সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের 110 + প্রশ্ন উওর | ক্লাস 10 ইতিহাস | সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রশ্ন উওর
আজকে আমরা দশম শ্রেণীর( wb class 10 ) ছাত্রছাত্রীদের জন্য তাদের ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায়ের " সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা " থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমরা ক্লাস টেনের ইতিহাস ( wb class 10 history ) দ্বিতীয় অধ্যায় " সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা " থেকে সেই সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ( wb class 10 history 2nd chapter saq question answer ) গুলো শেয়ার করবো, যেই প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় " সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা " অধ্যায় থেকে এসে থাকে। এবং চেষ্টা করবো দশম শ্রেণির ছাত্রছাত্রীদের 2nd অধ্যায় থেকে যাতে এমন কোন অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বাদ না যায়,যেগুলো তাদের সমস্যা তৈরি করতে পারে।। " সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের 110 + প্রশ্ন উওর | ক্লাস 10 ইতিহাস | সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রশ্ন উওর "
ক্লাস 10 এর ইতিহাস " সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা " অধ্যায়ের mcq history question answer গুলো,তোমরা এই অধ্যায়ের Online history mcq test / class 10 history online test থেকে পেয়ে যাবে।
সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের 110 + প্রশ্ন উওর | ক্লাস 10 ইতিহাস | সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রশ্ন উওর
1 - বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্রিকা কোনটি?
উওর: বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্রিকা হলো সমাচার দর্পন।
2- ভারতের প্রথম সাপ্তাহিক পএিকা কোনটি?
উওর- বেঙ্গল গেজেট।
3 - বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উওর : বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি।
4 - কত খ্রিষ্টাব্দে বেঙ্গল গেজেট পত্রিকাটির প্রথম প্রকাশ ঘটে?
উওর ; 1780 খ্রিষ্টাব্দে।
5- ভারতের প্রথম বাংলা দৈনিক সংবাদ কোনটি?
উওর- ভারতের প্রথম বাংলা দৈনিক সংবাদ হলো " সংবাদ প্রভাকর"।
6 - সংবাদ প্রভাকরের সম্পাদক কে ছিলেন?
উওর ; ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন সংবাদ প্রভাকরের সম্পাদক।
7- বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পএিকার নাম কোনটি ?
উওর- " দিগদর্শন " হল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পএিকা।
8 - দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উওর : জোশুয়া মার্শম্যান।
9 - কত খ্রিষ্টাব্দে দিগদর্শন পত্রিকাটির প্রথম প্রকাশ ঘটে?
উওর : 1818 খ্রিষ্টাব্দে।
10 - ভারতের প্রথম সাপ্তাহিক বাংলা সংবাদপত্রের নাম লেখো।
উওর : সমাচার দর্পন হলো ভারতের প্রথম সাপ্তাহিক বাংলা সংবাদপত্র।
11 - কত খ্রিষ্টাব্দে সমাচার দর্পন পত্রিকাটির প্রথম প্রকাশ ঘটে
উওর : 1818 খ্রিষ্টাব্দে।
12 - সমাচার দর্পন পত্রিকাটির সম্পাদকের নাম লেখো।
উওর : জোশুয়া মার্শম্যান।
13 - বামাবোধিনী সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করা হয়?
উওর : ১৮৬৩ খ্রিষ্টাব্দের।
14- কে বামাবোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন?
উওর : উমেশচন্দ্র দত্ত বামাবোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন।
15- কত খ্রিস্টাব্দে বামাবোধিনী পত্রিকাটির প্রথম প্রকাশ ঘটেছিল?
উওর : ১৮৬৩ খ্রিষ্টাব্দের আগস্ট মাসে।
16- বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উওর : বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দও।
17 - হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি প্রথম কবে প্রকাশিত হয়েছিল ?
উওর: ১৮৫৩ খ্রিষ্টাব্দের ৬ ই জানুয়ারি।।
18 - হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম প্রকাশক কে ছিলেন?
উওর : হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম প্রকাশক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ।
19- হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাতে কোন ভাষায় সংবাদ প্রকাশ হতো?
