শিল্প বিপ্লব প্রথমে ইংল্যান্ডে কেন হয়েছিল ? || ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ গুলি সম্পর্কে আলোচনা করো।
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে " শিল্প বিপ্লব প্রথমে ইংল্যান্ডে কেন হয়েছিল ? বা ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ গুলি সম্পর্কে - সম্পর্কে খুব সুন্দর একটি নোট তোমাদের সঙ্গে শেয়ার করবো।
শিল্প বিপ্লব প্রথমে ইংল্যান্ডে কেন হয়েছিল ?
• ইংল্যান্ডের ভৌগলিক অবস্থান
• রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা
• মূলধন
• কৃষকদের আর্থিক স্বচ্ছলতা এবং জনসংখ্যার বৃদ্ধি
• ইংল্যান্ডে দক্ষ শ্রমিকের প্রাচুর্য
• উন্নত যোগাযোগ ব্যবস্থা
• বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার
• রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা
• মূলধন
• কৃষকদের আর্থিক স্বচ্ছলতা এবং জনসংখ্যার বৃদ্ধি
• ইংল্যান্ডে দক্ষ শ্রমিকের প্রাচুর্য
• উন্নত যোগাযোগ ব্যবস্থা
• বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার
শিল্প বিপ্লব প্রথমে ইংল্যান্ডে কেন হয়েছিল ? || ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ গুলি সম্পর্কে আলোচনা করো।
ভূমিকাঃ শিল্পবিপ্লব বলতে বোঝায় শিল্পের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি বা আমূল পরিবর্তন। অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ও ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে বৃটেনে শিল্পের ক্ষেত্রে প্রকৃতিগত দিক থেকেও ব্যাপকতার দিক থেকে যে অভূতপূর্ব বিপুল পরিবর্তন এসেছিল, সাধারণত তাকেই শিল্পবিপ্লব বলে অভিহিত করা হয়।।
ফরাসী সমাজতান্ত্রিক অগাষ্ট ব্ল্যাঙ্কি ১৮৩৭খ্রিঃ 'শিল্প বিপ্লব' কথাটি প্রথম ব্যবহার করেন।
অষ্টাদশ শতকে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটে পেছনে বেশ কিছু কারণ ছিল।
প্রথমতঃ ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটার পেছনে সব চেয়ে বড় কারন হলো ইংল্যান্ডের ভৌগোলিক অবস্থান। ইংল্যান্ডের ভৌগোলিক অবস্থান এবং সেখানকার সাতসেঁতে আবহাওয়া, জলবিদ্যুৎ উৎপাদন এবং বায়ুশক্তি ব্যবহারের সুযোগসহ শিল্প বিপ্লব ঘটাতে বিশেষ সাহায্য করেছিল।
দ্বিতীয়তঃ ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটার পেছনে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বিশেষ সাহায্য করেছিল। রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার অভাবেই ফ্রান্সে শিল্প বিপ্লব ঘটেনি। ১৬৮৮ খ্রীঃ গৌরবময় বিপ্লবের ফলে বৃটেনে প্রবর্তিত সাংবিধানিক পরিবর্তন এমন কতকগুলি নীতির উপর প্রতিষ্ঠিত ছিল যা উনিশ শতকের আগে ইউরোপের অন্য কোন দেশে গৃহীত হয়নি এবং জ্যাকোবাইট বিদ্রোহের ব্যর্থতা বৃটেনের প্রতিষ্ঠানিক ভিত্তির বলিষ্ঠতা প্রমাণ করেছিল। তাছাড়া ওয়ালপোনের বিচক্ষণ নীতি ইংরেজ জাতির আর্থিক সমৃদ্ধির সহায়ক হয়েছিল। এইভাবে যে রাজনৈতিক স্থিতিশীলতা স্থাপিত হয় তার সঙ্গে যুক্ত হয়েছিল আর্থিক স্থিতিশীলতা।
