয়েছিল?
৬.২.৫ প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন?

আশাকরি যে, আজকের এই ব্লগে তোমাদের সঙ্গে যে, 2018 মাধ্যমিক ইতিহাস প্রশ্ন পত্রের সমাধান (WBBSE Madhyamik 2018 History Question Paper Solutions ) শেয়ার  করা হয়েছে তা তোমাদের কাজে লাগবে।।

Tags :

মাধ্যমিক 2018 ইতিহাস প্রশ্নপত্র সমাধান | Madhyamik 2018 History Question Paper | মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র সমাধান | মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2018 | মাধ্যমিক ২০১৮ ইতিহাস প্রশ্নপত্র | Madhyamik 2018 History Question Paper With Answer | Madhyamik History Question Paper with answer

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top