ইতিহাসের ধারণা অধ্যায়ের saq প্রশ্ন উত্তর | wb class 10 history 1st chapter saq question answer

0

ইতিহাসের ধারণা অধ্যায়ের saq প্রশ্ন উত্তর | wb class 10 history 1st chapter saq question answer


ইতিহাসের ধারণা অধ্যায়ের saq প্রশ্ন উত্তর | wb class 10 history 1st chapter saq question answer
ইতিহাসের ধারণা অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 


আজকে আমরা দশম শ্রেণীর( wb class 10 ) ছাত্রছাত্রীদের জন্য তাদের ইতিহাস বইয়ের প্রথম অধ্যায়ের " ইতিহাসের ধারণা " থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর তোমাদের সাথে শেয়ার করবো। 
আজকে আমরা ক্লাস টেনের ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে সেই সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ( wb class 10 history 1st chapter saq question answer )

গুলো শেয়ার করবো, যেই প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় " ইতিহাসের ধারণা " অধ্যায় থেকে এসে থাকে। এবং চেষ্টা করবো দশম শ্রেণির ছাত্রছাত্রীদের প্রথম অধ্যায় থেকে যাতে এমন কোন অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বাদ না যায়,যেগুলো তাদের সমস্যা তৈরি করতে পারে।।


ইতিহাসের ধারণা অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | ইতিহাসের ধারণা অধ্যায়ের saq|wb class 10 history 1st chapter saq question answer


1 - কাকে ইতিহাসের জনক বলা হয়?

উওর : হেরোডোটাস কে

2- কাকের বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয়?

উওর : থুকিডিডিস কে

3 - কত খ্রিস্টাব্দে অ্যানালস পত্রিকা প্রকাশিত হয়?

উওর : 1929

4 - অ্যানালস পত্রিকার প্রকাশক কারা?
উওর : মার্ক ব্লক এবং লুসিয়েন ফেবর

5 - কে সর্বপ্রথম ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেছিলেন?

উওর : রনজিৎ গুহ

6 - কবে নতুন সামাজিক ইতিহাসচর্চার শুরু হয়?

উওর ; 1960 এর দশকে।

7 - ভারতে কত খ্রিস্টাব্দে ক্রিকেট খেলা শুরু হয়?

উওর : 1721 খ্রিষ্টাব্দে।

8 - কত খ্রিস্টাব্দে আধুনিক অলিম্পিক খেলা শুরু হয়?

উওর : 1896 খ্রিষ্টাব্দে।

9 - কত খ্রিস্টাব্দে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল?

উওর : 1877 খ্রিষ্টাব্দে।

10 - ভারতে প্রদর্শিত প্রথম সবাক চলচ্চিত্র কোনটি?

উওর : মেলোডি অবলাভ

11 - প্রথম ভারতীয় সবাক চলচ্চিত্র কোনটি?

উওর : আলম আরা।

12 - প্রথম বাংলা সবাক চলচ্চিত্রের নাম কী?

উওর : জামাইষষ্ঠী।

13 - কাকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়?

উওর : দাদাসাহেব ফালকে কে

14 - পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক কে?

উওর : সত্যজিৎ রায়

15 - কোন দেশকে কেকের দেশ বলা হয়?

উওর ; স্কটল্যান্ডকে

16 - কোথায় ব্রিটিশ অ্যাসোসিয়েশন ফর লোকাল হিস্ট্রি গড়ে উঠেছে?

উওর ; ব্রিটেনে

17 - পৃথিবীর প্রাচীনতম সামরিক ঘটনা কোনটি?

উওর : kish এর যুদ্ধ।

18 - পৃথিবীর প্রথম সুপরিকল্পিত যুদ্ধের নাম কী?

উওর : মেগিড্ডো।

19 - কত খ্রিস্টাব্দে মহিলাদের নার্সিং প্রশিক্ষণের ব্যবস্থা শুরু করা হয়?

উওর : 1970 এর দশকে।

20 - সত্তও বছর আত্মজীবনী কার লেখা?

উওর : বিপিনচন্দ্র পাল

21 - রবীন্দ্র ঠাকুরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি?

উওর : জীবনস্মৃতি

22 - বিপিনচন্দ্র পালের সত্তর বছর কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?

উওর : প্রবাসী পত্রিকায়

23 - সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি?

উওর : জীবনের ঝরাপাতা।

24 - জীবনের ঝরাপাতা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?

উওর ; দেশ পত্রিকায়।

25 -  ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠি গুলি,কে হিন্দিতে অনুবাদ করেছিলেন?

উওর ; মুন্সি প্রেমচাঁদ।

26 - ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি?

উওর : বেঙ্গল গেজেট বা হিকি'স গেজেট।

27 - বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উওর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

28 - বঙ্গদর্শন পত্রিকাটি কবে প্রকাশিত হয়েছিল?

উওর : 1872 খ্রিস্টাব্দে

29 - সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উওর : দ্বারকানাথ বিদ্যাভূষণ

30 - সোমপ্রকাশ পত্রিকাটি কবে প্রথম প্রকাশিত হয়?

উওর : 1858 খ্রিষ্টাব্দে।

31 - সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়?

