![]() |
WBCHSE Class 12 History MCQ In Bengali |
আজকের এই ব্লগের মাধ্যমে আমি কিছু সেরা Modern Indian History বা আধুনিক ভারতের ইতিহাস থেকে ইতিহাস জি.কে প্রশ্ন উওর হিসেবে (History GK Question Answers In Bengali) তোমাদের সঙ্গে WBCHSE Class 12 History or WBBSE Class 10 History থেকে Most Important 20+ History GK Question Answers তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের এই History GK Question Answers বা ইতিহাস জিকে প্রশ্ন উওর গুলো মাধ্যমিক ইতিহাস, উচ্চমাধ্যমিক ইতিহাস ছাড়াও বিভিন্ন Competitive Exams,Online Quiz Or Offline Quiz এ এসে থাকে।
WBCHSE Class 12 History MCQ In Bengali || উচ্চমাধ্যমিক ইতিহাস MCQ প্রশ্ন উওর 2023
1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
(i) ‘সব ইতিহাসই সমকালীন ইতিহাস'—এটি কার উক্তি?
(a) ক্রোচের
(b) র্যালের
(c) ই এইচ কার-এর
(d) র্যাংকের
উওর :- (a) ক্রোচের
(ii) Early History of India গ্রন্থের রচয়িতা-
(a) জন স্টুয়ার্ট মিল
(b) জেমস প্রিন্সেপ
(c) কোলক
(d) ভিনসেন্ট স্মিথ
উওর :- (d) ভিনসেন্ট স্মিথ
(iii) “পুরাণে বর্ণিত রাজবংশগুলির অস্তিত্বের বেশিরভাগই স্বীকৃত সত্য”—উক্তিটি কার?
-
(a) দিব্যজ্যোতি মজুমদার
(b) ড. রণবীর চক্রবর্তী
(c) সুমিত সরকার
(d) যদুনাথ সরকার
উওর :- (b) ড. রণবীর চক্রবর্তী
(iv) বাংলায় দ্বৈতশাসন ব্যবস্থার অবসান ঘটান—
(a) ভেরেলেস্ট
(b) ওয়ারেন হেস্টিংস
(c) রবার্ট ক্লাইভ
(d) কর্নওয়ালিশ
উওর :- (b) ওয়ারেন হেস্টিংস
(v) 'মুসলিম লিগের' কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়?
(a) লাহোর
(b) লখনউ
(c) মাদ্রাজ
(d) পাঞ্জাব
উওর :- (a) লাহোর
(vi) কার আমলে ইন্ডিয়ান পিনাল কোড রচিত হয়?
(a) বেন্টিংকের
(b) কর্নওয়ালিশের
(c) ওয়ারেন হেস্টিংসের
(d) ক্লাইভের
উওর :- (a) বেন্টিংকের
(vii) কত খ্রিষ্টাব্দে 'সতীদাহ প্রথা' নিষিদ্ধ হয়?
(a) 1811 খ্রিস্টাব্দে
(b) 1818 খ্রিস্টাব্দে
(c) 1829 খ্রিস্টাব্দে
(d) 1832 খ্রিস্টাব্দে
উওর :- (c) 1829 খ্রিস্টাব্দে
(viii) কত খ্রিষ্টাব্দে 'নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস' (AITUC) গঠিত হয়—
(a) 1918 খ্রিস্টাব্দে
(b) 1920 খ্রিস্টাব্দে
(c) 1922 খ্রিষ্টাব্দে
(d) 1924 খ্রিস্টাব্দে
উওর :- (b) 1920 খ্রিস্টাব্দে
(ix) “দেশভাগ হল এক দৈব দুর্বিপাক !”-এই উক্তিটি করেন—
(a) মৌলানা আবুল কালাম আজাদ
(b) মহাত্মা গান্ধি
(c) জওহরলাল নেহরু
(d) সর্দার বল্লভভাই প্যাটেল
উওর :- (a) মৌলানা আবুল কালাম আজাদ
(x) রশিদ আলি দিবস' পালিত হয় -
(a) 2 জানুয়ারি
(b) 12 ফেব্রুয়ারি
(c) 16 মার্চ
(d) 22 মে
উওর :- (b) 12 ফেব্রুয়ারি
(xi) “দিয়েন-বিয়েন-ফু'র ঘটনায় বিজয়ী ভিয়েতনাম সেনাপতি ছিলেন-
(a) ম্যাক আর্থার
(b) কিমউল সুং
(c) ড. সিংখ্যান রি
(d) জেনারেল গিয়াপ
উওর :- (d) জেনারেল গিয়াপ
(ii) স্তম্ভ-ক-এর সঙ্গে স্তম্ভ- মেলা:
ক স্তম্ভ | খ স্তম্ভ |
---|---|
ইতিহাস | মিথ |
মৌখিক ইতিহাস | দেবতা বিষয়ক |
দৈবতত্ত্ব | মুখে মুখে প্রচলিত |
পুরাণ | মানব সভ্যতার বিবর্তনের ফলে |
(a) (i)-A. (ii)-D, (iii)-C, (iv)-B
(b) (i)-D, (ii)-C, (iii)-B, (iv)-A.
