আজকে আমরা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান নবম অধ্যায়ের ভারতের বিচার ব্যবস্থা বা দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান নবম অধ্যায় ভারতের বিচার ব্যবস্থার বা ভারতের বিচার বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ 20টি MCQ Questions Answers তোমাদের সঙ্গে শেয়ার করবো। পরবর্তীকালে এই অধ্যায়ের অন্যান্য প্রশ্ন উওর তোমরা আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে।।
উচ্চ মাধ্যমিক | রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উওর |
---|---|
অধ্যায় | নবম |
পর্ব | প্রথম |
প্রশ্ন সংখ্যা | 20 |
ভারতের বিচার বিভাগ 20+ Political Science MCQ || HS Pol Science MCQ Questions Answers
1. “ভারতের সুপ্রিমকোর্ট পৃথিবীর যে-কোনো সুপ্রিমকোর্ট অপেক্ষা শক্তিশালী”—বলেছেন-
(a) এ কে আয়ার
(b) পি এন ভগবতী
(c) ডি ডি বসু
(d) বি আর আম্বেদকর
Answer : A
2. ক্রেতাসুরক্ষা আইন তৈরি হয়—
(a) 1985 খ্রিস্টাব্দে
(b) 1987 খ্রিস্টাব্দে
(c) 1986 খ্রিস্টাব্দে
(d) 1988 খ্রিস্টাব্দে
Ans : C
3. পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয়—
(a) 1986 খ্রিস্টাব্দে
(b) 1987 খ্রিস্টাব্দে
(c) 2003 খ্রিস্টাব্দে
(d) 2005 খ্রিস্টাব্দে
Answer : A
4. হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স
(a) 65 বছর
(b) 60 বছর
(c) 62 বছর
(d) 70 বছর
Answer : C
5. সুপ্রিমকোর্টের আছে—
(a) মূল এলাকা
(b) আপিল এলাকা
(c) পরামর্শদান এলাকা
(d) মূল এলাকা, আপিল এলাকা ও পরামর্শদান এলাকা
Answer : D
6. কোন ধারাবলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে।
(a) 32 নং ধারা
(b) 226 নং ধারা
(c) 51 নং ধারা
(d) 326 নং ধারা
Answer : A
7. সুপ্রিমকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল-
(a) 65 বছর
(b) 62 বছর
(c) 60 বছর
(d) 70 বছর
Answer : A
৪. সুপ্রিমকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হওয়ার ন্যূনতম বয়স হতে হয়—
(a) 30 বছর
(b) 35 বছর
(c) 45 বছর
(d) বয়সের শর্ত নেই
Answer : D
9. লোক আদালত প্রথম গঠিত হয়েছিল-
(a) দিল্লিতে
(b) গুজরাট
(c) চেন্নাইতে
(d) মুম্বাইতে
Answer : B
10. কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে-
(a) ওড়িশা
(b) বিহার
(c) ত্রিপুরা
(d) আন্দামান ও নিকোবর
Answer : D
11. ভারতের সর্বোচ্চ আপিল আদালত হল—
(a) সুপ্রিমকোর্ট
(b) হাইকোর্ট
(c) লোক আদালত
(d) অধস্তন আদালত
Answer : A
12. ভারতীয় সুপ্রিমকোর্টের মোট বিচারপতির সংখ্যা-
(a) 8 জন
(b) 19 জন
(c) 26
(d) 31
Answer : 31
13. ভারতীয় সংবিধানের____ধারা অনুযায়ী
সুপ্রিমকোর্ট মৌলিক অধিকার সংরক্ষণের ব্যবস্থা করতে পারে।
(a) 26 নং
(b) 32 নং
(c) 226 নং
(d) 230 নং
Answer : B
14.লোক আদালতের প্রস্তাব উত্থাপন করেন—
(a) গান্ধিজি
(b) জওহরলাল নেহরু
(c) ইন্দিরা গান্ধি
(d) পি এন ভগবতী
Answer : D
15.ভারতের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকর্তা হল—
(a) সুপ্রিমকোর্ট
(b) হাইকোর্ট
(c) লোক আদালত
(d) ক্রেতা আদালত
Answer : A
16. সুপ্রিমকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন—
(a) রাষ্ট্রপতি
(b) রাজ্যপাল
(c) উপরাষ্ট্রপতি
(d) প্রধানমন্ত্রী
Answer :A
17. সুপ্রিমকোর্টের কার্যক্ষেত্রকে ভাগ করা যায়—
(a) 3 ভাগে
(b) 4 ভাগে
(c) 5 ভাগে
(d) 6 ভাগে
Answer : 3
18. রাজ্যের সর্বোচ্চ আদালত হল—
(a) সুপ্রিমকোর্ট
(b) হাইকোর্ট
(c) লোক আদালত
(d) জজ আদালত
Answer : B
19. লোক আদালতের উদ্ভব হয়—
(a) 1980 খ্রিস্টাব্দে
(b) 1982 খ্রিস্টাব্দে
(c) 1990 খ্রিস্টাব্দে
(d) 1992 খ্রিস্টাব্দে
Answer : B
20. সংবিধানের কত নং ধারা অনুসারে রাষ্ট্রপতি আদালতে শাস্তি প্রাপ্ত কোন ব্যক্তির সাজা মকুব করতে পারেন অথবা কমিয়ে দিতে পারেন?
(a) 53
(b) 55
(c) 72
(d) 74
Answer : D
Tags : Class 12 Political Science MCQ Suggestion | HS Political Science MCQ Suggestion | উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান নবম অধ্যায়ের MCQ | ভারতের বিচার ব্যবস্থার প্রশ্ন উওর | দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান নবম অধ্যায়ের প্রশ্ন উওর| | ভারতের বিচার ব্যবস্থার বা ভারতের বিচার বিভাগের প্রশ্ন উওর