হরমোন কাকে বলে? || হরমোন এবং উৎসেচকের মধ্যে পার্থক্য লেখ
উওরঃ প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড বা স্টেরয়েডধর্মী যে জৈব-রাসায়নিক পদার্থ, জীবদেহের অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে দেহতরলের মাধ্যমে উৎপত্তি স্থল থেকে দুরে শরীরের কোনও বিশেষ জায়গায় পরিবাহিত হয় এবং সেখানকার কলা-কোশের বিভিন্ন বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করার মাধ্যমে রাসায়নিক সমন্বয়সাধন করে, এবং কাজের শেষে নষ্ট হয়ে যায়,তাকেই হরমোন বলে ।
• হরমোন শব্দটি একটি গ্রিক শব্দ, যার অর্থ জাগ্রত করা।
• হরমোন শব্দটি " গ্রিক শব্দ হরমাও " থেকে এসেছে।
হরমোন ও উৎসেচকের মধ্যে পার্থক্য।
উৎপত্তিঃ
• হরমোনের উৎস হলো অন্তক্ষরা গ্রন্থি।
• উৎসেচকের উৎস হলো বহিঃক্ষরা গ্রন্থি।
পরিণতিঃ
• হরমোন ক্রিয়ার পর নিজেই ধ্বংসপ্রাপ্ত হয়।
• উৎসেচক ক্রিয়ার পর নিজেই ধ্বংসপ্রাপ্ত হয় না।
কাজের গতিঃ
• হরমোনের কাজের গতি খুবই মন্থর।
• উৎসেচকের কাজের গতি খুবই দ্রুত।
কাজের প্রকৃতিঃ
• হরমোন রাসায়নিক দূত বা বার্তাবহ রুপে কাজ করে।
• উৎসেচক জৈব অনুঘটক হিসাবে কাজ করে।