তৃতীয়তঃ মুলধন শিল্প প্রসারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বশর্ত হলো শিল্পের বিনিয়োগের জন্য প্রয়োজনীয় মূলধন। এ পুঁজি সঞ্চয়ের ক্ষেত্রে পরিস্থিতি বৃটেনের অনুকূলে ছিল। বৈদেশিক বাণিজ্যের সূত্রে বাণিজ্যিক সংস্থাগুলি মুনাফার মাধ্যমে দেশে প্রচুর অর্থ নিয়ে এসেছিল। ফলে শিল্পে বিনিয়োগের জন্য অর্থের অনটন ইংল্যান্ডে ছিল না।
চতুর্থতঃ অষ্টাদশ শতকে ইংল্যান্ডের কৃষকদের আর্থিক অবস্থা বেশ মজবুত হয়। এছাড়াও অষ্টাদশ শতকে কৃষকদের আর্থিক স্বচ্ছলতার সঙ্গে সঙ্গে জনসংখ্যাও ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। কৃষকদের আর্থিক সচ্ছলতার জন্য তারা বিভিন্ন শিল্পদ্রব্য কিনতে সক্ষম হয়। ফলে দেশের মধ্যেই দ্রব্যের চাহিদা সৃষ্টি হয়। এইভাবে কৃষির উন্নতি শিল্প বিপ্লবের পথ প্রশস্ত করে দেয়।
পঞ্চমতঃ যেকোনো স্থানে কোন একটি শিল্পকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দক্ষ এবং পরিশ্রমী শ্রমিকের প্রয়োজন হয়। অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডে প্রচুর লোকসংখ্যা বৃদ্ধি পেয়েছিল। সেই অধিক মাত্রায় জনসংখ্যা কৃষির উপর নির্ভর না করে কারখানায় শ্রমিকের বৃত্তি গ্রহণ করে ফলে ইংল্যান্ডের কারখানাগুলিতে শ্রমিক অভাব ঘটেনি।
ষষ্ঠতঃ অষ্টাদশ শতকের ইউরোপের যোগাযোগব্যবস্থা অন্যান্য দেশের তুলনায় অনেক উন্নত ছিল। শিল্পের উন্নতির ক্ষেত্রে বিভিন্ন দ্রব্য রপ্তানি এবং আমদানি করার জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়া প্রয়োজন। অষ্টাদশ শতকে ইউরোপের যোগাযোগ ব্যবস্থা উন্নত থাকার কারণে,শিল্প বিপ্লবের বিকাশের ক্ষেত্রে তা বিশেষভাবে সাহায্য করেছিল। ইংল্যান্ডের বিশাল সমুদ্র উপকূল,উন্নত নৌশক্তি ও বন্দর প্রভৃতির ফলে শিল্প উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল বিভিন্ন দেশ থেকে জলপথে সহজেই ইংল্যান্ডে আনা হত। আবার শিল্পোৎপাদিত পণ্যসামগ্রী বোঝাই ব্রিটিশ জাহাজগুলি খুব সহজেই অন্যান্য দেশে যাতায়াত করতে পারতো।।
সপ্তমতঃ অষ্টাদশ শতকে ইংল্যান্ডের শিল্পের বিকাশের ক্ষেত্রে বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের বিভিন্ন বৈজ্ঞানিকরা তৎকালীন সময়ে তাদের বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে, ইংল্যান্ডের শিল্পের বিকাশে বিশেষ সাহায্য করে। যেমন - হারগ্রিভসের স্পিনিং জেনি, জেমস ওয়াটসনের স্টীম ইঞ্জিন, ডেভির সেফটি ল্যাম্প, স্টিফেনসনের রেল ইঞ্জিন প্রভৃতি আবিষ্কার শিল্প বিপ্লবের ক্ষেত্রে মহান ঐতিহ্যের প্রবর্তক হিসেবে আবির্ভূত হয়।