WB Class 11 History MCQ Question Answer & Suggestion 2022 || ক্লাস 11 ইতিহাসের MCQ & SAQ Suggestion 2022

0

WB Class 11 History MCQ Question Answer & Suggestion 2022 || ক্লাস 11 ইতিহাসের MCQ & SAQ Suggestion 2022

WB Class 11 History MCQ Question Answer & Suggestion 2022 || ক্লাস 11 ইতিহাসের MCQ & SAQ Suggestion 2022


আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণির ইতিহাসের বিভিন্ন অধ্যায় থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের এই History SAQ Question Answer গুলো তোমরা WB Class 11 History MCQ Question Answer 2022 অথবা WB Class 11 History MCQ Suggestion  2022 হিসেবে নোট করতে পারো। এর আগের পোস্টে আমরা একাদশ শ্রেণির ইতিহাস সাজেশন 2022 ( wb class 11 history suggestion 2022 ) তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এবং তারপর আমরা একাদশ শ্রেণির ইতিহাস সাজেশন 2022 হিসেবে যে সমস্ত প্রশ্ন রেখেছিলাম, আর তার বেশিরভাগ প্রশ্নের উত্তর আমাদের ওয়েবসাইটে করে দেওয়া হয়েছে। সুতরাং তোমরা চাইলে তার উওর সেখান থেকে দেখে নিতে পারো।।

WB Class 11 History MCQ Question Answer & Suggestion 2022 || ক্লাস 11 ইতিহাসের MCQ & SAQ Suggestion 2022

1- পৃথিবীর বৃহত্তম মহাকাব্যের নাম কি?

উওর : পৃথিবীর বৃহত্তম মহাকাব্যের নাম হল মহাভারত।

2- সোহগের লিপি কোথায় আবিষ্কৃত হয়েছে?

উওর : ভারতে।

3- গিলগামেশ কোন দেশের মহাকাব্য?

উওর : মেসোপটেমিয়া।

4- প্রথম দাস বিদ্রোহ কোথায় হয়েছিল?

উওর : সিসিলিতে।

5- ভারতের প্রাচীনতম লিপির নাম কি?

উওর : সোহগের তাম্রলিপি।

6-কল্পসূত্র গ্রন্থটি কার লেখা?

উওর : ভদ্রবাহুর লেখা।


7- হর্ষচরিত গ্রন্থটি কার রচনা?

উত্তর : হর্ষচরিত গ্রন্থটি রচনা বানভট্টের রচনা।

8- রাজতরঙ্গিনী গ্রন্থটি কার লেখা?

উওর : রাজ তরঙ্গিনী গ্রন্থটি কলহনের লেখা।

9- ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে?

উওর : ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হলেন মেগাস্থিনিস। 

10- সামন্ততান্ত্রিক ইউরোপে কৃষকদের দেওয়া ধর্মীয় করটির নাম কি ছিল?

উওর : টাইথ। 

11- ভারতের কোন লিপির প্রথম পাঠোদ্ধার সম্ভব হয়েছিল? 

উত্তর:  ব্রাহ্মী লিপির।

12- স্পাটার ক্রীতদাসদের কি বলা হত? 

উত্তর: স্পাটার ক্রীতদাসদের হেলট বলা হতো। 

13- মেসোপটেমিয় অথবা সুমেরীয়দের মন্দির গুলিকে কী বলা হতো?

উওর : জিগুরাত।

14- অটোমান শাসকদের কি বলা হত? উত্তর : অটোমান সুলতান বলা হতো।  15- কোন গ্রন্থে জরথ্রুস্টের উপদেশ গুলি সংকলিত হয়েছে? 

উওর : জরথ্রুস্টের উপদেশ গুলি জেন্দ-আবেস্তা গ্রন্থে সংকলিত হয়েছে। 

16- হর্ষবর্ধনের লেখা দুটি গ্রন্থ বা নাটকের নাম লেখ। 

উত্তর : রত্নাবলী এবং নাগানন্দ।

17- রাজমালা গ্রন্থের কোন রাজ্যের ইতিহাস রচিত হয়েছে?