উওর : হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাতে ইংরেজি ভাষায় সংবাদ প্রকাশ হতো।
20 - হিন্দুপ্যাট্রিয়ট পত্রিকাটি সাপ্তাহিক ছিল ____ পত্রিকা।
উওর : হিন্দুপ্যাট্রিয়ট পত্রিকাটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা।
21 - হরিশচন্দ্র মুখোপাধ্যায় কত খ্রিস্টাব্দে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হিসাবে দায়িত্ব গ্রহন করেন?
উওর: হরিশচন্দ্র 1854 খ্রিষ্টাব্দে সম্পাদক হিসাবে দায়িত্ব গ্রহন করেন।
19 - হরিশচন্দ্র মুখোপাধ্যায় কত খ্রিস্টাব্দে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মুখ্য সম্পাদকের পদ অলংকৃত করেন?
উওর : 1855 খ্রিষ্টাব্দে।
20 - হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি কত খ্রিস্টাব্দে সাপ্তাহিক থেকে দৈনিক পত্রিকায় পরিণত হয়?
উওর: 1892 খ্রিষ্টাব্দের 16 ই মার্চ।
21 - তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উওর : দেবেন্দ্রনাথ ঠাকুর।
21 - " হুতোম প্যাঁচার নকশা " - গ্রন্থটি কার রচনা??
উওর : সাহিত্যিক কালীপ্রসন্ন সিংহ।
22 - হুতোম প্যাঁচার নকশা গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়??
উওর : 1864 খ্রিষ্টাব্দে।
23- গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উওর : গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার।
24- কত খ্রিস্টাব্দে গ্রামবার্তা প্রকাশিকা প্রমম প্রকাশিত হয়??
উওর : 1863 খ্রিষ্টাব্দে।
25 - কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়?
উওর : গ্রামবার্তা প্রকাশিকা পএিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়।
26- কত খ্রিস্টাব্দে গ্রামবার্তা প্রকাশিকা বন্ধ হয়ে যায়?
উওর : 1884 খ্রিষ্টাব্দে।
27 - 1884 খ্রিস্টাব্দে গ্রামবার্তা প্রকাশিকা বন্ধ হয়ে যাওয়ার প্রধান কারণ কি ছিল?
উওর : কাঙাল হরিনাথ মজুমদারের আর্থিক দুরবস্থা বা সংকটের কারণে, তিনি আর এই পত্রিকাটির প্রকাশনা সচল রাখতে পারেননি।
28 - হুতোম প্যাঁচার নকশা গ্রন্থটির রচয়িতা কে?
উওর : কালীপ্রসন্ন সিংহ।
29- হুতোম প্যাঁচার নকশা গ্রন্থের আমরা কলকাতার কোন সম্প্রদায়কে দেখতে পাই??
উওর : কলকাতার বাবু সম্প্রদায়কে।
30 - নীলদর্পণ নাটকটির রচয়িতা কে?
উওর.: দীনবন্ধু মিত্র।
31 - নীলদর্পণ নাটকটি কিসের উপর ভিত্তি করে লেখা হয়েছিল??
উওর : 1859-60 খ্রিস্টাব্দের নীল বিদ্রোহের উপর ভিত্তি করে।
32- নীলদর্পণ নাটকটি প্রথম কবে প্রকাশিত হয়?
উওর : 1860 খ্রিষ্টাব্দে।
33 - নীলদর্পণ নাটকটি প্রথম কোথায় প্রকাশিত হয়?
উওর : ঢাকায়।
উওর : মাইকেল মধুসূদন দত্ত।
35- নীলদর্পণ নাটকটের ইংরেজি প্রকাশকের নাম কী?
উওর : রেভারেন্ড জেমস লঙ।
36- ব্রিটিশ সরকার কত খ্রিস্টাব্দে সনদ আইন পাস করে??
উওর : 1813 খ্রিষ্টাব্দে।
37- কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে ভারতের শিক্ষা খাতে প্রতি বছর এক লক্ষ টাকা ব্যয় করার কথা ঘোষণা করা হয়?
