একাদশ শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর | WB Class 11 History MCQ Question Answer
একাদশ শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় প্রশ্ন উওর |
আজকের এই পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় " রাষ্ট্রের প্রকৃতি ও তার শাসনযন্ত্র " থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক বা mcq প্রশ্ন-উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এর আগের পোস্টে আমরা একাদশ শ্রেণির ইতিহাস সাজেশন 2022 তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এবং তারপর আমরা একাদশ শ্রেণির ইতিহাস সাজেশন 2022 হিসেবে যে সমস্ত প্রশ্ন রেখেছিলাম, আর তার বেশিরভাগ প্রশ্নের উত্তর আমাদের ওয়েবসাইটে করে দেওয়া হয়েছে। সুতরাং তোমরা চাইলে তার উওর সেখান থেকে দেখে নিতে পারো।।
একাদশ শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর | WB Class 11 History MCQ Question Answer
1. কাকে ‘ভারত ইতিহাসের ম্যাকিয়াভেলি' বলা হয়?
A- চন্দ্রগুপ্ত মৌর্যকে
B- কৌটিলাকে
C- অশোককে
D- আলাউদ্দিন খলজিকে
উওর : কৌটিলাকে
2. অর্থশাস্ত্রে কয় প্রকার বিবাহের উল্লেখ আছে?
A- ১৬
B- ৯
C- ৮
D- ১২
উওর : ৮
3. 'ফতোয়া-ই-জাহান্দারি' গ্রন্থের রচয়িতা হলেন—
A- ইসামি
B- সিরাজ
C- বরনি
D- আফিফ
উওর : বরনি
4. ‘ফতোয়া-ই-জাহান্দারি’ গ্রন্থের মূল আলোচ্য বিষয় হল
A- রাষ্ট্রনীতি
B - ধর্ম
C- সমাজ
D - অর্থনীতি
5. কোন্ দেশের রাজতন্ত্রকে দিল্লি সুলতানির অনুসরণ করা উচিত বলে বরনি মনে করতেন?
A- মিশরের
B- স্পেনের
C- আরবের
D- পারস্যের
উওর : পারস্যের
6. কবে বাগদাদের খলিফাতন্ত্রের পতন ঘটে?
A- ১১৯২খ্রি.
B- ১২০৬ খ্রি.
C- ১২৫৮ খ্রি.
D- ১২৯৬ খ্রি.
উওর : ১২৫৮ খ্রি.
7. দিল্লির কোন্ সুলতান সর্বপ্রথম খলিফার স্বীকৃতি পান?
A- কুতুবউদ্দিন আইবক
B- ইলতুৎমিস
C- বলবন
D- আলাউদ্দিন খলজি
উওর : ইলতুৎমিস
8. 'অ্যাক্ট অফ সুপ্রিমেসি' নামে আইনটি কবে পাস হয়?
A-১৪৮৫ খ্রি.
B- ১৫৩৪ খ্রি.
C- ১৫৩৬ খ্রি.
D- ১৫৪৯ খ্রি.
উওর : ১৫৩৪ খ্রি.
9. কোন্ রাষ্ট্রচিন্তাবিদ বিভিন্ন রাষ্ট্রকে নিয়ে রাষ্ট্র-সমবায় গঠনের স্বপ্ন দেখতেন
A-প্লেটো
B- টমাস ক্রমওয়েল
C- সিসেরো
D - রুশো
উওর : সিসেরো
10. কবে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংঘটিত হয়?
A-১৫৩৪ খ্রি.
B- ১৫৪৯ খ্রি.
C- ১৬০২ খ্রি.
D- ১৬৮৮ খ্রি.
উওর : ১৬৮৮ খ্রি.
11. বিশেষ ধরনের টুপি ব্যবহার করতেন -
A- ম্যান্ডারিনরা
B- স্যাট্রাপরা
C- মনসবদাররা
D- ইক্তাদাররা
উওর : ম্যান্ডারিনরা
12. কোন্ সম্রাট মনসবদারি প্রথার প্রচলন করেন?
