বতর্মানে অনেকেই আছে যারা পড়াশোনার পাশাপাপাশি বাড়িতে বসে অনলাইন কাজ করে টাকা ইনকাম করতে চাইছেন। অনলাইন টাকা কামানোর সবচেয়ে সহজ ও ভালো উপায় হলো Online Content Writing এর মাধ্যমে Online Earning করা। আজকের এই ব্লগে আমি আপনাদের সঙ্গে Top 5 Online Content Writing Website সম্পর্কে বলবো, যেখানে আপনি লেখালেখির কাজ করে অনেক টাকাই ইনকাম করতে পারবেন।
Top 5 Best Content Writing Sites For Online Income
1. Crowd Content
ক্রাউড কন্টেন্টে সব স্তরের জন্য বিভিন্ন ধরনের লেখার অ্যাসাইনমেন্ট পাওয়া যায়। একজন লেখক হিসাবে, আপনাকে আপনার অভিজ্ঞতা এবং ক্ষমতার উপর ভিত্তি করে একটি র্যাঙ্ক দেওয়া হবে এবং তারপরে আপনি নিজের পছন্দ মতো লেখালেখির কাজ বেছে নিতে পারেন। এই প্ল্যাটফর্মে আপনি যেই কাজ করবেন এবং কাজ করে অর্থ উপার্জন করবেন, সেটা আপনি সপ্তাহে দুবার নিতে পারেন। অর্থাৎ এই ওয়েবসাইট নিজের লেখকদের সপ্তাহে দুইবার পেমেন্ট করে।
2. Writerbay.com
Writerbay-হলো এমন এক ওয়েবসাইট, যেখানে আপনি বা একজন লেখক একজন ফ্রিল্যান্স লেখক হিসাবে কাজ করতে পারেন। তবে ওই সাইটে লেখার জন্য আপনার অন্তত একটি ব্যাচেলর ডিগ্রী প্রয়োজন। এখানে একবার আপনি কাজ পেয়ে গেলে আপনি ভবিষ্যতে নিশ্চয়ই প্রচুর কাজ পাবেন। এবং বেশি কাজ মানেই প্রচুর টাকা।
3. Textbroker
এই ওয়েবসাইটেও কাজ করে খুব ভালো টাকা আয় করা যায়। এই ওয়েবসাইটে আপনার কাজের ওপর ভিত্তি করে আপনাকে একটি র্যাঙ্ক দেওয়া হবে। পরবর্তীতে সেই র্যাঙ্কের ওপর ভিত্তি করেই আপনি কাজ পাবেন।
4. Online Writing Jobs
কন্টেন্ট রাইটারদের জন্য এটি খুব ভালো এবং পুরোনো একটা সাইট। Online Writing Jobs 2006 সাল থেকে ফ্রিল্যান্স লেখকদের নিয়োগ করছে। এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য, আপনাকে একটি আবেদন সম্পূর্ণ করতে হবে এবং একটি লেখার নমুনা জমা দিতে হবে। আপনার কাজ তাদের পছন্দ হলে আপনাকে কাজ করার সুযোগ দেওয়া হবে। এবং একবার কাজ পেয়ে গেলেই আপনি খুব বেশি বেশি কাজ পেতে থাকবেন।
5. iWriter
iWriter এ লেখা শুরু করতে, আপনাকে প্রথমে একটি সাধারণ আবেদন পূরণ করতে হবে। আপনি পরীক্ষায় উত্তীর্ণ হলে এবং গৃহীত হলে, আপনি লেখার জন্য নিবন্ধগুলি বেছে নেওয়া শুরু করতে পারবেন। অন্যান্য কিছু প্ল্যাটফর্মের মতো, আপনি যদি মানসম্পন্ন কাজ প্রদান করেন তবে আপনার র্যাঙ্ক এবং কাজ অনুযায়ী আপনাকে টাকা দেওয়া হবে।। ওপরের 5 টি ওয়েবসাইট ছাড়াও আরও প্রচুর ওয়েবসাইট রয়েছে, যেখানে আপনাকে লেখালেখির কাজ করে বা Content Writing এর কাজ করে অনলাইন টাকা ইনকাম করতে পারবেন।। পরবর্তীতে আমরা এরকম আরও কিছু ওয়েবসাইট সম্পর্কে আপনাদের জানাবো।।
Tags : Best freelance writing sites 2022 | Freelance writing sites | freelance writing websites | Writing Jobs For Online Earning | Content Writing Site For Online Income | Online Earning Sites | Online Income Sites For Content Writers