WB Class 11 History SAQ Question Answer Suggestion || একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওরের সাজেশন

0

WB Class 11 History SAQ Question Answer Suggestion || একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওরের সাজেশন

WB Class 11 History SAQ Question Answer Suggestion || একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওরের সাজেশন
WB Class 11 History SAQ & MCQ Question Answer Suggestion 2022


আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের ( Class 11 history chapter questions and answers in bengali ) আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের উত্তর ( Class 11 history chapter 2 questions and answers ) তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানকার প্রশ্ন গুলো তোমরা একাদশ শ্রেণির ইতিহাস MCQ Suggestion 2022 হিসাবেও লিখতে পারো। কারণ এখানকার অনেক প্রশ্নই তোমাদের সামনের history exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

WB Class 11 History SAQ Question Answer Suggestion || একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওরের সাজেশন

1- বর্তমানে আমরা কোন যুগে বসবাস করছি?

উওর ; বর্তমানে আমরা হোলোসিন যুগে বসবাস করছি।

2- কোন যুগে ডাইনোসরের উৎপত্তি হয়েছিল?

উওর ; মেসোজোয়িক যুগে ডাইনোসরের উৎপত্তি হয়েছিল।

3- কে সর্বপ্রথম ইজিপ্টোপিথেকাসের জীবাশ্ম আবিষ্কার করেছেন?

উওর : গবেষক এলউইম সাইম 1963 খ্রিষ্টাব্দে ইজিপ্টোপিথেকাসের জীবাশ্ম আবিষ্কার করেছেন।

4- চারটি নদীমাতৃক সভ্যতার নাম লেখ।

উওর : চারটি নদীমাতৃক সভ্যতা গুলির মধ্যে হল - হরপ্পা সভ্যতা,মিশরীয় সভ্যতা,মেসোপটেমীয় সভ্যতা এবং চৈনিক সভ্যতা।

5- ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি?

উওর : মেহেরগড় সভ্যতা হলো ভারতের প্রাচীনতম সভ্যতা। 

6- কে?কত খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন?

উওর : ফরাসি প্রত্নতত্ত্ববিদ যা ফ্রঁসোয়া জারিজ 1974 খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতার প্রাচীনতম নিদর্শন খুজে পান।

7- কে সর্বপ্রথম হরপ্পা সভ্যতার নিদর্শন আবিষ্কার করেছিলেন?

উওর : 1826 খ্রিস্টাব্দে সিন্ধু নদীর উপত্যকায় চার্লস ম্যাসন সর্বপ্রথম হরপ্পা সভ্যতার নিদর্শন খুঁজে পেয়েছিলেন।

8- কোন দুই ভারতীয় হরপ্পা সভ্যতার নিদর্শন খুঁজে পেয়েছিলেন?

উওর : 1921 খ্রিষ্টাব্দে দয়ারাম সাহানি এবং 922 খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায় হরপ্পা সভ্যতার নিদর্শন খুঁজে পেয়েছিলেন।

9- হরপ্পা সভ্যতার অপর নাম কি?

উওর : হরপ্পা সভ্যতার অপর নাম হল সিন্ধু সভ্যতা?

10- ক্ল্যান এবং ট্রাইবস কি?

উওর : প্রাচীনকালে শিকারি মানুষদের নিয়ে গঠিত দল অথবা সংগঠনকে বলা হতো ক্ল্যান। বিভিন্ন ক্ল্যান মিলে যখন একটি সংগঠন তৈরি করতো,তখন তাকে বলা হতো ট্রাইবস।

11- ভ্যালি অফ কিংস কি?

উওর : প্রাচীন মিশরের রাজাদের সমাধিস্থলকে ভ্যালি অফ কিংস বলা হত। 


12- কাদের ফ্যারাও বলা হত?

উওর : প্রাচীন মিশরের শাসনকর্তা অথবা রাজাদের ফ্যারাও বলা হত।।

13- কিউনিফর্ম লিপি কি?

উওর : প্রাচীন সুমেরীয়দের হাতে লেখা লিপি কিউনিফর্ম লিপি নামে পরিচিত।

14- সুমেরীয়রা কোন বৃক্ষকে জীবন বৃক্ষ বলতো?

উওর : সুমেরীয়রা খেজুর গাছকে জীবন বৃক্ষ বলতো। কারন তারা খেজুর গাছ থেকে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতেন।।

15- হোমো স্যাপিয়েন্স কথার অর্থ কি?

উওর : হোমো স্যাপিয়েন্স কথার অর্থ হল বুদ্ধিমান মানব।

16- প্রাচীনকালে ইরাক দেশটি কী নামে পরিচিত ছিল?

উওর : প্রাচীনকালে ইরাক দেশটি মেসোপটেমিয়া নামে পরিচিত ছিল।

17- জিগুরাত কি?

উওর : প্রাচীন সুমেরীয় সভ্যতায় বিভিন্ন দেবদেবীরকে উদ্দেশ্য করে বানানো বিভিন্ন উঁচু মন্দির গুলিকে জিগুরাত বলা হত।

18- প্রাচীন মিশরের সবচেয়ে উঁচু পিরামিডটি কার?

উওর : প্রাচীন মিশরের খুফুর পিরামিডটি টি সবচেয়ে উঁচু।

19- মানুষ সর্বপ্রথম কোন শস্যের চাষে অভ্যস্ত হয়েছিল?

উওর : মানুষ সর্বপ্রথম গম চাষে অভ্যস্ত হয়েছিল।

20- কোন ঐতিহাসিক মিশরকে নীলনদের দান বলে উল্লেখ করেছেন?

উওর ; ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীলনদের দান বলে উল্লেখ করেছেন।।।


Tags : একাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় | একাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর | আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ প্রশ্ন উত্তর | wb class 11 history question answer | class 11 history mcq suggestion | class 11 history saq suggestion 2022 | class 11 history suggestion 2022 | Class 11 history chapter 2 questions and answers in bengali | WB Class 11 history chapter 2  questions and answers in bengali

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top