হিমোফিলিয়া রোগটি মহিলাদের তুলনায় পুরুষদের বেশি দেখা যায় কেন? || মাধ্যমিক জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

0

 

হিমোফিলিয়া রোগটি মহিলাদের তুলনায় পুরুষদের বেশি দেখা যায় কেন? || মাধ্যমিক জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

উওরঃ- হিমোফিলিয়া হল একটি বংশগত রোগ। হিমোফিলিয়ার জিনটি প্রচ্ছন্ন হয় এবং এই জিনটি মূলত  X ক্রোমোজোমে অবস্থান করে। পুরুষদের ক্ষেত্রে একটি এক্স ক্রোমোজোম থাকে এবং পুরুষদের ক্ষেত্রে এক্স ক্রোমোজমে হিমোফিলিয়ার মিউট্যান্ট থাকলে সেই ব্যক্তির হিমোফিলিয়া রোগ। কিন্তু মহিলাদের ক্ষেত্রে দুটি এক্স ক্রোমোজোম থাকে এবং মহিলাদের দুটি এক্স ক্রোমোজমেই  হিমোফিলিয়ার মিউট্যান্ট জিন থাকলে তবেই সেই মহিলা হিমোফিলিয়া রোগ আক্রান্ত হয়। এবং দুটি এক্স ক্রোমোজমের একটিতে মিউট্যান্ট এবং অন্যটিতে স্বাভাবিক জিন থাকলে সেই মহিলা হিমোফিলিয়ার বাহক হবে।  হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্নধর্মী ও X-ক্রোমোজোমে অবস্থিত। সুতরাং, জিনটি পুরুষদের ক্ষেত্রে হোমিজাইগাস অবস্থায় মনেক বেশি হারে প্রকাশ হতে পারে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে হামোজাইগাস অবস্থা ছাড়া প্রকাশ পাওয়ার সম্ভাবনা থাকে না লে পুরুষের তুলনায় মহিলার দেহে এই রোগ প্রকাশের সম্ভাবনাও মনেক কম। তাই পুরুষরাই হিমোফিলিয়ার শিকার অনেক বেশি হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top