'কোনি তুমি আনস্পোর্টিং'- কোন প্রসঙ্গে কার এই উক্তি? কোনিকে আনস্পোর্টিং বলার কারণ কি? || দশম শ্রেণীর বাংলা কোনি উপন্যাসের প্রশ্ন উত্তর 2023

0

 

'কোনি তুমি আনস্পোর্টিং'- কোন প্রসঙ্গে কার এই উক্তি? কোনিকে আনস্পোর্টিং বলার কারণ কি? || দশম শ্রেণীর বাংলা কোনি উপন্যাসের প্রশ্ন উত্তর 2023
মাধ্যমিক বাংলা কোনি উপন্যাসের প্রশ্ন উওর

আজকের এই ব্লগে আমরা মাধ্যমিক বাংলা কোনি উপন্যাস বা দশম শ্রেণীর বাংলা ( WBBSE Class 10 Bengali Question Answer & Suggestion 2023 ) কোনি উপন্যাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 'কোনি তুমি আনস্পোর্টিং'- কোন প্রসঙ্গে কার এই উক্তি? কোনিকে আনস্পোর্টিং বলার কারণ কি?' এর উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো।

'কোনি তুমি আনস্পোর্টিং'- কোন প্রসঙ্গে কার এই উক্তি? কোনিকে আনস্পোর্টিং বলার কারণ কি?

উওরঃ- 

মতি নন্দীর রচিত কোনি উপন্যাসের মূল পর্বে আমরা দেখতে পাই, কোনির প্রতিদ্বন্দ্বি হিয়া মিত্রের কোচ প্রনবেন্দু বিশ্বাসের কথায় বাংলা সাঁতার দলের নির্বাচকরা শেষ পর্যন্ত মাদ্রাজের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে কোনির নাম অন্তর্ভুক্ত করেন। অন্যদিকে সাঁতার দলের তালিকা নাম বাদ পড়ায় এবং বিভিন্ন কারণে মান-অভিমান,মনে পুঞ্জিভূত ক্ষোভ ইত্যাদি নিয়ে কোনি মনের কষ্টে সারা টুর্ণামেন্টে শুধুমাত্র দর্শক হিসেবেই রয়ে যায়। কিন্তু শেষ মুহূর্তে অমিয়ার অসুস্থতার কারণে কোনির কাছে সেই সুযোগ আছে, যেই সুযোগটার জন্য কোনি এবং ক্ষিতীশ সিংহ এতদিন ধরে অপেক্ষা করছিল।  বাংলার সাঁতার দলে জায়গা পাওয়ায় হিয়া মিত্র কোনির কাছে ছুটে আসে এবং প্রতিযোগিতায় নামতে বলে। কিন্তু হিয়ার প্রতি কোনির রাগ,মনে পুঞ্জীভূত ক্ষোভ, মান-অভিমান ইত্যাদি কারণে কোনি তখন এই প্রস্তাব ফিরিয়ে দেয়। কিন্তু বাংলার স্বার্থকেই প্রাধান্য দিয়েই হিয়া কোনিকে প্রতিযোগিতায় নামতে বলে। কোনির চড়ের অপমান ভুলে গিয়ে হিয়া তাকে এই কথা বলে। কারণ হিয়া মিত্র এটা ভালো করেই জানত যে, বাংলার জয়ের জন্য কোনিত প্রয়োজন এবং কোনির ভেতরে থাকা সেই প্রকৃত চ্যাম্পিয়নকে জাগিয়ে তোলা প্রয়োজন। এবং সেই চ্যাম্পিয়নকে জাগিয়ে তোলার জন্যই হিয়া 'কোনি তুমি আনস্পোর্টিং' মন্তব্যটি করেছিল।।

হিয়ার কথা শুনে উনি শেষ পর্যন্ত সমস্ত মান অভিমান ভুলে বাংলার স্বার্থকে প্রাধান্য দিয়ে সমস্ত কিছুকে পেছনে ফেলে নিজের জন্য এবং সমস্ত বাংলার জন্য কোনি প্রতিযোগিতায় নামে। এবং প্রতিযোগিতায় নেমে সে নিজের, ক্ষিতীশ সিংহের এবং সমগ্র বাংলার মুখ উজ্জ্বল করে।।

আশাকরি, আজকের ব্লগে মাধ্যমিক বাংলা কোনি উপন্যাস বা দশম শ্রেণীর বাংলা (WBBSE Class 10 Bengali Question Answer & Suggestion 2023 ) কোনি উপন্যাস থেকে 'কোনি তুমি আনস্পোর্টিং'- কোন প্রসঙ্গে কার এই উক্তি? কোনিকে আনস্পোর্টিং বলার কারণ কি?' এর যে উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে তা তোমাদের ভালো লাগবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top