(c) (i) C, (ii)- A, (iii) D, (iv)-B
(d) (i)-B, (ii)-C, (il)-D, (iv)-A
উওর :- (b) (i)-D, (ii)-C, (iii)-B, (iv)-A.
(xiii). স্কুল বুক সোসাইটি' প্রতিষ্ঠা করেন-
(a) আলেকজান্ডার
(b) ডেভিড হেয়ার
(c) জোনাথান ডানকান
(d) বিদ্যাসাগর
উওর :- (b) ডেভিড হেয়ার
(xiv) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন—
(a) উড্রো উইলসন
(b) ট্রুম্যান
(c) রুজভেল্ট
(d) হুভার
উওর :- (c) রুজভেল্ট
(xv) স্তম্ভ-ক-এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও:
ক স্তম্ভ | খ স্তম্ভ |
---|---|
রাজা রামমোহন রায় মৃত্যু | ১৮৫৪ খ্রিষ্টাব্দে |
উডের ডেসপ্যাচ | ১৮৫৬ খ্রিষ্টাব্দে |
বিধবাবিবাহ আইন | ১৮৫৭ খ্রিষ্টাব্দে |
কলকাতা বিশ্ববিদ্যালয় | ১৮৩৩ খ্রিষ্টাব্দে |
(a) (i)-B, (ii)-D, (iii)-A. (iv)-C
(b) (i) A, (ii) B, (iii) C, (iv) - D
(c) (i) D. (ii) A. (iii)-B, (iv)-C.
(d) (i)-C, (ii)-A, (iii)-B, (iv)-D
উওর :- (c) (i) D. (ii) A. (iii)-B, (iv)-C.
(xvi) '_____গুরুকুল আশ্রম' নামে বেদচর্চার কেন্দ্র
প্রতিষ্ঠা করেন-
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) স্বামী প্রধানন্দ
(c) দয়ানন্দ সরস্বতী
(d) লালা হংসরাজ
উওর :- (b) স্বামী প্রধানন্দ
(xvii) 'গ্রান্ট-শোর বিতর্ক কোন্ বন্দোবস্ত প্রবর্তনকে কেন্দ্র করে হয়েছিল?
(a) একসালা
(b) পাঁচসালা
(c) শালা
(d) চিরস্থায়ী
উওর :- (d) চিরস্থায়ী
(xvii) 'হুইটলি কমিশন' গঠিত হয়—
(a) 1928 খ্রিস্টাব্দে
(b) 1929 খ্রিস্টাব্দে
(c) 1930 খ্রিস্টাব্দে
(d) 1931 খ্রিস্টাব্দে
উওর :- (b) 1929 খ্রিস্টাব্দে
(xix) হিন্দু পাইয়োনিয়ার পত্রিকাটি প্রকাশ করে-
(a) নব্যবঙ্গরা
(b) প্রার্থনা সমাজ
(c) আর্যসমাজ
(d) ব্রাহ্মসমাজ
উওর :- (a) নব্যবঙ্গরা
(xx) লর্ড ডালহৌসি কুশাসনের অজুহাতে যে রাজ্যটি দখল করেন, তা হল-
(a) তাঞ্জোর
(b) নাগপুর
(c) অযোধ্যা
(d) সম্বলপুর
উওর : (c) অযোধ্যা
(xxi) ফজলুল হক ছিলেন বাংলার-
(a) কৃষক প্রজা দলের নেতা
(b) শ্রমিক প্রজা দলের নেতা
(c) সোশ্যালিস্ট দলের নেতা
(d) কমিউনিস্ট দলের নেতা
উওর :- (a) কৃষক প্রজা দলের নেতা
(xii) রাওলাট কমিশনের অপর নাম হল-
(a) সিডনি কমিশন।
(b) সিডিশন কমিশন
(c) চার্চিল কমিশন
(d) স্যাডলার কমিশন
উওর :- (b) সিডিশন কমিশন
(xiii) পূর্ব এশিয়ার নতুন বিধান ঘোষণা করেন জাপানের কোন মন্ত্রী?
(a) ফুমিমারো কোনোয়ে
(b) তোজো
(c) কাউন্ট ইটো
(d) নাকামুরা
উওর :- (a) ফুমিমারো কোনোয়ে
( xxiv) সরকার ও নৌবাহিনীর মধ্যে মধ্যস্থতা করেন কংগ্রেস নেতা -
(a) মহাত্মা গান্ধি
(b) জওহরলাল নেহরু
(c) মৌলানা আবুল কালাম আজাদ
(d) বল্লভভাই প্যাটেল
উওর :- (d) বল্লভভাই প্যাটেল
Tags :
ইতিহাস জি.কে প্রশ্ন উওর | চাকরির পরিক্ষার ইতিহাস gk | Madhyamik History GK | WBCHSE Class 12 History GK | Class 10 History GK Question Answers | Class 12 History GK Question Answers | history gk for competitive exam | history important gk question answers for competitive exams | modern Indian history questions for competitive exams | history gk for competitive exam | indian history gk questions for competitive exams