ভারতের বিচার বিভাগ-হাইকোর্ট সম্পর্কিত MCQ || WB Class 12 Political Science MCQ

0

 

ভারতের বিচার বিভাগ-হাইকোর্ট সম্পর্কিত MCQ || WB Class 12 Political Science MCQ

আজকের ব্লগের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান নবম অধ্যায় বা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান নবম অধ্যায় ভারতের বিচার বিভাগের সুপ্রিমকোর্ট অংশটা থেকে সুপ্রিম কোর্ট সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ 20 MCQ Questions Answers (ভারতের বিচার বিভাগ-হাইকোর্ট সম্পর্কিত MCQ || WB Class 12 Political Science MCQ)
তোমাদের সাথে শেয়ার করবো। পরবর্তীতে বাকি প্রশ্ন উওর পেয়ে যাবে 


ভারতের বিচার বিভাগ-হাইকোর্ট সম্পর্কিত MCQ || WB Class 12 Political Science MCQ


1. প্রত্যেক রাজ্যে একটি হাইকোর্ট স্থাপনের কথা বলা আছে সংবিধানের-
• ২১০ নং ধারায়
• ২১৪ নং ধারায়
• ২১৫ নং ধারায়
• ২২০ নং ধারায়
• উওর : ২১৪ নং ধারায়

2. রাজ্যের সর্বোচ্চ আদালত হল-
• সুপ্রিমকোর্ট
• লোক আদালত
• হাইকোর্ট
• ক্রেতা সুরক্ষা আদালত
• উওর : হাইকোর্ট

3. হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগের সময় রাষ্ট্রপতি আলোচনা করেন-
• সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে
• সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের সঙ্গে
• সংশ্লিষ্ট রাজ্যের অধ্যক্ষের সঙ্গে
• সংশ্লিষ্ট রাজ্যের আইনমন্ত্রীর সঙ্গে
• উওর : সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের সঙ্গে

4. বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা হল-
• ১৮
• ২০
• ২১
• ২৫
• উওর : ২১

5. হাইকোর্টের বিচারপতিদের অবসরকালীন বয়স হল-
• ৬০ বছর
• ৬৫ বছর
• ৭০ বছর
• ৬২ বছর
• উওর : ৬২ বছর

6.রাষ্ট্রপতি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতিদের নিয়োগ করেন—
• ১ বছরের জন্য
• ২ বছরের জন্য
• ৩ বছরের জন্য
• ৫ বছরের জন্য
• উওর : ২ বছরের জন্য

7. হাইকোর্টের ক্ষমতার এলাকা হল-
• ২টি
• ৩টি
• ৪টি
• ৫টি
• উওর : ২টি

8. পশ্চিমবঙ্গ ছাড়া কলকাতা হাইকোর্টের এলাকায় রয়েছে—
• ত্রিপুরা
• নাগাল্যান্ড
• আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
• মণিপুর
• উওর : আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

9. জেলা বিচারপতিকে নিয়োগ করেন-
• রাজ্যপাল
• রাষ্ট্রপতি
• প্রধানমন্ত্রী
• মুখ্যমন্ত্রী
• উওর : রাজ্যপাল

10. ২০১১ সালে ৩০ জুন পর্যন্ত হাইকোর্টগুলিতে বকেয়া মামলার সংখ্যা কত?
• ৪০,০০,০০০ টি
• ৪২,১৭,৯০৩টি
• ৪৩, ১৫,৭১২টি
•  ৪৫,১৬, ৪১০টি
•  উওর : ৪২,১৭,৯০৩টি

11. ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী পার্লামেন্ট আইন প্রণয়নের মাধ্যমে দুই বা ততোধিক রাজ্যের জন্য একটি হাইকোর্ট স্থাপন করতে পারে?
• ২৩০ নং ধারা
• ২৩১ (১) নং ধারা
• ২৩১ নং ধারা
• ২১৭ নং ধারা
• উওর : ২৩১ (১) নং ধারা

12. ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্টের অন্যান্য বিচারপতির সংখ্যা স্থির করেন?
• ২১৪ নং ধারা
• ২১৫ নং ধার
• ২১৬ নং ধারা
• ২১৭ নং ধারা
• উওর : ২১৬ নং ধারা

13. ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোনো হাইকোর্টে কার্যনির্বাহী প্রধান বিচারপতি নিয়োগ করতে পারেন?
• ২২০ নং ধারা
• ২২২ নং ধারা
• ২২১ নং ধারা
• ২২৩ নং ধারা
• উওর : ২২৩ নং ধারা

14.হাইকোর্টের বিচারপতিদের বেতন ও ভাতা রাজ্যের সঞ্চিত তহবিল থেকে দেওয়া হলেও তা রাজ্য আইনসভার-
• অনুমোদন সাপেক্ষ
• অনুমোদন সাপেক্ষ নয়
• সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন সাপেক্ষ নয়
• কোনোটিই নয়
• উওর : অনুমোদন সাপেক্ষ নয়

15. হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন-
• মুখ্যমন্ত্রী
• প্রধানমন্ত্রী
• রাষ্ট্রপতি
• রাজ্যপাল
• উওর : রাষ্ট্রপতি

16. হাইকোর্টের রায়ের বিরুদ্ধে____কোর্টে আপিল করা যায়।
• সুপ্রিমকোর্টে
• ক্রেতা আদালতে
• অধস্তন আদালতে
• লোক আদালতে
• উওর : সুপ্রিমকোর্টে

17. কেন্দ্রশাসিত অঞ্চলে হাইকোর্ট গঠন করতে পারে—
• পার্শ্ববর্তী রাজ্যের হাইকোর্ট
• পার্লামেন্ট
• সুপ্রিমকোর্ট
• রাজ্যপাল
• উওর : পার্লামেন্ট

18.কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে____
পর্যন্ত।
• ওড়িশা
• বিহার
• ত্রিপুরা
• আন্দামান ও নিকোবার
• উওর : আন্দামান ও নিকোবার

19. ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী হাইকোর্ট নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ করতে পারে?
• ৩২ নং ধারা অনুযায়ী
• ১১০ নং ধারা অনুযায়ী
• ২০০নং ধারা অনুযায়ী
• ২১৬ নং ধারা অনুযায়ী
• উওর : ২১৬ নং ধারা অনুযায়ী

20. ভারতের রাষ্ট্রপতি সংবিধানের কত নং ধারা অনুযায়ী হাইকোর্টের অস্থায়ী বিচারপতি নিয়োগ করতে পারেন?
• ২২২ নং ধারা অনুযায়ী
• ২২৩ নং ধারা অনুযায়ী
• ২২৪ নং (১) ধারা অনুযায়ী
• ২২৪ নং (২) ধারা অনুযায়ী
• উওর : ২২৪ নং (২) ধারা অনুযায়ী

ধন্যবাদ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top