একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর || WB Class 11 History Questions Answers

0

একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর || WB Class 11 History Questions Answers
একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর

আজকের এই ব্লগের মাধ্যমে আমরা একাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের চেতনা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ / মহাকাব্য এবং তাদের লেখকের নামের তালিকা তোমাদের সঙ্গে শেয়ার করবো।।

একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর || WB Class 11 History Questions Answers

 
গ্রন্থের নাম                          লেখক                                         
ইলিয়াড          হোমার
ওডিসি         হোমার
পঞ্চতন্ত্র         বিষ্ণুশর্মা
হিতোপদেশ          নারায়ন পন্ডিত
ইন্ডিকা        মেগাস্থিনিস
রাজতরঙ্গীনি        কলহন
বিক্রমাঙ্কদেবচরিত        বিহলন
রামচরিত      সন্ধ্যাকর নন্দী
গৌড়বাহ        বাকপতিরাজ
পৃথ্বীরাজ চরিত          চাঁদ বরদৈ
অভিজ্ঞান শকুন্তলম       কালিদাস
মালবিকাগ্নিমিত্রম      কালিদাস
রঘুবংশম        কালিদাস

একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর || WB Class 11 History Questions Answers


একাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের চেতনা থেকে বিভিন্ন গ্রন্থের লেখক বা বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ ও মহাকাব্যের নাম এবং তার লেখক কে এই সংক্রান্ত যেসব প্রশ্ন গুরুত্বপূর্ণ, সেগুলো হলো- 

1- রাজতরঙ্গিনী গ্রন্থটি কার লেখা?
উওর : রাজতরঙ্গিনী গ্রন্থটি কলহনের লেখা।
2- রাজতরঙ্গিনী গ্রন্থটি থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায়?
উওর : - রাজতরঙ্গিনী গ্রন্থটি থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়।
3- অভিজ্ঞান শকুন্তলম গ্রন্থটি কার লেখা? 
উওর : অভিজ্ঞান শকুন্তলম গ্রন্থটি কালিদাসের লেখা।।
4- ইন্ডিকা গ্রন্থটি কার লেখা? 
উওর :- ইন্ডিকা গ্রন্থটি মেগাস্থিনিস এর লেখা।
5- মেগাস্থিনিস কে ছিলেন? 
উওর : মেগাস্থিনিস ছিলেন গ্রিক পর্যটক যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন। 
6- ইন্ডিকা গ্রন্থটি কোন যুগে রচিত হয়েছিল?
উওর : ইন্ডিকা গ্রন্থটি মৌর্য যুগে রচিত হয়েছিল।
7- ইলিয়াড ও ওডিসি নামক মহাকাবটি কে রচনা করেছিলেন?
উওর : ইলিয়াড ও ওডিসি মহাকাবটি অন্ধ কবি হোমারের রচিত।।
8- রামচরিত গ্রন্থটি কার রচনা?
উওর : সন্ধ্যাকর নন্দী।।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top