একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর || WB Class 11 history chapter 3 questions and answers in bengali
![]() |
WB Class 11 history chapter 3 questions and answers in bengali |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ের ( Class 11 history chapter 3 questions and answers in bengali ) রাজনৈতিক বিবর্তন শাসনকার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা অধ্যায়ের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন "জনপদ এবং মহাজনপদ কাকে বলে?জনপদ ও মহাজনপদের মধ্যে পার্থক্য লেখ" এর উত্তর ( Class 11 history chapter 3 questions and answers ) তোমাদের সঙ্গে শেয়ার করবো।।
জনপদ এবং মহাজনপদ কাকে বলে?জনপদ ও মহাজনপদের মধ্যে পার্থক্য লেখ।
উওরঃ প্রাচীন ভারতে জনপদ মহাজনপদ এর অস্তিত্ব ছিল। কিন্তু প্রাচীন ভারতের জনপদ এবং মহাজনপদ ছিল সম্পূর্ণরুপে আলাদা। জনপদ ছিল মূলত ভারতের লৌহ যুগের রাজনৈতিক ধারণা এবং অন্যদিকে মহাজনপদগুলি ভারতে লৌহ যুগের অনেক পার্বতী সময়কালের রাজনৈতিক ধারণা। তাই জনপদ এবং মহাজনপদরর মধ্যে একাধিক ক্ষেত্রে পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন-
জনপদ এবং মহাজনপদের সংজ্ঞাঃ
• জনপদ বলতে বোঝাতেও প্রাচীন ভারতে আর্যদের কয়েকটি গ্রাম বা বিশ নিয়ে গড়ে ওঠা অঞ্চল বা আবাসভূমি।
• প্রাচীন ভারতের মহাজনপদ বলতে বোঝাতো উত্তর এবং দক্ষিণ ভারতে গড়ে ওঠা ১৬ টি বৃহৎ রাজ্যকে।
জনপদ এবং মহাজনপদের আয়তনঃ
• প্রাচীন ভারতীয় আর্য সমাজে যে সমস্ত জনপদের অস্তিত্ব ছিল, সেগুলির আয়তন ছিল খুবই ছোটো বা ক্ষুদ্র। জনপদের আয়তন একটি মহাজনপদের আয়তনের তুলনায় অনেক কম ছিল।
• উত্তর ভারতের ১৫ টি এবং দক্ষিণ ভারতের যে একটি মহাজনপদ ছিল, সেগুলির আয়তন ছিল জনপদের তুলনায় অনেক বৃহৎ। কারণ জনপদ ছিল আর্যদের ক্ষুদ্র আবাসভূমি বা অঞ্চল। অন্যদিকে এক একটি মহাজনপদের আয়তন ছিল একটি রাজ্যের সমান।।
জনপদ এবং মহাজনপদ এর উত্থানঃ
• প্রাচীন আর্যসমাজের কয়েকটি আর্য পরিবার নিয়ে একটি গোত্র গঠিত হতো। এরপর কয়েকটি গোত্র মিলে একটি গ্রাম তৈরি হতো। এরপর কয়েকটি গ্রাম মিলে তৈরি হতো একটি বিশ এবং সবশেষে কয়েকটি বিশ মিলে একটি জনপদের সৃষ্টি হতো।
• অন্যদিকে ভারতের মহাজনপদ গুলির সৃষ্টি হয়েছিল মূলত জনপদগুলোর নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত থাকার ফলে। একটি জনপদ সবসময় নিজেদের শক্তি বৃদ্ধির জন্য এবং নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য অপর জনপদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত থাকতো। এরূপ সংঘর্ষের ফলে একটি জনপদের অপর একটি জনপদের ওপর বিজয় লাভ বা দখল করতো,তখন একাধিক দুটি বা তারও বেশি জনপদের সমন্বয়ে একটি মহাজনপদের সৃষ্টি হতো।।
জনপদের শাসক এবং মহাজনপদের শাসকঃ
• জনপদ ছিল মূলত প্রাচীন ভারতীয় আর্য দের আবাসভূমি বা অঞ্চল। জনপদের আয়তন ক্ষুদ্র হওয়ায় জনপদের শাসক কোনো রাজার সমান ছিলেন না অর্থাৎ রাজার মতো ক্ষমতাসীন ছিলেন না।
• অন্যদিকে মহাজনপদ গুলির আয়তন বিরাট হওয়ায় সেখানকার শাসক ছিলেন বিরাট ক্ষমতার অধিকারী।
জনপদ এবং মহাজনপদের ক্ষমতাঃ
• জনপদ গুলোর আয়তন ক্ষুদ্র হওয়ায়, সেই জনপদের যে শাসক থাকতো, তার হাতে খুব বেশি পরিমাণ ক্ষমতা থাকতো না। ক্ষমতা বৃদ্ধির জন্য রাজকোষ বা অর্থভাণ্ডার শক্তিশালী হওয়া প্রয়োজন। কিন্তু জনপদের আয়তন ছোট হওয়ায় সেখান থেকে খুব বেশি পরিমাণ রাজস্ব আদায়ে হতো না। আসলে জনপদের সময়ে সেরকম কোনো কর বা রাজস্ব আদায়েত ব্যবস্থাই প্রচলিত ছিল না। যার ফলে জনপদের শাসকের হাতে সেরকম কোনো ক্ষমতাই ছিল না।
• মহাজনপদ গুলির আয়তন বিরাট হওয়ায় এবং মহাজনপদের যুগে রাজস্ব আদায়ের ব্যবস্থা থাকায় শাসক মহাজনপদ থেকে যে পরিমাণ রাজস্ব আদায় করতেন, সেই পরিমাণ রাজস্বে রাজকোষ অথবা অর্থভাণ্ডার খুবই মজবুত ও শক্তিশালী হতো। যার ফলে মহাজনপদ গুলির শাসকদের হাতে বিপুল পরিমাণ ক্ষমতা থাকতো।।
রাজনৈতিক চেতনার বিকাশঃ
• জনপদের অস্তিত্বের কালে ভারতীয়দের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ পরিপূর্ণতা লাভ করেনি। জনপদের যুগে ভারতীয়দের মধ্যে রাজনৈতিক চেতনা শুধুমাত্র প্রাথমিক পর্যায়ে ছিল।
• কিন্তু মহাজনপদের যুগে ভারতীয়দের মধ্যে রাজনৈতিক চেতনার যথেষ্ট পরিমাণে বিকাশ এবং অগ্রগতি ঘটেছিল।।
এছাড়াও আমরা প্রাচীন ভারতে গড়ে ওঠা জনপদ এবং মহাজনপদ গুলির মধ্যে একাধিক ক্ষেত্রে পার্থক্য লক্ষ্য করতে পারি।। যেমন জনপদ এবং মহাজনপদ এর উৎপত্তির ক্ষেত্রে সংঘর্ষের ভূমিকা, মহাজনপদ এবং জনপদের যুগে কর ব্যবস্থার প্রচলন, জনপদের যুগে কোন প্রকার সম্পত্তি ছিল এবং মহাজনপদের যুগে কী প্রকার সম্পত্তির প্রচলন ছিল ইত্যাদি।
Tags : একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | ক্লাস 11 ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উওর | রাজনৈতিক বিবর্তন শাসনকার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা বড় প্রশ্ন উওর | wb class 11 history question answer | wb class 11 history question and answer chapter 3 | class 11 history question answer & suggestion 2022 | Class 11 history chapter 3 questions and answers in bengali | WB Class 11 history chapter 3 questions and answers in bengali