A- আলাউদ্দিন খলজি
B- ইস্তাদাররা
C- জাহাঙ্গীর
D- আকবর
উওর : আকবর
13. কৌটিল্যের অপর নাম হল
A- চাণক্য
B- শ্যাম শাস্ত্রী
C- বিরুশর্মা
D- রাধাগুপ্ত
উওর : চাণক্য।
14. কৌটিল্যের মতে—
A- সীমান্তবর্তী প্রতিবেশী হল স্বভাবজাত মিত্র
B- সীমান্তবর্তী প্রতিবেশী হল স্বভাবজাত শত্ৰু
C- শান্তিই যুদ্ধের সৃষ্টি করে।
D- রাজা হবেন স্বেচ্ছাচারী
উওর : সীমান্তবর্তী প্রতিবেশী হল স্বভাবজাত শত্ৰু
15. অর্থশাস্ত্র অনুসারে-
A- রাজা তাঁর প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে মিত্রতা বজায় রাখবেন।
B- রাজা হবেন সাম্রাজ্যবাদী
C- রাজা হবেন কুটনীতিপরায়ণ
D- রাজা দরিদ্র মেয়েদের বিবাহদানের ব্যবস্থা করবেন
উওর : রাজা তাঁর প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে মিত্রতা বজায় রাখবেন।
16. জিয়াউদ্দিন বরনি মনে করেন যে—
A- ধর্মীয় বিষয়ে রাষ্ট্রের হস্তক্ষেপ করা অনুচিত।
B- রাজা ও সভাসদদের মধ্যে সাম্য প্রতিষ্ঠার জন্য রাজার হস্ত ও প্রচুম্বন প্রথা বাতিল হওয়া উচিত
C- রাজার বংশকৌলীন্য থাকা উচিত
D- রাষ্ট্রের বিচারের ফল সর্বদা রাজার পক্ষে থাকা উচিত
উওর : রাজার বংশকৌলীন্য থাকা উচিত
17.সিসেরো ছিলেন -
A- একজন প্রখ্যাত রোমান আইনজ্ঞ
B- অ্যারিস্টটুলের ছাত্র
C - একজন রোমান শাসক
Ð- একজন রোমান বিচারক
উওর : একজন প্রখ্যাত রোমান আইনজ্ঞ
18. সপ্তম হেনরি কর্তৃক প্রতিষ্ঠিত রাজতন্ত্রকে -
A- নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলা
B- স্টুয়ার্ট রাজতন্ত্র বলা হয়। হয়
C- মধ্যবিত্ত শ্রেণির রাজতন্ত্র বলা হয় D- নতুন রাজতন্ত্র' বলা হয়।
উওর : নতুন রাজতন্ত্র' বলা হয়।
19. ইংল্যান্ডে নতুন রাজতন্ত্রের কালে অন্যতম বৈশিষ্ট্য হল -
A- বিচারবিভাগের ক্ষমতা হ্রাস
B- ধর্মসংস্কার আন্দোলনের সূত্রপাত
C- পার্লামেন্টের ক্ষমতা হ্রাস
D- সামাজিক স্থবিরতা
উওর : ধর্মসংস্কার আন্দোলনের সূত্রপাত
20. টমাস ক্রমওয়েল অ্যাক্ট অব সুপ্রিমেসি' নামক আইনের দ্বারা -
A- বড়ো মঠগুলি বাজেয়াপ্ত করেন
B- ছোটো মঠগুলির ওপর আধিপত্য বৃদ্ধি করেন
C- মঠের বিপুল পরিমাণ সম্পত্তি নিজের আত্মীয়দের দান করেন।
D- বিদ্রোহী নেতাদের মৃত্যুদণ্ড বা কারাদণ্ড দেন।
উওর : ছোটো মঠগুলির ওপর আধিপত্য বৃদ্ধি করেন
21. কৌটিলা ছিলেন___প্রধানমন্ত্রী।
A- চন্দ্রগুপ্ত মৌর্যের
B- অশোকের
C- বিন্দুসারের
D- সমুদ্রগুপ্তের যুগের
উওর : চন্দ্রগুপ্ত মৌর্যের
21. জিয়াউদ্দিন বরনি ছিলেন____ যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক।
A- আদি-মধ্য
B- সুলতানি
C- মোগল
D- গুপ্ত
উওর : সুলতানি
22. ড. শ্যামশাস্ত্রী ১৯০৫ খ্রিস্টাব্দে____ গ্রন্থটি আবিষ্কার করেন।
A- অর্থশাস্ত্র
B- মুদ্রারাক্ষস
C- ফতোয়া-ই-জাহান্দারু
D- রাজতরঙ্গিণী
উওর : অর্থশাস্ত্র
23. অর্থশাস্ত্রে কৌটিল্য রাষ্ট্রের_____টি অঙ্গের কথা বলেছেন।
A- 7 টি
B- 8 টি
C- 9 টি
D- 18 টি
উওর : 7 টি
24.সিসেরো _____ শাসনের সমর্থক ছিলেন।
A- রাজতান্ত্রিক
B- প্রজাতান্ত্রিক
C- নৈরাজ্যবাদী
D- অভিজাত তান্ত্রিক
উওর : প্রজাতান্ত্রিক
25. দ্য প্রিপ' গ্রন্থটির রচয়িতা হলেন -
A- ম্যাকিয়াভেলি
B- টমাস ক্রমওয়ে
C- হবস
D- রুশো
উওর : ম্যাকিয়াভেলি
26- আধুনিক রাষ্ট্রচিন্তার জনক' নামে পরিচিত -
A- ম্যাকিয়াভেলি
B- টমাস ক্রমওয়ে
C- হবস
D- রুশো
উওর : ম্যাকিয়াভেলি
আশা করি, আজকের এই ব্লগ পোস্টে ক্লাস 11 ইতিহাস চতুর্থ অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি এবং তার শাসনযন্ত্র থেকে যে সব এমসিকিউ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, তা তোমাদের ভালো লেগেছে। ক্লাস 11 এর ইতিহাসের এই প্রশ্ন উওর গুলো যদি তোমাদের ভালো লাগে,তাহলে আমাদের ওয়েবসাইটে একাদশ শ্রেণির ইতিহাস বড় প্রশ্ন উওর হিসাবে অনেক পোস্ট করা রয়েছে। তোমরা চাইলে সেগুলো দেখতে পারো।
Tags :