2022 WB Class 11 History SAQ Question Answer Suggestion || একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওরের সাজেশন

0

2022 WB Class 11 History SAQ Question Answer Suggestion || একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওরের সাজেশন

2022 WB Class 11 History SAQ Question Answer Suggestion || একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওরের সাজেশন


আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর বিভিন্ন অধ্যায়ের ( Class 11 history chapter questions and answers in bengali ) খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের উত্তর ( Class 11 history questions and answers ) তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানকার প্রশ্ন গুলো তোমরা একাদশ শ্রেণির ইতিহাস MCQ Suggestion 2022 হিসাবেও লিখতে পারো। কারণ এখানকার অনেক প্রশ্নই তোমাদের সামনের history exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

2022 WB Class 11 History SAQ Question Answer Suggestion || একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওরের সাজেশন

1- প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের উপাদান কি?

উওর : জীবাশ্ম।

2- কোন যুগে কুমোরের চাকার ব্যবহার শুরু হয়েছিল?

উওর : নব্য প্রস্তর যুগে কুমোরের চাকার ব্যবহার শুরু হয়েছিল।

3- মানুষ কোন যুগে কৃষি কাজের কৌশল আবিষ্কার করেছিল?

উওর : নব্য প্রস্তর যুগে।

4- একটি মিশ্র বা সংকর ধাতুর নাম লেখ।

উওর : তামা।

5- ইক্তার প্রাপককে কি বলা হত? উত্তর : ইক্তাদার বা মাকতি বলা হত।

6- পৃথিবীর সর্বপ্রথম দাস বাজার কোথায় গড়ে ওঠে?

উওর : কিউতে।


7- টমাস ক্রমওয়েল কে ছিলেন?

উওর : টমাস ক্রমওয়েল ছিলেন ইংল্যান্ডের টিউডর রাজবংশের একজন উল্লেখযোগ্য ব্যক্তি। মূলত তার নেতৃত্বেই ইংল্যান্ডে নব্য রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল।

8- ল্যাবিয়াথান গ্রন্থটি কার লেখা?

উওর : টমাস হবস।

9- কাকে ঝড়ের পাখি বলা হয়?

উওর : রুশোকে।

10- কাকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয়?

উত্তর : নিকালো মেকিয়াভেলি কে।

11- সিসেরো কে ছিলেন?

উত্তর : সিসেরো ছিলেন একজন প্রখ্যাত রোমান রাজনীতিবিদ এবং আইনজ্ঞ। 

12- কত খ্রিস্টাব্দে টমাস ক্রমওয়েল অ্যাক্ট অফ সুপ্রেমেসি ঘোষণা করেন? উত্তর : 1534 খ্রিস্টাব্দে। 

13- পৃত্রিভূমির পিতা কার উপাধি ছিল?

উত্তর : রোমান রাজনীতিবিদ এবং আইনজ্ঞ সিসেরোর।

14- দীন-ই-ইলাহি কে কবে এবং প্রবর্তন করেন?

উওর : 1582 খ্রিস্টাব্দে মোগল সম্রাট আকবর।

15- প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ান বলতে কী বোঝো?

উত্তর : রোমান সাম্রাজ্যের ধনী ও অভিজাত শ্রেণীর মানুষ প্যাট্রিসিয়ার এবং সাধারণ মানুষ প্লেবিয়ান নামে পরিচিত ছিল। 

16- কাকে ভারতের রক্ষাকারী বলা হয়?

উত্তর : গুপ্ত সাম্রাজ্যের শেষ সম্রাট স্কন্ধগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয়।

17-  মুদ্রারাক্ষস গ্রন্থটি কার রচনা?

উত্তর : মুদ্রারাক্ষস গ্রন্থটি রচনা বিশাখদও এর রচনা।

18- কবিরাজ নামে কোন গুপ্ত সম্রাট পরিচিত ছিলেন?

উত্তর : সমুদ্র গুপ্ত।

19- কাকে ভারতের নেপোলিয়ন বলা হয়?

উওর : সমুদ্র গুপ্ত কে ভারতের নেপোলিয়ন বলা হয়।

20- টু ট্রিটিসেস অফ গভরমেন্ট গ্রন্থটির লেখক কে?

উওর : জন লক


Tags : একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উওর | wb class 11 history question answer | class 11 history mcq suggestion | class 11 history saq suggestion 2022 | class 11 history suggestion 2022 | Class 11 history chapter 2 questions and answers in bengali | WB Class 11 history questions and answers in bengali

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top