দশম শ্রেণির ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উত্তর || মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর

0

 

দশম শ্রেণির ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উত্তর || মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর
মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর

প্রশ্নঃ সামাজিক বনসৃজন কাকে বলে?? সামাজিক বনসৃজনের কয়েকটি উদ্দেশ্য লেখো।

উওরঃ সামাজিক বনসৃজন হল কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে সমাজের বৃহৎ অংশের জনগণকে নিয়ে কোনো পতিত জমি উদ্ধার করে সেই জমিতে বনসৃজন করার মাধ্যমে সেখান থেকে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস যেমন কাঠ, ফলমূল, গাছের আঠা, রজন প্রভৃতি সংগ্রহ করার সাথে সাথে আরও কিছু উদ্দেশ্য সাধন করা হয় তাকে, সামাজিক বনসৃজন বলে। 

সামাজিক বনসৃজন এ কয়টি উদ্দেশ্য হলো - সামাজিক বনসৃজনের  একাধিক উদ্দেশ্য রয়েছে। যেমন

প্রথমতঃ সামাজিক বনসৃজনের মাধ্যমে কোনো পতিত বা চাষের অযোগ্য জমিকে উদ্ধার করে সেখানে গাছপালা লাগিয়ে বনসৃজন করা।

দ্বিতীয়তঃ অব্যবহৃত ও অনুর্বর জমিতে উদ্ধার করে সেখানে বনসৃজন করে সেই অব্যবহৃত এবং অনুর্বর জমিকে ব্যবহারযোগ্য করে তোলা

তৃতীয়তঃ স্থানীয় অঞ্চলের কোনো অব্যবহৃত এবং অনুর্বর জমিকে উদ্ধার করে সেখানে বনসৃজন করার মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে তাদের অর্থনৈতিক উন্নয়ন করা।

চতুর্থতঃ স্থানীয় অঞ্চলের কোনো অব্যবহৃত এবং অনুর্বর জমিকে উদ্ধার করে সেখানে যে বনসৃজন করা হয়. সেই রোপণ করা গাছ থেকে কাঠ, ফল, ফুল, রজন ইত্যাদি সংগ্রহ করা 

আশাকরি যে, দশম শ্রেণির ভূগোল পঞ্চম অধ্যায় বা মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ থেকে তিন নম্বরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 'সামাজিক বনসৃজন কাকে বলে? সামাজিক বনসৃজনের কয়েকটি উদ্দেশ্য লেখ' যে উত্তর দেওয়া হয়েছে তা তোমাদের কাজে লাগবে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top