অতিরিক্ত ভৌম জল ব্যবহারের কূপ্রভাবগুলি সম্পর্কে আলোচনা করো|| মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উত্তর

0

অতিরিক্ত ভৌম জল ব্যবহারের কূপ্রভাবগুলি সম্পর্কে আলোচনা করো|| মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উত্তর

অতিরিক্ত ভৌম জল ব্যবহারের কূপ্রভাবগুলি সম্পর্কে আলোচনা করো|| মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উত্তর


উওরঃ বর্তমান সময়ে আমরা বিভিন্ন কারণে ভৌম জল অতিরিক্ত পরিমাণে ব্যবহার করে ফেলেছি। এবং আমাদের এই অনিয়ন্ত্রিতভাবে অতিরিক্ত পরিমাণে ভৌম জল ব্যবহার করা বিষয়টা, ভবিষ্যতে আমাদেরকেই সংকটের মুখে ঠেলে দেবে।। অতিরিক্ত পরিমাণে ভৌমজল ব্যবহার করার ফলে, আমরা নানা সমস্যার সম্মুখীন হতে পারি।। তাই অতিরক্ত ভৌমজল ব্যবহারের কিছু কূপ্রভাব সম্পর্কে আমাদের সচেতন হওয়া দরকার।।

অতিরিক্ত ভৌমজল ব্যবহারের কিছু কূপ্রভাব -

ভৌম জলস্তরের পতনঃ  অনিয়ন্ত্রিতভাবে অতিরিক্ত পরিমাণে ভৌম জল ব্যবহার করলে আমাদের ভৌম জলস্তর ধীরে ধীরে নেমে যাবে। এবং একসময় ও নল ও নলকূপের মাধ্যমে আর জলই  পাওয়া যাবে না।

ভবিষ্যৎ প্রজন্মের সমস্যাঃ বর্তমানে অতিরিক্ত ভৌম জলের ব্যবহার ভবিষ্যৎ প্রজন্মের জন্য হয়তো কোনো জলই আর সঞ্চিত রাখবে না।।  যার ফলে ভবিষ্যত প্রজন্মকে বিরাট সমস্যার সম্মুখীন হতে হবে।

কৃষি কাজের ক্ষতিঃ অতিরিক্ত জলসেচের ফলে মৃত্তিকার নিম্ন স্তর থেকে লবণ সেচের  জলে দ্রবীভূত হয়ে কৌশিক প্রক্রিয়ায় মৃত্তিকার উপরে স্তরে এসে সঞ্চিত হয়।। আবার অনেক সময় মৃত্তিকার ক্ষারের পরিমাণ বেড়ে যায়। ফলে কৃষিকার্যে  অত্যধিক পরিমাণে ক্ষতি হয়।

আর্সেনিক ও অন্যান্য দূষণঃ ভূগর্ভস্থ জলের প্রকৃত গভীরতা, পরিমাণ ও মৃত্তিকা স্তর সম্বন্ধে বিস্তারিত অনুসন্ধান না করে অপরিমিতভাবে ভূগর্ভস্থ জলের ব্যবহার ভারতের অনেক জায়গায় আর্সেনিক দূষণ থেকে শুরু করে নানা রকম সমস্যা সৃষ্টি করেছে।

মরুভূমির সৃষ্টিঃ অত্যধিক পরিমাণে ভৌম জলের উত্তোলন বা ব্যবহার কোনো জায়গায় মরুভূমির সৃষ্টি করতে পারে।। একটি নির্দিষ্ট জায়গা থেকে অধিক পরিমাণে তার সমস্ত ভৌম জল তুলে নিলে সেই জায়গাটি জলশূন্য হয়ে পড়ে।। এবং ধীরে ধীরে তা মরুভূমিতে পরিনত হতে পারে।।

এছাড়াও কোনো জায়গা থেকে সেখানকার সমস্ত ভৌম জল বিভিন্ন ভাবে তুলে নিলে, যেই  জায়গায় ভূমিধসের সম্ভাবনা দেখা যায়।

Tags :

ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ অধ্যায়ের প্রশ্ন উত্তর | মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর ক্লাস টেন ভূগোল প্রশ্ন উত্তর | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | wb class 10 geography question answer | class 10 geography suggestion | class 10 geography notes


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top