আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি বিশ্লেষণ করো। || দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা অধ্যায়ের প্রশ্ন উওর

0

 

আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি বিশ্লেষণ করো। || দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা অধ্যায়ের প্রশ্ন উওর
দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর

আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা অধ্যায়ের (WBBSE Class 12 Political Science Question Answer Chapter 1 In Bengali )  একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা বিষয় 'আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি বিশ্লেষণ করো।' এর উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং পরবর্তীতে আমরা উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান সহ আরও অন্যান্য বিষয়ের সমস্ত নোটস + অনলাইন মকটেস্ট তোমাদের সঙ্গে শেয়ার করবো।।

আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি বিশ্লেষণ করো।

আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতিঃ 

রাষ্ট্রবিজ্ঞানী ই এইচ কার তার টুয়েন্টি ইয়ার্স ক্রাইসিস গ্রন্থে বলেছেন, দীর্ঘকাল পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্কের মূল বিষয় ছিল যুদ্ধ প্রতিরোধের উপায় অনুসন্ধান। অন্যদিকে লারকে এবং সৈয়দ এই অভিমত পোষণ করতেন যে,  প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়কাল পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্ক ছিল মূলত কূটনৈতিক ইতিহাস। কিন্তু প্রকৃতপক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক রাজনীতির আমূল পরিবর্তনের ফলে আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী দৃষ্টিভঙ্গির আত্মপ্রকাশ ঘটেছে। আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসেবে আন্তর্জাতিক সমাজের পরিবর্তন ধারাকে অনুসরণ করেছে।।

আন্তর্জাতিক সম্পর্কের পরিধিঃ 

রাষ্ট্রবিজ্ঞানীদের ধারাবাহিক চর্চা এবং বিশ্লেষণের মাধ্যমে বর্তমানে আন্তর্জাতিক সম্পর্কের একটি নির্দিষ্ট আলোচ্য সূচী তৈরি করা সম্ভব হয়েছে। কারণ আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্যসূচি দ্রুত পরিবর্তনশীল।

সাধারণ অনুমান ও বিধিঃ

একটি স্বতন্ত্র বিষয়ের ক্ষেত্রে যেভাবে তথ্য বিশ্লেষণের মাধ্যমে সাধারণ অনুমান  ও বিধি গড়ে তোলা হয়, সেই পদ্ধতিকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কঠোর ভাবে প্রয়োগ করা সম্ভব হয়।।

নয়া বিশ্বব্যবস্থাঃ 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আন্তর্জাতিক সমাজ এবং রাজনীতি ব্যাপকভাবে পরিবর্তিত হওয়ার ফলে পুরনো জাতীয় রাষ্ট্র নতুন রাজনৈতিক রূপ নিয়েছে। অসংখ্য আন্তরাষ্ট্রীয় কর্মকর্তা আন্তর্জাতিক সমাজকে প্রভাবিত করে চলেছে। বিভিন্ন আঞ্চলিক দলগুলি নিজেদের ইচ্ছায় বা অপরের চাপের ফলে আঞ্চলিক গোষ্ঠী গড়ে তুলতে বাধ্য হয়েছে।  1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে এবং ঠান্ডা যুদ্ধের পরিসমাপ্তি ঘটায় এক মুখে বিশ্ব গড়ে উঠেছে। নয়া বিশ্বব্যবস্থায় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারিং ফান্ড প্রভৃতির পৃষ্ঠপোষকতায় বিশ্বায়নের প্রভাব উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক দ্রুত পথ পরিবর্তন হয়ে চলেছে।

বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিঃ 

অন্যান্য স্বতন্ত্র শাস্ত্রের মতো আন্তর্জাতিক সম্পর্ক আলোচনার ক্ষেত্রে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার প্রবণতা দেখা গেছে। এই প্রসঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনার ক্ষেত্রে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি, গেম থিওরি,ভারসাম্য তত্ত্ব সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে তথ্য প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য।

উপসংহার, আন্তর্জাতিক সম্পর্ক ভৌতবিজ্ঞান,পদার্থবিদ্যা,রসায়ন বিদ্যার মত প্রকৃত বিজ্ঞানের মর্যাদা লাভ না করতে পারলেও,এটিকে নিঃসন্দেহে একটি গতিশীল সামাজিক বিজ্ঞান হিসেবে অভিহিত করা যায়।।

আশাকরি, আজকের এই ব্লগে আমরা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা অধ্যায়ের (WBBSE Class 12 Political Science Question Answer Chapter 1 In Bengali ) যে 'আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি বিশ্লেষণ করো।' এর উওর তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তা তোমাদের পরিক্ষায় আসতে পারে বা কাজে লাগবে।।

Tags : 

দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় বড় প্রশ্ন উওর | দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | wb class 12 political science question answer  | wb class xii political science question answer | hs political science  question answer & notes in Bengali | wbbse class 12 political science chapter 1 question answer in Bengali 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top