ভারতের বিচার বিভাগ-হাইকোর্ট সম্পর্কিত MCQ || WB Class 12 Political Science MCQ
1. প্রত্যেক রাজ্যে একটি হাইকোর্ট স্থাপনের কথা বলা আছে সংবিধানের-
• ২১০ নং ধারায়
• ২১৪ নং ধারায়
• ২১৫ নং ধারায়
• ২২০ নং ধারায়
• উওর : ২১৪ নং ধারায়
2. রাজ্যের সর্বোচ্চ আদালত হল-
• সুপ্রিমকোর্ট
• লোক আদালত
• হাইকোর্ট
• ক্রেতা সুরক্ষা আদালত
• উওর : হাইকোর্ট
3. হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগের সময় রাষ্ট্রপতি আলোচনা করেন-
• সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে
• সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের সঙ্গে
• সংশ্লিষ্ট রাজ্যের অধ্যক্ষের সঙ্গে
• সংশ্লিষ্ট রাজ্যের আইনমন্ত্রীর সঙ্গে
• উওর : সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের সঙ্গে
4. বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা হল-
• ১৮
• ২০
• ২১
• ২৫
• উওর : ২১
5. হাইকোর্টের বিচারপতিদের অবসরকালীন বয়স হল-
• ৬০ বছর
• ৬৫ বছর
• ৭০ বছর
• ৬২ বছর
• উওর : ৬২ বছর
6.রাষ্ট্রপতি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতিদের নিয়োগ করেন—
• ১ বছরের জন্য
• ২ বছরের জন্য
• ৩ বছরের জন্য
• ৫ বছরের জন্য
• উওর : ২ বছরের জন্য
7. হাইকোর্টের ক্ষমতার এলাকা হল-
• ২টি
• ৩টি
• ৪টি
• ৫টি
• উওর : ২টি
8. পশ্চিমবঙ্গ ছাড়া কলকাতা হাইকোর্টের এলাকায় রয়েছে—
• ত্রিপুরা
• নাগাল্যান্ড
• আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
• মণিপুর
• উওর : আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
9. জেলা বিচারপতিকে নিয়োগ করেন-
• রাজ্যপাল
• রাষ্ট্রপতি
• প্রধানমন্ত্রী
• মুখ্যমন্ত্রী
• উওর : রাজ্যপাল
10. ২০১১ সালে ৩০ জুন পর্যন্ত হাইকোর্টগুলিতে বকেয়া মামলার সংখ্যা কত?
• ৪০,০০,০০০ টি
• ৪২,১৭,৯০৩টি
• ৪৩, ১৫,৭১২টি
• ৪৫,১৬, ৪১০টি
• উওর : ৪২,১৭,৯০৩টি
11. ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী পার্লামেন্ট আইন প্রণয়নের মাধ্যমে দুই বা ততোধিক রাজ্যের জন্য একটি হাইকোর্ট স্থাপন করতে পারে?
• ২৩০ নং ধারা
• ২৩১ (১) নং ধারা
• ২৩১ নং ধারা
• ২১৭ নং ধারা
• উওর : ২৩১ (১) নং ধারা
12. ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্টের অন্যান্য বিচারপতির সংখ্যা স্থির করেন?
• ২১৪ নং ধারা
• ২১৫ নং ধার
• ২১৬ নং ধারা
• ২১৭ নং ধারা
• উওর : ২১৬ নং ধারা
13. ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোনো হাইকোর্টে কার্যনির্বাহী প্রধান বিচারপতি নিয়োগ করতে পারেন?
• ২২০ নং ধারা
• ২২২ নং ধারা
• ২২১ নং ধারা
• ২২৩ নং ধারা
• উওর : ২২৩ নং ধারা
14.হাইকোর্টের বিচারপতিদের বেতন ও ভাতা রাজ্যের সঞ্চিত তহবিল থেকে দেওয়া হলেও তা রাজ্য আইনসভার-
• অনুমোদন সাপেক্ষ
• অনুমোদন সাপেক্ষ নয়
• সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন সাপেক্ষ নয়
• কোনোটিই নয়
• উওর : অনুমোদন সাপেক্ষ নয়
15. হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন-
• মুখ্যমন্ত্রী
• প্রধানমন্ত্রী
• রাষ্ট্রপতি
• রাজ্যপাল
• উওর : রাষ্ট্রপতি
16. হাইকোর্টের রায়ের বিরুদ্ধে____কোর্টে আপিল করা যায়।
• সুপ্রিমকোর্টে
• ক্রেতা আদালতে
• অধস্তন আদালতে
• লোক আদালতে
• উওর : সুপ্রিমকোর্টে
17. কেন্দ্রশাসিত অঞ্চলে হাইকোর্ট গঠন করতে পারে—
• পার্শ্ববর্তী রাজ্যের হাইকোর্ট
• পার্লামেন্ট
• সুপ্রিমকোর্ট
• রাজ্যপাল
• উওর : পার্লামেন্ট
18.কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে____
পর্যন্ত।
• ওড়িশা
• বিহার
• ত্রিপুরা
• আন্দামান ও নিকোবার
• উওর : আন্দামান ও নিকোবার
19. ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী হাইকোর্ট নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ করতে পারে?
• ৩২ নং ধারা অনুযায়ী
• ১১০ নং ধারা অনুযায়ী
• ২০০নং ধারা অনুযায়ী
• ২১৬ নং ধারা অনুযায়ী
• উওর : ২১৬ নং ধারা অনুযায়ী
20. ভারতের রাষ্ট্রপতি সংবিধানের কত নং ধারা অনুযায়ী হাইকোর্টের অস্থায়ী বিচারপতি নিয়োগ করতে পারেন?
• ২২২ নং ধারা অনুযায়ী
• ২২৩ নং ধারা অনুযায়ী
• ২২৪ নং (১) ধারা অনুযায়ী
• ২২৪ নং (২) ধারা অনুযায়ী
• উওর : ২২৪ নং (২) ধারা অনুযায়ী
ধন্যবাদ।।