উওর: 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট এর মাধ্যমে।
38- কত খ্রিস্টাব্দে কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন বা জনশিক্ষা কমিটি গঠিত হয়??
উওর : 1823 খ্রিষ্টাব্দে।
39 - ভারতে কবে পাশ্চাত্য শিক্ষা নীতি সরকারি ভাবে গ্রহণ করা হয়?
উওর : 1835 খ্রিষ্টাব্দে।
40- ভারতে কত খ্রিস্টাব্দে প্রাচ্য এবং পাশ্চাত্যবাদী দ্বন্দ্বের অবসান ঘটে?
উওর : 1835 খ্রিস্টাব্দের 7 ই মার্চ.
41- জনশিক্ষা কমিটি বা কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন এর সভাপতি কে ছিলেন?
উওর : টমাস ব্যাবিংটন মেকলে।
42- টমাস বেবিংটন মেকলে কত খ্রিস্টাব্দে তার মেকলে মিনিট পেশ করেন?
উওর: 1835 খ্রিষ্টাব্দের 2 ই ফেব্রুয়ারি।
43 - কাকে ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা বলা হয়??
উওর : উডের ডেসপ্যাচ কে।
44 - কত খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়?
উওর : 1854 খ্রিষ্টাব্দে।
45- উডের ডেসপ্যাচ এর প্রণেতা কে??
উওর : চার্লস উড।
46- চার্লস উড কে ছিলেন??
উওর : চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোল এর সভাপতি এবং উডের ডেসপ্যাচ এর প্রণেতা।
47- চার্লস উডের সুপারিশ মেনে কবে সরকারি শিক্ষা দপ্তর খোলা হয়?
উওর : 1855 খ্রিষ্টাব্দে।
48- ভারতে কত খ্রিস্টাব্দে হান্টার কমিশন নিযুক্ত হয়?
উওর : 1872 খ্রিষ্টাব্দে।
49- কত খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করা হয়?
উওর : 1817 খ্রিষ্টাব্দে।
50 - কে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন?
উওর : ডেভিড হেয়ার।
51 - কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?
উওর : 1817 খ্রিস্টাব্দে।
52- হিন্দু কলেজ পরবর্তীকালে কী নামে পরিচিত হয়?
উওর : প্রেসিডেন্সি কলেজ।
53 - হিন্দু কলেজের বর্তমান নাম কী?
উওর : প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।
54- প্রেসিডেন্সি কলেজের বিদ্যালয় শিক্ষা বিভাগটি কী নামে পরিচিত?
উওর: হিন্দুস্কুল নামে পরিচিত।
55- কে " হেয়ার স্কুল " প্রতিষ্ঠা করেছিলেন?
উওর: ডেভিড হেয়ার।
56- ডেভিড হেয়ার কত খ্রিস্টাব্দে হেয়ার স্কুল প্রতিষ্ঠা করেছিলেন?
উওর : 1818 খ্রিষ্টাব্দে।
57- হেয়ার স্কুল এর পূর্ব নাম কী ছিল?
উওর : পটলডাঙ্গা একাডেমি।
58- কে এবং কত খ্রিস্টাব্দে অরিয়েন্টাল সেমিনারি প্রতিষ্ঠা করেছিলেন?
উওর : গৌরমোহন আঢ্য 1828 খ্রিস্টাব্দে ওরিয়েন্টাল সেমিনারি প্রতিষ্ঠা করেছিলেন।
59- কত খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল?
উওর : 1781 খ্রিষ্টাব্দে।
60- কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল?
উওর : 1784 খ্রিষ্টাব্দে।
61- কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল?
উওর : 1800 খ্রিষ্টাব্দে।
62- কত খ্রিস্টাব্দে " বারাণসী সংস্কৃত কলেজ " প্রতিষ্ঠা করা হয়েছিল?
উওর : 1792 খ্রিষ্টাব্দে।
63 - কত খ্রিস্টাব্দে সেন্ট জেভিয়ার্স কলেজ প্রতিষ্ঠা করা হয়?
উওর : 1835 খ্রিষ্টাব্দে।
64- কত খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন - প্রতিষ্ঠিত হয়েছিল?