 উত্তর :  গুজরাট রাজ্যের। 

 18- গ্রিসের দুটি মহাকাব্যের নাম লেখ উওর : গ্রিসের দুটি বিখ্যাত মহাকাব্য হলো ইলিয়াড ও ওডিসি। 

 19- ইলিয়াড ও ওডিসি গ্রন্থের লেখক কে?

 উওর ; ইলিয়াড ও ওডিসি গ্রন্থের লেখক হলেন অন্ধকবি হোমার।


 20- রামচরিত মানস, ফো কুয়ো কি এবং সি ইউ কি গ্রন্থের রচয়িতা কারা?

 উওর : 

 • রাম চরিত গ্রন্থের লেখক হলেন তুলসীদাস। 

 • ফো কুয়ো কি গ্রন্থের রচয়িতা হলেন ফা হিয়েন। 

 • এবং সি ইউ কি গ্রন্থের রচয়িতা হলেন হিউয়েন সাং।

 21- ব‍ৌদ্ধদের এবং জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? 

 উওর : 

 • ব‍ৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক।

 • জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম হলো কল্পসুত্র। 

 22- আধুনিক ইতিহাস তত্ত্বের জনক কে?

 উওর : আধুনিক ইতিহাস তত্ত্বের জনক হলো র‍্যাঙ্কে।

 23- ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা জনক কে?

 উওর : থুকিডিডিস। 

 24- আধুনিক ইতিহাস ইতিহাস চর্চার জনক কে?

 উওর : ইবং খালদুন।

 25- প্যাকিওগ্রাফি কাকে বলে?

 উওর : বিভিন্ন লিপির বিষয়বস্তু অধ্যায়নকে প্যালিওগ্রাফি বলা হয়।

 26- নিউমিসমেটিকস কাকে বলে?

 উওর : প্রাচীন মুদ্রার পঠন-পাঠন বিদ্যাকে নিউমিসম্যাটিকস বলে।।

 27- পাল রাজাদের ব্যবহৃত মুদ্রার নাম কি?

 উওর : পাল রাজাদের ব্যবহৃত একপ্রকার মুদ্রার নাম হল নারায়নী।

 28- ভারতের পুরাণ গুলি কোন ভাষায় লেখা হয়েছিল?

 উওর ; সংস্কৃত ভাষায়।

 29- তারিখ ই ফিরোজশাহী এবং ফতোয়া-ই-জাহান্দারি গ্রন্থের লেখক কে? 

 উত্তর : জিয়াউদ্দিন বরনী। 

 30- বাবরনামা গ্রন্থের রচয়িতা কে এবং এটি কোন ভাষায় লেখা হয়েছিল?

 উত্তর: বাবরনামা গ্রন্থের রচয়িতা হলেন জাহির উদ্দিন মোহাম্মদ বাবর। এবং এটি তুর্কি ভাষায় লেখা হয়েছিল।

 31- বাবরের আত্মজীবনীর নাম কি?

 উওর : বাবরের আত্মজীবনীর নাম হলো তুজুক - ই - বাবরী। 

 32- ভারতের পুরাণের সংখ্যা কয়টি?

 উওর : ভারতের পুরাণের সংখ্যা হলো 18 টি।

33- আলতামিরা গুহাচিত্র হলো___।

 উওর : আলতামিরা গুহাচিত্র হলো স্পেনের। 

34- রাজ তরঙ্গিনী গ্রন্থ থেকে কোন স্থানের ইতিহাস জানা যায়?

উওর : রাজরঙ্গিনী গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়। 

35- কোন যুগে মানুষ লিপির ব্যবহার জানত না?

উওর : প্রাগৈতিহাসিক যুগে মানুষ লিপির ব্যবহার জানতো না। 

36- কোন দেশের ঐতিহাসিকরা সর্বপ্রথম সন- তারিখের উপর গুরুত্ব আরোপ করেন?

উওর : আরব দেশে ঐতিহাসিকরা সর্বপ্রথম সন- তারিখের উপর গুরুত্ব আরোপ করেন।


Tags : 

একাদশ শ্রেণির ইতিহাস MCQ & SAQ Question Answer 2022 | WB Class 11 History Question Answer & Notes | Class 11 History MCQ | Class 11 History SAQ Question Answer | Class 11 History Notes | Class 11 History Suggestion 
 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top