তেলেনাপোতা আবিষ্কার গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। || তেলেনাপোতা আবিষ্কার বড় প্রশ্ন উত্তর

0

তেলেনাপোতা আবিষ্কার গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। || তেলেনাপোতা আবিষ্কার বড় প্রশ্ন উত্তর


তেলেনাপোতা আবিষ্কার গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। || তেলেনাপোতা আবিষ্কার বড় প্রশ্ন উত্তর

তেলেনাপোতা আবিষ্কার গল্পের নামকরণের সার্থকতা বিচার করো

ভূমিকাঃ প্রেমেন্দ্র মিত্রের রচিত তেলেনাপোতা আবিষ্কার গল্পটি মোটেও কোনো সাধারণ গল্প নয়। গল্পকথক বিভিন্নভাবে কাহিনীর বিন্যাস করে,যেভাবে সমস্ত বিষয়বস্তুকে তুলে ধরেছেন, তা এই গল্পকে একটি অসাধারণ গল্পে পরিণত করেছে।। তেলেনাপোতা আবিষ্কার গল্পটিকে আরও অসাধারণ করে তোলে এর নামকরণ। সাধারণ অর্থে আমরা গল্পের কাহিনী সঙ্গে এর নামকরণের কোন যোগসূত্র খুঁজে পাই না কিন্তু গল্পের মূলে গেলে আমরা তেলেনাপোতা আবিষ্কার গল্পের নামকরণের সার্থকতা খুঁজে পাই।

আবিষ্কার শব্দটির ব্যবহারঃ আবিষ্কার শব্দটিকে আমরা দুই ভাবে ব্যবহার করি। যথা Invention এবং Discovery। তেলেনাপোতা আবিষ্কার গল্পের নামকরণের ক্ষেত্রে গল্প কথক এই দুটি শব্দকেই ব্যবহার করেছেন।

প্রথমতঃ গল্পকথক ছিলেন কলকাতার বাবু সমাজের একজন সাধারন মানুষ। যার কাছে তেলেনাপোতা ছিলো একটি অজানা -অচেনা জায়গা। যখন তিনি নিজের দুই বন্ধুর সঙ্গে প্রথমবারের জন্য সেই অজগর পুরীতে বেড়াতে আসেন, তখন তিনি নামহীন সেই গ্রামটিকে, গ্রামের নানা বৈশিষ্ট্য এবং গ্রামের বিভিন্ন রূপকে তিনি নিজের দিক থেকে আবিষ্কার করেন। অর্থাৎ সেটা হয় তার Discovery। 

দ্বিতীয়তঃ তেলেনাপোতা পৌঁছানোর পর গল্পকথক বিভিন্ন পরিস্থিতিতে পড়ে, নিজের মধ্যে অথবা নিজের ভেতরে থাকা বিভিন্ন চারিত্রিক দিক গুলিকে নতুনভাবে আবিষ্কার করেন। যেমন - আবেগ প্রবন হয়ে যামিনীর মাকে,, যামিনীকে বিয়ে করার কথা দেওয়ার ক্ষেত্রে, গল্পকথক তার মধ্যে থাকা নতুন আবেগকে Invention অর্থে আবিষ্কার করেন।।

এছাড়াও অন্যান্য ক্ষেত্রে গল্পকথক আবিষ্কার শব্দটিকে বার বার বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন।। যেমন - আপনারাও একদিন আবিষ্কার করতে পারেন,  তেলেনাপোতা আবিষ্কার করতে হলে একদিন বিকেল বেলায়,  তেলেনাপোতা আবিষ্কার জন্য আরো দুজন বন্ধু ও সঙ্গী আপনার থাকা উচিত ইত্যাদি শব্দ বারবার ব্যবহার করে, গল্পকথক আবিষ্কার শব্দটিকে নামকরণের পর্যায়ে নিয়ে গিয়েছেন।। তাই তেলেনাপোতা গল্পের নামকরণ একদম সার্থক হয়েছে।।


Tags : তেলেনাপোতা আবিষ্কার বড় প্রশ্ন উত্তর | Class 11 Bengali Question Answer | Class 11 Bangali Notes | Class 11 Bengali Suggestion 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top