উওর : মহাফেজ খানায়।

32 - ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত?

উওর : দিল্লিতে।

33  - মোহনবাগান দল কত খ্রিস্টাব্দে আই.এফ.এ শিল্ড জয় করেছিল?

উওর : 1911 খ্রিষ্টাব্দে।

34 - 1911 সালে আই.এফ.এ শিল্ড জয়ী মোহনবাগান দলের অধিনায়ক কে ছিলেন?

উওর : শিবনাথ ভাদুড়ী।

35 - কত খ্রিস্টাব্দে কলকাতা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়?

উওর : 1792 খ্রিষ্টাব্দে।

36 - পৃথিবীর প্রাচীনতম খেলার নাম কি?

উওর : মানাকালা।

37- কথাকলি ভারতের কোন রাজ্যের নৃত্য শৈলী?

উওর : কেরালা।

38 - দুটি পরিবেশগত আন্দোলনের নাম লেখ

উওর : নর্মদা বাঁচাও আন্দোলন এবং চিপকো আন্দোলন।

39 - ছেড়ে আসা গ্রাম কি ধরনের সাহিত্য?

উওর : আত্মজীবনীমূলক এবং স্মৃতিকথামূলক।

40 - কোথায় - " দ্য অ্যানালস " পএিকা গোষ্ঠি - গড়ে উঠেছিল??

উওর : " ফ্রান্সে " 1929 খ্রিষ্টাব্দের।

41 - নতুন সামাজিক ইতিহাসের প্রধান বিষয়বস্তু কী??

উওর- সাধারণ মানুষ।

42 - কবে ইউরোপে ক্রীড়া ইতিহাসের চর্চা শুরু হয়েছিল??

উওর- 1970 এর দশকে।

43 - কোথায় প্রথম অলিম্পিক খেলার শুরু হয়েছিল??

উওর : গ্রিসের অলিম্পিয়া নগরে।

44 - কত খ্রিষ্টাব্দে এবং কার উদ্যোগে আধুনিক অলিম্পিক খেলার শুরু হয়েছিল??

উওর: "1896 খ্রিষ্টাব্দে " " ব্যারেন পিয়ের দ্য কুবার্তিন " এর উদ্যোগে।

45 -কারা ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেছিল??

উওর : ইংরেজরা।

46 - খেলাধুলার ইতিহাসে ক্রিকেট নিয়ে গবেষণা করেছেন, এমন একজন ভারতীয়ের নাম লেখো।।

উওর : রোবিয়া মজুমদার।

47 - রসগোল্লার আবিষ্কর্তা কে??

উওর : হারাধন ময়রা।

48 - ভারতের প্রথম স্থানীউ ইতিহাস গ্রন্থটির নাম কি??

উওর- রাজতরঙ্গিনী।

49 - প্রথম বাঙালি পুস্তক বিক্রেতা এবং সংবাদপত্র প্রকাশক কে ছিলেন?

উওর : গঙ্গাকিশোর ভট্টাচার্য।

50 - বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম কি??

উওর : সংবাদ প্রভাকর।

51 - বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কী?

উওর : সমাচার দর্পণ।

52 - বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি?

উওর : দিগদর্শন

53 - হিস্ট্রি অফ সায়েন্স গ্রন্থটির লেখক কে??

উওর-  জে.ডি. বার্নাল।

54 -হিস্ট্রি অব দ্য হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটির লেখক কে??

উওর : আচার্য প্রফুল্ল চন্দ্র রায়।

55 - -দ্য সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি কার লেখা??

উওর : র‍্যাচেল কারসন।।


দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের ইতিহাসের ধারণা ( wb class 10 history 1st chapter saq question answer ) থেকে আজকে আমরা যে 55 টি প্রশ্ন উওর শেয়ার করেছি, তার বাইরেও ইতিহাসের ধারণা অধ্যায় থেকে আরও বহু প্রশ্ন উত্তর হতে পারে। একটি পোষ্টের মাধ্যমে সেই সমস্ত প্রশ্ন উত্তর শেয়ার করা সম্ভব নয়।  তাই ইতিহাসের ধারণা অধ্যায়ের বাকি প্রশ্ন উত্তর গুলো আমরা পরবর্তী পোস্টে তোমাদের সঙ্গে শেয়ার করবো।।

Tags :

দশম শ্রেণির ইতিহাসের ধারণার saq প্রশ্ন উওর | ক্লাস টেনের ইতিহাসের ধারণা saq | ক্লাস 10 ইতিহাসের ধারণার অতি সংক্ষিপ্ত প্রশ্ন উওর | দশম শ্রেণির ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর | মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর | মাধ্যমিক ইতিহাস সাজেশন | মাধ্যমিকের ইতিহাসের বড় প্রশ্ন উত্তর | মাধ্যমিক ইতিহাস ছোট প্রশ্ন উত্তর | দশম শ্রেণীর মাধ্যমিক ইতিহাস সাজেশন | wb class 10 history question answer  | wb class 10 history short question answer | wb class 10 history saq question answer | wb class 10 history mcq question answer | Madhyamik History question and answer | Madhyamik History short question and answer Bengali | history question answer | history saq | history question answer | class 10 history short question answer | class 10 history saq question answer




একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top