উওর : 1830 খ্রিষ্টাব্দে।
65- জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম কী?
উওর : স্কটিশ চার্চ কলেজ।
66- জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন?,
উওর ; আলেকজান্ডার ডাফ।
67- ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি?
উওর : কলকাতা বিশ্ববিদ্যালয়।
68 - ভারতে কত খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়?
উওর : 1857 খ্রিষ্টাব্দের 24 ই জানুয়ারি।
69 - কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন?
উওর : লর্ড ক্যানিং।
70- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
উওর : জেমস উইলিয়াম কোলভিন।।
71 - কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?
উওর : স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।
72 - কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক কারা?
উওর: কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং জদুনাথ বোস।
73 - কত খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়?
উওর : 1835 খ্রিষ্টাব্দের 28 ই জানুয়ারি।
74- কলকাতা মেডিকেল কলেজের প্রথম মুসলিম গ্রাজুয়েট ছাত্র কে?
উওর : রহিম খান।
75 - মধুসুদন দও বিখ্যাত কেন?
উওর : কারণ মধুসূদন গুপ্ত ছিলেন প্রথম যিনি প্রথম ভারতীয় শল্যচিকিৎসক হিসেবে শব ব্যবচ্ছেদ। করেছিলেন।
76 - বাংলার প্রথম মহিলা স্নাতক কারা?
উওর : চন্দ্রমুখি বসু ও কাদম্বিনী গাঙ্গুলী।
77 - ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কী?
উওর : কাদম্বিনী গঙ্গোপাধ্যায়।
78- কে এবং কত খ্রিস্টাব্দে ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত করেছিলেন?
উওর : জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন সাহেব আঠার 1849 খ্রিস্টাব্দে ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত করেছিলেন।
79- ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোনটি?
উওর : হিন্দু বালিকা বিদ্যালয়।
80- হিন্দু বালিকা বিদ্যালয় বর্তমান নাম কী?
উওর : বেথুন স্কুল।
81- রাজা রামমোহন রায় কত খ্রিস্টাব্দে " অ্যাংলো হিন্দু স্কুল " প্রতিষ্ঠা করেছিলেন?
উওর : 1815 খ্রিষ্টাব্দে।
82- কত খ্রিস্টাব্দে শ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশন প্রতিষ্ঠা করা হয়েছিল?
উওর : 1800 খ্রিষ্টাব্দে।
83 - কত খ্রিস্টাব্দে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়?
উওর ; 1818 খ্রিষ্টাব্দে।
84- কাদের উদ্যোগে শ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশন কলেজ প্রতিষ্ঠিত হয়?
উওর : শ্রীরামপুর মিশনারীদের উদ্যোগ।
85- কাদের শ্রীরামপুর ত্রয়ী বলা হত?
উওর : উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ড - কে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হত।
86-রাজা রামমোহন রায় কত খ্রিস্টাব্দে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন?
উওর : 1826 খ্রিষ্টাব্দে।
87 - " স্ত্রীশিক্ষা বিধায়ক " নামক পুস্তিকাটি প্রকাশ করেন?
উওর : রাজা রাধাকান্ত দেব।।
88 - রাজা রামমোহন রায় কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন?
উওর : 1828 খ্রিস্টাব্দে।
89- কাকে ভারতের নবজাগরণের অগ্রদূত বলা হয়?
উওর : " রাজা রামমোহন রায় "- কে।
90- তত্ত্ববোধিনী পএিকার সম্পাদক কে ছিলেন?
উওর : মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।
91 - ব্রাহ্মসমাজের কে ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন?
উওর: কেশবচন্দ্র সেন।
93- কেসবচন্দে সেনকে - কে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন?
উওর ; দেবেন্দ্রনাথ ঠাকুর।
93- কত খ্রিস্টাব্দে তিন আইন পাশ হয়?
উওর : 1872 খ্রিষ্টাব্দে।
92- কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদ করা হয়?
উওর : 1829 খ্রিষ্টাব্দে 4 ই ডিসেম্বর।
93 - কোন বড়লাটের আমলে সতীদাহ প্রথা রদ করা হয়?
