একাদশ শ্রেণির কর্তার ভূত গল্পের বড় প্রশ্ন উত্তর- "দেশের লোক ভারি নিশ্চিন্ত হল।"- কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? নিশ্চিন্ত হওয়ার কারণ কী?

0

 || 


একাদশ শ্রেণির কর্তার ভূত গল্পের বড় প্রশ্ন উত্তর | Class 11 Bengali Question Answer | Class 11 Bangali Notes | Class 11 Bengali Suggestion

একাদশ শ্রেণির কর্তার ভূত গল্পের বড় প্রশ্ন উত্তর-"দেশের লোক ভারি নিশ্চিন্ত হল।"- কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? নিশ্চিন্ত হওয়ার কারণ কী?

ভূমিকাঃ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'কর্তার ভুত' ছোটগল্পটি থেকে উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে।

গল্পের প্রধান চরিত্র বুড়ো কর্তার মরণকালে দেশের মানুষ খুব চিন্তিত হয়ে পড়েছিল। তারা বুঝে উঠতে পারছিল না যে বুড়ো কর্তার অবর্তমানে তাদের অবস্থা কী হবে! অর্থাৎ দেশ কার ভরসায় চলবে। অবশেষে বুড়োকর্তা যাতে মৃত্যুর পরেও ভূত হিসেবে দেশবাসীর ঘাড়ে চেপে থাকতে পারেন, এহেন বিধান দেবতারা দিলে দেশবাসী খুব নিশ্চিত বোধ করেছিল। উপরিউক্ত প্রসঙ্গেই উদ্ধৃতাংশের অবতারণা। 

আমাদের গ্রুপে জয়েন করতে ক্লিক করো

গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর প্রাচীনপন্থী মতাদর্শের ছত্রছায়ার শাসিত হওয়া ভারতবর্ষের কথা বলেছেন। যেখানে কুসংস্কার, অবিদ্যা, অন্ধ আনুগত্যেই মূল কথা। অন্ধ ধর্মপ্রেম যে দেশের চালিকাশক্তি। এই সমস্ত কিছুর প্রতিভূ 'বুড়ো কর্তার' মৃত্যুকাল উপস্থিত হলে দেশবাসী খুব চিন্তিত হয়ে পড়ে। দেবতার কাছে চলতে থাকে তাদের নানা অনুনয়-বিনয়। বুড়ো কর্তার মৃত্যুর মধ্যে দিয়ে আদিম চলা অর্থাৎ চোখবুজে চলার যুগের অবসান ঘটতে দেখলে, দেশবাসী দেশের ভবিষ্যৎ সম্পর্কে বেশ ঘাবড়ে যায়। এই পরিস্থিতিতে দেবতারা ঠিক করেন যে বুড়োকর্তা মৃত্যুর পরেও ভূত হয়ে দেশবাসীর ঘাড়ে চেপে থাকবেন ও দেশ পরিচালনা করবেন। কারণ মানুষের মৃত্যু হলেও ভূতের মৃত্যু নেই। এই বিধান বা আশ্বাসবাণী শুনেই দেশের লোক নিশ্চিত হয়েছিল।

আমাদের গ্রুপে জয়েন করতে ক্লিক করো


Tags : একাদশ শ্রেণির কর্তার ভূত গল্পের বড় প্রশ্ন উত্তর | Class 11 Bengali Question Answer | Class 11 Bangali Notes | Class 11 Bengali Suggestion 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top