আজের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীউ সাম্রাজ্য ও জাতীয়তাবাদ (WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali ) অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 8 মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 'নেপোলিয়নের বিভিন্ন সংস্কারমূলক কার্যকলাপ গুলি আলোচনা করো। বা নেপোলিয়নের বিভিন্ন সাম্রাজ্যিক কার্যকলাপ গুলি আলোচনা করো।' তার উওর ( WBBSE Class 9 Question Answer & Suggestion 2023 ) তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমরা প্রতিদিন তোমাদের জন্য নোটস শেয়ার করে যাবো। তাই তোমরা আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করতে থাকো।।
নেপোলিয়নের বিভিন্ন সংস্কারমূলক কার্যকলাপ গুলি আলোচনা করো। || নবম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উওর
ভূমিকাঃ ফরাসি বিপ্লব যখন এক শোচনীয় বিপর্যয়ের সম্মুখীন হয়ে পড়েছিল, সেই সময় নেপোলিয়ন বোনাপার্ট তাঁর অভাবনীয় সামরিক প্রতিভা ও সংস্কারের সাহায্যে ফ্রান্সকে নিশ্চিত বিপদের হাত থেকে রক্ষা করেন এবং ফরাসি জাতির ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হন। নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল শাসনতান্ত্রিক আইন ও বিচারবিভাগীয়, অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, ধর্মীয় এবং অন্যান্য সংস্কার।
কেন্দ্রীয় শাসনব্যবস্থাঃ
নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের শাসন ক্ষমতা নিজের হাতে পাওয়ার পর তিনি ফ্রান্সে একটি শক্তিশালী এবং সুদৃঢ় শাসন ব্যবস্থা গড়ে তুলে ফ্রান্সের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রেখে ফ্রান্সের উন্নতির চেষ্টা করেছিলেন। এজন্য তিনি এক স্বেচ্ছাচারী একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে বিভিন্ন রাজনৈতিক দলগুলির স্বাধীন কার্যকলাপ তিনি সীমাবদ্ধ করে দেন। এবং সংবাদপত্র গুলির নিয়ন্ত্রণহীন সংবাদ প্রকাশের ক্ষেত্রেও তিনি সরকারি নিয়ন্ত্রণ জারি করেন এবং সেইসঙ্গে কিছু ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি স্বাধীনতার ওপরেও নিয়ন্ত্রণে আনেন।
নির্বাচন ব্যবস্থাঃ
নেপোলিয়ন ফরাসি বিপ্লবকালে প্রবর্তিত ফ্রান্সের ৮৩টি ডিপার্টমেন্টকে বজায় রাখলেও ডিপার্টমেন্ট, জেলা ও কমিউনের প্রধানদের (যথাক্রমে প্রিফেক্ট, সাব-প্রিফেক্ট, মেয়র) ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে নির্বাচন বাতিল করেন। এর পরিবর্তে তিনি এদেরকে মনোনয়ন করেন এবং তাঁর প্রতি দায়বদ্ধতার নীতি চালু করেন।
স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানঃ
নেপোলিয়ান কেন্দ্রীয় সরকারকে আরো শক্তিশালী এবং মজবুত করে তোলার জন্য তিনি বিভিন্ন স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানগুলিত বিপুল পরিমাণ ক্ষমতা খর্ব করার চেষ্টা করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে কেন্দ্রীয় শাসনকে শক্তিশালী করতে হলে স্থানীয় স্বায়ত্তশাসন মূলক প্রতিষ্ঠান সমূহের স্বাধীনতা কম করা উচিত।এজন্যই তিনি স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানসমূহের স্বাধীনতা বহুল পরিমাণ খর্ব করে সেগুলিকে কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ শাসনাধীনে আনেন।
আইন সংস্কারঃ