উওর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এর আমলে।
94 - কত খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ হয়?
উওর : 1856 খ্রিস্টাব্দের 16 ই জুলাই বিধবাবিবাহ আইন পাশ করা হয়।
95 - কে বিধবাবিবাহ আইন পাস করেছিলেন?
উওর: লর্ড ক্যানিং।
96 - ডিরোজিও ও তা অনুগামীরা কী নামে পরিচিত ছিল?,
উওর : ইয়ংবেঙ্গল গোষ্ঠী বা নব্যবঙ্গ গোষ্ঠী।
97 - কত খ্রিস্টাব্দে এবং কে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন?
উওর : 1828 খ্রিস্টাব্দে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।
98 - " যত মত তত পথ " বাণীটি কার?
উওর : শ্রীরামকৃষ্ণ দেবের।
99 - কত খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়?
উওর ; 1897 খ্রিস্টাব্দে।
100 - রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন?
উওর : স্বামী বিবেকানন্দ।
101 - Man Making Religion কথাটি কে বলেছিলেন?
উওর : স্বামী বিবেকানন্দ।
102 - স্বামী বিবেকানন্দ কত খ্রিস্টাব্দে শিকাগোয় বক্তৃতা দিয়েছিলেন?.
উওর; 1893 খ্রিষ্টাব্দের 11 ই সেপ্টেম্বর।
103 - বাংলার কোন শতকের নবজাগরণের যুগ বলা হয়?
উওর : উনিশ শতক-কে।
104 - বাংলার নবজাগরণের প্রাণকেন্দ্র কোথায় ছিল?
উওর : কলকাতা।।
105 - কে নববিধান প্রতিষ্ঠা করেছিলেন?
উওর : কেশবচন্দ্র সেন।
106- কে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন?
উওর : রাজা রামমোহন রায়।।
107- কে রামমোহন রায়কে রাজা উপাধি দেন?
উওর : মোগল সম্রাট দ্বিতীয় আকবর।
108 - লালন ফকির কে ছিলেন?
উওর : লালন ফকির ছিলেন একজন মানবতাবাদী ও অসংখ্য বাউল গানের রচয়িতা।
109 - কেশবচন্দ্র সেন সম্পাদিত পত্রিকাটির নাম কী?
উওর : ইন্ডিয়ান মিরর।।
110- গোঁসাইজী নামে কে পরিচিত ছিলেন?
উওর : বিজয়কৃষ্ণ গোস্বামী।
সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের 110 + প্রশ্ন উওর | ক্লাস 10 ইতিহাস | সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রশ্ন উওর
◆ সত্য-মিথ্যা নির্ণয় করো ◆
1 - বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন গিরিশ চন্দ্র ঘোষ।
উওর : মিথ্যা।
2 - হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়।
উওর : মিথ্যা।
3- হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি রচয়িতা হলেন কালীপ্রসন্ন সিংহ।
উওর: সত্য।
4- নীলদর্পণ নাটকটি প্রকাশিত হয়েছিল 1864 খ্রিষ্টাব্দে।
উওর : মিথ্যা।
5- নীলদর্পণ নাটকটের ইংরেজি অনুবাদক হলেন জেমস লং।
উওর: মিথ্যা।
6- গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার।
উওর : সত্য।
7 - জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয় 1823 খ্রিষ্টাব্দে।
উওর : সত্য।
8 - গ্রামবার্তা প্রকাশিকাকে গ্রামীন সংবাদ পত্রের জনক বলা হয়।
উওর : সত্য।
9- পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম হেয়ার স্কুল।
উওর : সত্য।
10- কলকাতা মেডিকেল কলেজে প্রথম শব ব্যবচ্ছেদ করেন মধুসূদন গুপ্ত।
উওর: সত্য।
11- শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন।
উওর: মিথ্যা।
12- রাজা রামমোহন রায় কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন।
উওর : মিথ্যা।
13- নববিধান প্রতিষ্ঠা করেন কেশব চন্দ্র সেন।
