সন্ত্রাসের রাজত্ব বলতে কী বোঝো?? || What Was The Reign Of Terror

0

সন্ত্রাসের রাজত্ব বলতে কী বোঝো?? || What Was The Reign Of Terror


ফরাসি বিপ্লবের শেষের দিকে ফ্রান্সে বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ সংকট গুলি তীব্র রূপ নিতে শুরু করেছিল। ক্রমবর্ধমান বেকারত্ব, খাদ্যের অভাব, দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যান্বেষী বহিরাগতদের প্রবেশ, বিদেশি গুপ্তচরদের প্রবেশ, ইত্যাদি নানা ধরনের সমস্যা তখন খুব জটিল সমস্যার সৃষ্টি করে। তখন এইসব ঘটনা ফ্রান্সের নিরাপত্তা এবং সেই সঙ্গে জাতীয় সংহতি ও ঐক্যের পথে কোথাও না কোথাও বাধা হয়ে দাড়ায়। এই সংকটজনক পরিস্থিতিতে ফ্রান্সে শান্তিশৃঙ্খলা রক্ষা এবং নবপ্রতিষ্ঠিত প্রজাতন্ত্রের ভাব আদর্শ ঠিক রাখতে,  জ্যাকোবিন দলের বিশিষ্ট প্রতিনিধিরা ( হেবার্ট, ড্যাস্টন বা দাঁতো, রোবসপিয়ার প্রমুখ ) ভীতি প্রদর্শনের দ্বারা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য, 1793 খ্রিস্টাব্দে জুন মাস থেকে 1794 খ্রিস্টাব্দে জুলাই মাস পর্যন্ত রক্তঝরা যে 13 মাসে4 শাসন চলেছিল, তাকেই ‘সন্ত্রাসের রাজত্ব' (Reign of Terror) বলা হয়।

ফ্রান্সে রাজতন্ত্রের উচ্ছেদ, প্রজাতন্ত্রের ঘোষণা এবং রাজার মৃত্যুদন্ড প্রভৃতি ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে সমস্ত ইউরোপের রাজতন্ত্রী দেশগুলি আতঙ্কিত হয়ে পড়ে। ফলে ইউরোপের রাজতন্ত্রী দেশগুলি বিপ্লবী ফ্রান্সের বিরুদ্ধে জোটবদ্ধ হয়। এই জোটের কাছে ফ্রান্সের পরাজয় ঘটে।

এই বৈদেশিক যুদ্ধে বিপণ্নতার সঙ্গে যুক্ত হয়েছিল আভ্যন্তরীণ প্রতিবিপ্লবের সঙ্কট। রাজতন্ত্রের সমর্থকরা দেশের অভ্যন্তরে বিপ্লবী প্রজাতন্ত্রের বিরুদ্ধে অস্ত্রধারণ করল। লা ভাঁদে, লিঁয়, বর্দো প্রভৃতি অঞ্চলে কৃষকরা বিদ্রোহ ঘোষণা করে। ফ্রান্সের এই ঘরে-বাইরে বিপদের মোকাবিলার উদ্দেশ্যে জাতীয় মহাসভার সদস্যরা এক আপৎকালীন জরুরী শাসনব্যবস্থা প্রবর্তন করেন (১৭৯৩ খ্রিঃ ৪ ডিসেম্বর); যা ‘সন্ত্রাসের শাসন’ নামে পরিচিত। ঐতিহাসিক সোবুলের (Sobul) মতে— “জাতীয় সংকট সমাধানের প্রয়োজনে সন্ত্রাসের উৎপত্তি।”

Tags: ইতিহাস প্রশ্ন উওর | History Question Answer & Notes | History suggestion | class 9 history question answer | first semester history question answer 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top