Class 12 History Or HS History Suggestion 2023 || দ্বাদশ শ্রেণি বা উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন 2023

0

 

WBCHSE Class 12 History Or HS History Suggestion 2023 || উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন 2023

আজকের এই পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির ইতিহাস সাজেশন বা উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 (WBCHSE Class 12 History Suggestion 2023 Or HS History Suggestion 2023) হিসাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের এই ব্লগে আমরা অতীত স্বরণ অধ্যায় থেকে অব উপনিবেশীকরণ অধ্যায় পর্যন্ত সব অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর গুলি তোমাদের সঙ্গে শেয়ার করবো


Class 12 History Or HS History Suggestion 2023 || দ্বাদশ শ্রেণি বা উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন 2023


অতীত স্মরণ
ঔপনিবেশিক প্রাধান্য প্রতিষ্ঠায় প্রকৃতি নিয়মিত ও নিয়মিত সাম্রাজ্য
সাম্রাজ্যবাদী শাসনের প্রতিক্রিয়া
ঔপনিবেশিক ভারতের শাসন
দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ
ঠান্ডা লড়াইয়ের যুগ
অব উপনিবেশীকরণ


Class 12 History Or HS History Suggestion 2023 || দ্বাদশ শ্রেণি বা উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন 2023


1. মিথ বা পৌরাণিক কাহিনি ও লিজেন্ড বা কিংবদন্তি বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে প্রভাবিত করে? [HS 2015, 2018]
2. স্মৃতিকথা ও মৌখিক ঐতিহ্য বলতে কী বোঝো? ইতিহাস চর্চার ক্ষেত্রে এই উপাদানগুলির গুরুত্ব কী?
3. পেশাদারি ইতিহাস বলতে কী বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী ?[HS 2017, 2020]
4. জাদুঘর কাকে বলে? অতীত পুনঃনির্মাণে জাদুঘরের ভূমিকা/বিভিন্ন ধরনের জাদুঘরের পরিচয় দাও। [HS 2016, 2019] 


Class 12 History Suggestion 2023 || উচ্চমাধ্যমিক ইতিহাস ঔপনিবেশিক প্রাধান্য প্রতিষ্ঠায় প্রকৃতি নিয়মিত ও নিয়মিত সাম্রাজ্যঅধ্যায়ের সাজেশন 2023


1. ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার নবাব সিরাজ উদদৌলার দ্বন্দ্বের কারণ কী? পলাশি যুদ্ধের প্রত্যক্ষ কারণগুলি উল্লেখ করো ।
2. ফলাফলের নিরিখে পলাশি ও বক্সার যুদ্ধের তুলনা মূলক আলোচনা করো।
3. 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পটভূমি আলোচনা করো। এর ফল কী হয়েছিল? HS-2015
4. ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন ভূমিরাজস্ব নীতির পরিচয় দাও। এর ফল কী হয়েছিল? [HS 2016] 
5. ভারতে ইংরেজ কোম্পানির আমলাতন্ত্রের বিকাশ সম্পর্কে কী জান?
6. প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতে শিল্প স্থাপনের ক্ষেত্রে ভারতীয় উদ্যোগপতিদের কী সমস্যার সম্মুখীন হতে হয়? এই সময় ভারতে বিভিন্ন শিল্পের অগ্রগতির পরিচয় দাও।
9. চিনে স্বাক্ষরিত বিভিন্ন অসম চুক্তিগুলি সংক্ষেপে আলোচনা করো।[HS 2016]
10. ভারতে রেলপথ বিস্তারের উদ্দেশ্য কী ছিল? এর ফল কী হয়েছিল?[HS 2019] 
11. ভারতে অবশিল্পায়নের কারণগুলি কী ছিল? ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো। [HS 2020]
12. নানকিং সন্ধির (1842 খ্রিস্টাব্দ) শর্তগুলি কী ছিল? [HS 2020]

WB Class 12 History Suggestion 2023 || উচ্চমাধ্যমিক ইতিহাস সাম্রাজ্যবাদী শাসনের প্রতিক্রিয়া অধ্যায়ের সাজেশন 2023


1- ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের প্রভাব কি পড়েছিল?
2- সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো
3- চীনের মে আন্দোলনের কারণ ও ফলাফল উল্লেখ করো
4- বাংলার নবজাগরণের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো।
5- ব্রিটিশ শাসনে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও।


WB Class 12 History Suggestion 2023 || দ্বাদশ শ্রেণির ইতিহাস ঔপনিবেশিক ভারতবর্ষের শাসনব্যবস্থাঅধ্যায়ের সাজেশন 2023


1. মর্লে-মিন্টো আইনের বিভিন্ন দিক ও বৈশিষ্ট্য-সহ সমালোচনা করো ।
2. ব্রিটিশ সরকারের রাওলাট আইন প্রণয়নের উদ্দেশ্য কী ছিল? গান্ধিজি এর বিরোধিতা করেন কেন? অথবা, এর প্রতিক্রিয়া কী হয়েছিল? [HS 2018]
3. বাংলায় পঞ্চাশের মন্বন্তরের কারণ ও ফলাফল আলোচনা করো।
4. মন্টেগু-চেম্সফোর্ড সংস্কার আইনের (1919 খ্রিস্টাব্দ) সমালোচনামূলক আলোচনা করো। [HS 2015]
6. 1935 খ্রিস্টাব্দের ভারতশাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলি আলোচনা করো। এই আইনের গুরুত্ব কী?[HS 2016] 


HS History Suggestion 2023 || দ্বাদশ শ্রেণির ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ গুলি অধ্যায়ের সাজেশন 2023


1-ক্রিপস মিশন সম্পর্কে আলোচনা করো। ক্রিপস মিশনের ব্যর্থতার কারণগুলি লেখো।
2- ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে সুভাষচন্দ্র বসুর বা আজাদ হিন্দ বাহিনীর অবদান সম্পর্কে আলোচনা করো।
3- ১৯৪২ সালের ভারতছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো।


HS History Suggestion 2023 || উচ্চমাধ্যমিক ইতিহাস ঠান্ডা লড়াইয়ের যুগ অধ্যায়ের সাজেশন 2023

1- ঠান্ডা লড়াই বলতে কী বোঝো? ঠান্ডা লড়াইয়ের বৈশিষ্ট্য গুলি উল্লেখ কর
2- সুয়েজ সংকট সম্পর্কে আলোচনা করো
3- কিউবা সংকট সম্পর্কে আলোচনা করো।
4- ট্রুম্যান নীতি কি? এই নীতি ঘোষণার পটভূমি ব্যাখ্যা করো  এই নীতিতে কি বলা হয়েছিল?
5- বার্লিন সকেট বলতে কী বোঝো? এই সংকটের বিবরণ দাও

WB Class 12 History Suggestion 2023 || দ্বাদশ শ্রেণির ইতিহাস অব উপনিবেশীকরণ অধ্যায়ের সাজেশন 2023


1- অব উপনিবেশিকরণ বলতে কী বোঝো? এর সামাজিক,রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য উল্লেখ কর
2- বিভিন্ন মহাদেশের ঔপনিবেশিক শাসন অবসানের কারণ গুলি উল্লেখ করো।
3- সার্কের প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করো। সার্কের লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল? সার্ক তার উদ্দেশ্য পূরণে কতটা সফল?
4- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল?
5- কোরিও যুদ্ধের ফলাফল ও তাৎপর্য কি ছিল?


আশা করবো যে, এই পোস্টের মাধ্যমে দ্বাদশ শ্রেণির ইতিহাস সাজেশন বা উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 (WBCHSE Class 12 History Suggestion 2023 Or HS History Suggestion 2023) হিসেবে শেয়ার করা প্রশ্ন গুলো থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে।। 

Tags ; দ্বাদশ শ্রেণির ইতিহাস সাজেশন 2023 | WBCHSE Class 12 History Suggestion 2023 | HS History Suggestion 2023 | উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 | ক্লাস 12 ইতিহাস সাজেশন 2023 | 2023 WB Class 12 History Suggestion | WB HS History Suggestion 2023 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top