|
একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর |
আজকের এই ব্লগের মাধ্যমে আমরা একাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের চেতনা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ / মহাকাব্য এবং তাদের লেখকের নামের তালিকা তোমাদের সঙ্গে শেয়ার করবো।।
একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর || WB Class 11 History Questions Answers
গ্রন্থের নাম |
লেখক |
ইলিয়াড |
হোমার |
ওডিসি |
হোমার |
পঞ্চতন্ত্র |
বিষ্ণুশর্মা |
হিতোপদেশ |
নারায়ন পন্ডিত |
ইন্ডিকা |
মেগাস্থিনিস |
রাজতরঙ্গীনি |
কলহন |
বিক্রমাঙ্কদেবচরিত |
বিহলন |
রামচরিত |
সন্ধ্যাকর নন্দী |
গৌড়বাহ |
বাকপতিরাজ |
পৃথ্বীরাজ চরিত |
চাঁদ বরদৈ |
অভিজ্ঞান শকুন্তলম |
কালিদাস |
মালবিকাগ্নিমিত্রম |
কালিদাস |
রঘুবংশম |
কালিদাস |
একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর || WB Class 11 History Questions Answers
একাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের চেতনা থেকে বিভিন্ন গ্রন্থের লেখক বা বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ ও মহাকাব্যের নাম এবং তার লেখক কে এই সংক্রান্ত যেসব প্রশ্ন গুরুত্বপূর্ণ, সেগুলো হলো-
1- রাজতরঙ্গিনী গ্রন্থটি কার লেখা?
উওর : রাজতরঙ্গিনী গ্রন্থটি কলহনের লেখা।
2- রাজতরঙ্গিনী গ্রন্থটি থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায়?
উওর : - রাজতরঙ্গিনী গ্রন্থটি থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়।
3- অভিজ্ঞান শকুন্তলম গ্রন্থটি কার লেখা?
উওর : অভিজ্ঞান শকুন্তলম গ্রন্থটি কালিদাসের লেখা।।
4- ইন্ডিকা গ্রন্থটি কার লেখা?
উওর :- ইন্ডিকা গ্রন্থটি মেগাস্থিনিস এর লেখা।
5- মেগাস্থিনিস কে ছিলেন?
উওর : মেগাস্থিনিস ছিলেন গ্রিক পর্যটক যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন।
6- ইন্ডিকা গ্রন্থটি কোন যুগে রচিত হয়েছিল?
উওর : ইন্ডিকা গ্রন্থটি মৌর্য যুগে রচিত হয়েছিল।
7- ইলিয়াড ও ওডিসি নামক মহাকাবটি কে রচনা করেছিলেন?
উওর : ইলিয়াড ও ওডিসি মহাকাবটি অন্ধ কবি হোমারের রচিত।।
8- রামচরিত গ্রন্থটি কার রচনা?
উওর : সন্ধ্যাকর নন্দী।।