দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কেন? | মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর

0

দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কেন? | মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর

দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কেন? | মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর


উওর : দক্ষিণ ভারতের বিভিন্ন জলাশয়ে মাধ্যমে জলসেচ পদ্ধতি অধিক প্রচলিত হওয়ার পেছনে অনেক কারণ আছে। সেই বিশেষ কারণ গুলির জন্যই দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত ।।

দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত হওয়ার পেছনে প্রধান কারণ -

জলাশয়ঃ দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জলাশয় তৈরি করে সেখানে জল সঞ্চয় করে রাখা হয়। এরপর সেই জলাশয়ের জল দীর্ঘ সময় ধরে সেচের মাধ্যমে ব্যবহার করা যায়।।  এর পেছনে কারণ হলো -  দাক্ষিণাত্য মালভূমির পাথরে ও অপ্রবেশ্য শিলাস্তর ভেদ করে সেখানকার জলাশয়ের জল খুব সহজেই মাটির গভীরে চলে যেতে পারে না।।  এবং এর ফলে সেখানে জলাশয় তৈরি করে তা সেচের মাধ্যমে ব্যবহার করা যায়।

নলকূপের অভাবঃ দাক্ষিণাত্য মালভূমিতে নুল ও নলকূপের সাহায্যে বিশেষ কোনো জলসেচ করা যায় না। এর কারণ হলো- দাক্ষিণাত্য মালভূমির কঠিন শিলাস্তর ভেদ করে সেখানে খুব বেশি পরিমাণে ভৌমজল সঞ্চিত হতে পারে না।। যার ফলে সেখানে নল ও নলকূপের প্রচলনও খুবই কম।

নদী-নালার জলের অভাবঃ দক্ষিণ ভারতের অধিকাংশ নদ-নদী গুলির বৃষ্টির জলে পুষ্ট বলে সারা বছর গুলিতে বিশেষ জল থাকে না। তাই এসব নদীগুলি সেচের কাজের জন্যও সবসময় ব্যবহার করা যায় না।

খালের আধিক্যঃ দক্ষিণ ভারতের অধিকাংশ নদ-নদী গুলি বৃষ্টির জলে পুষ্ট হওয়ায় তার মধ্যে সারা বছর জল থাকে না। যার ফলে কৃষকরা সেই নদী গুলো থেকে খালের মাধ্যমেও জলসেচ করতে পারেন না।। যার ফলে তাদের বিভিন্ন জলাশয়ের মাধ্যমেই জলসেচ করতে হয়।। প্রধানত এসব কারণেই দক্ষিণ ভারতের জলাশয়ের মাধ্যমেই জলসেচ অধিক প্রচলিত।।

Tags :

ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ অধ্যায়ের প্রশ্ন উত্তর | মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর ক্লাস টেন ভূগোল প্রশ্ন উত্তর | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | wb class 10 geography question answer | class 10 geography suggestion | class 10 geography notes


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top