উওর : সত্য।
সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের 110 + প্রশ্ন উওর | ক্লাস 10 ইতিহাস | সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রশ্ন উওর
◆ নিম্নলিখিত বিবৃতি গুলির মধ্যে সঠিক ব্যাখা নির্বাচন করা। ◆
বিবৃতি 1 - কালীপ্রসন্ন সিংহ রচিত হুতোম প্যাঁচার নকশা একটি উৎকৃষ্ট রচনা -
• এটি প্যাঁচার উপর লেখা মূল্যবান গ্রন্থ।
• সমসাময়িক কলকাতার সমাজজীবনের সুস্পষ্ট প্রতিফলন।
• এটি একটি হাস্যরসাত্মক রচনা।
উওর : সমসাময়িক কলকাতার সমাজজীবনের সুস্পষ্ট প্রতিফলন।
বিবৃতি 2 - রাজা রামমোহন রায়ের লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন -
• সতীদাহ প্রথা বন্ধ করার জন্য।
• ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার আবেদন হিসেবে।
• ভারতে সংস্কৃত শিক্ষা বিস্তারের উদ্যোগী হওয়ার আবেদন হিসেবে।
উওর : ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগী হওয়ার আবেদন হিসেবে।
বিবৃতি 3 - হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওকে হিন্দু কলেজ ত্যাগ করতে হয়েছিল -
• তার শিক্ষকতায় খামতি থাকার জন্য।
• ছাত্রদের মধ্যে প্রগতিশীল মনোভাব সঞ্চারের জন্য।
• শারীরিক সমস্যার জন্য
উওর : ছাত্রদের মধ্যে প্রগতিশীল মনোভাব সঞ্চারের জন্য।
বিবৃতি 4 - উনিশ শতকে বাংলায় যুক্তিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল -
• বাংলায় সাহিত্য,শিক্ষা ও সমাজ ওধর্ম সংস্কারের নবযুগ প্রতিষ্ঠিত হয়েছিল।
• সমাজে কোনো উন্নতি হয়নি।
• শুধুমাত্র সাহিত্যে পরিবর্তন এসেছিল।
উওর : বাংলায় সাহিত্য,শিক্ষা ও সমাজ ওধর্ম সংস্কারের নবযুগ প্রতিষ্ঠিত হয়েছিল
বিবৃতি 5 - উনিশ শতকের বাংলার নবজাগরণের ঘটনা একটি প্রতারণা মাত্র।
• এর ফলে সঠিক জাগরণ ঘটেনি।
• মানুষ কুসংস্কার মুক্ত হয়নি।
• পাশ্চাত্য শিক্ষিত মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল।
উওর : পাশ্চাত্য শিক্ষিত মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল।
বিবৃতি 6 - জনশিক্ষা কমিটির পক্ষ থেকে মেকলে মিনিট প্রকাশিত হয়েছিল।
• তিনি ভারতে খ্রিস্টান ধর্মের প্রসার ঘটাতে চেয়ে ছিলেন।
• তিনি ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাতে চেয়েছিলেন।
• তিনি ভারতের সংস্কার আন্দোলন শুরু করতে চেয়ে ছিলেন।
উওর : তিনি ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাতে চেয়েছিলেন।
দশম শ্রেণির ইতিহাস ( wb class 10 history ) দ্বিতীয় অধ্যায়ের " সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে আজকে আমরা যেই " সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের 110 + প্রশ্ন উওর | ক্লাস 10 ইতিহাস | সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রশ্ন উওর " ( class 10 history question answer ) তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তার বাইরেও " সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা " অধ্যায় থেকে আরও বহু প্রশ্ন উত্তর হতে পারে। একটি পোষ্টের মাধ্যমে সেই সমস্ত প্রশ্ন উত্তর শেয়ার করা সম্ভব নয়। তাই ইতিহাসের ধারণা অধ্যায়ের বাকি প্রশ্ন উত্তর গুলো আমরা পরবর্তী অন্য কোনো একটি পোস্টের মাধ্যমে তা তোমাদের সঙ্গে শেয়ার করবো।।
Tags :