ভারতের মৃত্তিকার শ্রেণীবিভাগ করে প্রধান এক প্রকার মৃত্তিকার অবস্থান বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। || ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ অধ্যায়ের প্রশ্ন উওর

0

wbbse class 10 geography chapter 5 question answer || ভারতের প্রাকৃতিক ও  অর্থনৈতিক পরিবেশ অধ্যায়ের প্রশ্ন উওর 

wbbse class 10 geography chapter 5 question answer || ভারতের প্রাকৃতিক ও  অর্থনৈতিক পরিবেশ অধ্যায়ের প্রশ্ন উওর
মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর ও সাজেশন 2023


ভারতের মৃত্তিকার শ্রেণীবিভাগ করে প্রধান এক প্রকার মৃত্তিকার অবস্থান বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো।


ভারতের মৃত্তিকার শ্রেণীবিভাগঃ ভারতের বিভিন্ন অঞ্চলের মৃত্তিকার উৎপত্তি, বৈশিষ্ট্য, উদ্ভিদের বিস্তার, শিলাস্তরের গঠন ও জলবায়ুর তারতম্য অনুসারে ভারতের মৃত্তিকাকে প্রধানত ছয়টি ভাগে ভাগ করা যায়।

যথা - ১ - পলি মৃওিকা, ২ - কৃষ্ণ মৃত্তিকা, ৩- লোহিত বা লাল মৃত্তিকা, ৪- ল্যাটেরাইট মৃত্তিকা, ৫ - পার্বত্য মৃত্তিকা এবং ৬ - মরু মৃত্তিকা।

পাললিক মৃত্তিকার বৈশিষ্ট্য ও গুরুত্ব -


আঞ্চলিক বন্টনঃ ভারতের সবচেয়ে বেশি  অঞ্চল জুড়ে পলি মৃত্তিকা দেখা যায়। ভারতের প্রায় 15 লক্ষ বর্গ কিমি অঞ্চলজুড়ে পলি মৃত্তিকার অবস্থান রয়েছে।

পলি মাটির গঠনঃ পলিমাটি অতি সুক্ষ্ম গ্ৰথনের।এটি অতি মিহিদানার পলি, বালি ও কাদা কণার মিশ্রণে গঠিত।

 রংঃ পলিমাটির রং মূলত ধূসর এবং গভীরতা সর্বত্র সমান নয়।

খনিজ উপাদানঃ ফসফরাস, পটাশিয়াম, কর্দম খনিজের পরিমাণ বেশি। কিন্তু জৈবপদার্থ ও নাইট্রোজেনের পরিমাণ কম।

মাটির pH:  এই মাটি pH হলে 6.5 থেকে 8.41

জলধারন ক্ষমতাঃ পলিমাটির মাটির জলধারণ ক্ষমতা বেশি এবং অত্যধিক উর্বর। এই মাটি হালকা আম্লিক থেকে হালকা ক্ষারকীয় প্রকৃতির হয়।

উৎপাদিত শস্যঃ এই মাটি অতি উর্বর বলে কৃষির বিশেষ সহায়ক। ধান, গম, আখ, পাট, তৈলবীজ, আলু ও শাকসবজি এই মাটিতে উৎপন্ন হয়।


গুরুত্বঃ পলি মৃত্তিকা ভারতীয় কৃষির ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। পলি মৃত্তিকা অত্যন্ত উর্বর বলে এই মাটিতে প্রায় সকল ধরনের চাষবাস করা যায়।

যেমন - ধান, গম, আলু, পাট  ইক্ষু তৈলবীজ প্রভৃতি। পলি মৃত্তিকা

Tags : WB Madhyamik Geography  Question Answer & Suggestion 2023 | ভারতের প্রাকৃতিক ও  অর্থনৈতিক পরিবেশ অধ্যায়ের প্রশ্ন উওর | মাধ্যমিক ২০২৩ ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর | মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর ও সাজেশন 2023 | wbbse class 10 geography chapter 5 question answer


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top