নেপোলিয়ন বোনাপার্টের শাসনের আগে ফ্রান্সে কোনো লিখিত সংবিধান ছিল না। যার ফলে শাসন ব্যবস্থা সম্পর্কিত বিভিন্ন কার্যকলাপের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো। নেপোলিয়ন শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে ফ্রান্সের এই সমস্যা দূর করার চেষ্টা করেছিলেন। নেপোলিয়নের আইন ও বিচারবিভাগীয় সংস্কারের মধ্যে উল্লেখযোগ্য ছিল কোড নেপোলিয়ন। ফ্রান্সের প্রচলিত আইন (যেমন স্থানীয় আইন, যাজকীয় আইন, রাজকীয় অনুশাসন, সামন্ততান্ত্রিক বিধি) ব্যবস্থাকে জটিলতামুক্ষ্ম করে একই ধরনের আইন স্থাপন করার উদ্দেশ্যে নাগরিক ফৌজদারি ও বাণিজ্যিক আইন সংকলনের ব্যবস্থা করেছিলেন যা 'কোড নেপোলিয়ন' নামে পরিচিত।
নেপোলিয়নের অর্থনৈতিক সংস্কারঃ
নেপোলিয়ন ফ্রান্সের একজন যোগ্য শাসক হিসেবে তিনি বিভিন্ন ধরনের অর্থনৈতিক সংস্কার মূলক কাজ করেছিলেন। যেমন -
▪ প্রথমত তিনি অর্থনৈতিক দিক থেকে ফ্রান্সকে সচ্ছল করে রাখার জন্য এবং অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন ঘটনার জন্য তিনি প্যারিসের ব্যাংকার পেরেগড় সাহায্যে আঠারোশো খ্রিস্টাব্দে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি এই ব্যাংকে সরকারের আর্থিক লেনদেন এবং ব্যাংক নোট চালু করার অধিকার দিয়েছিলেন।
দ্বিতীয়তঃ নেপোলিয়ন ফ্রান্সে নতুন কোন ধরনের কর আরোপ করেননি যার ফলে নতুন কোনো কর আরোপিত না হওয়ায় কাউকেই আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়নি। বরং নেপোলিয়ন পুরাতন অনাদায়ী পরোক্ষ কর আদায়ের উপর গুরুত্ব দিয়েছিলেন এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ওপর রাজস্ব আদায়ের অধিকার দেওয়ার ব্যবস্থা করেছিলেন।।
সামাজিক সংস্কারঃ
নেপোলিয়ন নিজেকে ফ্রান্সের একজন যোগ্য শাসক হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সেজন্যই নেপোলিয়ান অন্যান্য দিকের সঙ্গে সঙ্গে তিনি বিভিন্ন সামাজিক সংস্কার মূলককাজকর্মেও করেছিলেন। যেমন-
• সমাজে জাতি, ধর্ম ও দ নির্বিশেষে সকলকে তিনি সমান সুযোগ-সুবিধাদানের নীতি গ্রহণ করেছিলেন।
• অপরপক্ষে দেশত্যাগী অভিজাত শ্রেণির ব্যক্তিদের উপর থেকে সমস্ত বিধিনিষেধ উঠিয়ে নিয়ে তিনি তাদেরও আন্তরিক অভিনন্দন লাভ করেছিলেন
• বংশগত মর্যাদার পরিবর্তে প্রকৃত গুণীদের মর্যাদা দেওয়ার জন্য তিনি 'Legion of Honour' নামে একটি সম্মানসূচক খেতাব সৃষ্টি করেছিলেন (১৮০২ খ্রিস্টাব্দে)।
শিক্ষা সংস্কারঃ
নেপোলিয়নের শিক্ষাসস্কোরের প্রধান উদ্দেশ্য ছিল শিক্ষিত সমাজকে তাঁর অনুগত শ্রেণিতে পরিণত করা এবং রাষ্ট্রের জন্য যোগ্য প্রশাসনিক ও সামরিক কর্মচারী তৈরি করা। তাঁর শিক্ষানীতির বিভিন্ন দিকগুলি ছিল।
• প্রতিটি কমিউন-এ একটি করে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ও প্রায় ২৯টি "পাইসি" নামক বিদ্যালয় স্থাপিত হয়।
• শিক্ষক শিক্ষণের জন্য প্রতিষ্ঠিত হয় নর্মাল স্কুল।
• বেশ কিছু কারিগরি ও চিকিৎসাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং শিক্ষাব্যবস্থার মধ্যে সমতা প্রতিষ্ঠা এবং উচ্চশিক্ষার প্রসারের উদ্দেশ্যে নেপোলিয়ন “ইম্পিরিয়াল ইউনিভারসিটি অফ ফ্রান্স (১৮০৮ খ্র.) প্রতিষ্ঠা করেন।
অন্যান্য সংস্কারঃ
ফ্রান্সের উন্নতির ক্ষেত্রে নেপোলিয়ান উপরোক্ত কিছু সংস্কারমূলক কাজ ছাড়াও তিনি অন্যান্য কিছু ক্ষেত্রেও বিভিন্ন কার্যক্রম করেছিলেন। যেমন -
•রাস্তাঘাট নির্মাণ, সেতু স্থাপন, মিউজিয়াম স্থাপন ও ফ্রান্সের প্রাচীন সৌধগুলির সংস্কারসাধন প্রভৃতি তাঁর কীর্তিসমূহের অন্যতম সাক্ষী হয়ে আছে।
• উপসংহার, পরিশেষে বলা যায়, সামরিক বিজেতারুপে নেপোলিয়ন যেমন অসামান্য কৃতিত্ব ও প্রতিভার পরিচয় দিয়েছিলেন, তেমনি শাসক হিসেবেও তিনি অক্ষয় কীর্তির স্বাক্ষর রেখেছিলেন। নেপোলিয়নের পতনের সঙ্গে সঙ্গে তাঁর বিশাল সাম্রাজ্যের সৌধ চুরমার হয়ে গেলেও, তাঁর সংস্কারমূলক প্রয়াসগুলি অব্যাহত ছিল এবং ফ্রান্সের অগ্রগতির পথ প্রশস্ত করেছিল।
Tags :