রুদ্ধদ্বার নীতি কী? || ক্যান্টন বাণিজ্য প্রথা || উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন উওর

0

 

রুদ্ধদ্বার নীতি কী? || ক্যান্টন বাণিজ্য প্রথা || উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন উওর
রুদ্ধদ্বার নীতি কী? || উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন উওর 


উওরঃ রুদ্ধদ্বার নীতিটি মূলত প্রাচীন চীনের বাণিজ্যিক ব্যবস্থা সঙ্গে যুক্ত ছিল। প্রাচীনকালে চীন কখনোই বৈদেশিক শক্তিগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে রাজি ছিল না। কিন্তু প্রথমবারের জন্য ১৫৪৮ খ্রিস্টাব্দের দিকে পর্তুগিজ নাবিকদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করার পরবর্তীকালে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলি চীনে বাণিজ্য করতে আসে। কিন্তু তারা বাণিজ্য করতে এলেও চীন কখনোই তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে চাইনি। কিন্তু তবুও চিন শুধুমাত্র কয়েকটি বাণিজ্যিক বন্দর বিদেশিদের জন্য খুলে দিয়েছিল। 

চিনের সেই বন্দর গুলিতে বাণিজ্য করার জন্য ইউরোপীয় বণিকদের কয়েকটি নিয়ম মেনে চলতে হতো। যেমন - 

▪ ইউরোপীয়রা কখনোই চীনের ভাষা এবং আদব কায়দা শিখতে পারবেনা। 

▪ তারা নিজেদের বাণিজ্য কুঠিতে মহিলা কর্মচারী এবং আগ্রহেস্ত্র প্রবেশ করতে পারবে না। 

▪ তারা সরাসরি বাণিজ্যিক দ্রব্য কেনাবেচা করতে পারবেনা। এজন্য চীনের একটি বণিক সম্প্রদায়ের মাধ্যমে তারা তাদের বাণিজ্য পণ্য বিক্রি করতে হবে। 

▪ বাণিজ্যের সময় শেষ হয়ে গেলে তাদের নিজেদের বাণিজ্য কুঠি সেখান থেকে সরিয়ে ফেলতে হবে ইত্যাদি। চীনে বাণিজ্য করার ক্ষেত্রে চীনাদের এই কঠোর বাণিজ্যিক নীতি রুদ্ধদ্বার নীতি নামে পরিচিত।।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top