![]() |
বিচার বিভাগের কার্যাবলী আলোচনা করো |
আজকের ব্লগের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় সরকারের বিভিন্ন বিভাগ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 'বিচার বিভাগের কার্যাবলী আলোচনা করো অথবা বিচার বিভাগের ভূমিকা আলোচনা করো' - এর উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো।
বিচার বিভাগের কার্যাবলী আলোচনা করো অথবা বিচার বিভাগের ভূমিকা আলোচনা করো
ভূমিকা:- সরকারের অত্যন্ত মর্যাদা সম্পন্ন তৃতীয় অঙ্গটি হলো বিচার বিভাগ। সহজ কথায় বলা যায় যে বিচার বিভাগ আইনের ব্যাখ্যা করে,আইন সংক্রান্ত বিরোধের মীমাংসা করে এবং আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান করে। নাগরিক অধিকার এবং স্বাধীনতাকে রক্ষা করে। এবং এই কাজ যারা করেন তাদের বলা হয় বিচারক। বিচারকদের নিয়ে বিচার বিভাগ গঠিত হয়। অবশ্য বিচার বিভাগে বিচারক ছাড়াও অন্যান্য বহু কর্মচারী আছে।
বিচার বিভাগের কার্যাবলী আলোচনা করো অথবা বিচার বিভাগের ভূমিকা আলোচনা করো
আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় বিচার বিভাগের বিচার ছাড়াও নানাবিধ গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। সেগুলি হল-
দেওয়ানী এবং ফৌজদারী মামলার নিষ্পত্তি
দেশের চলতি আইন অনুসারে দেওয়ানী ও ফৌজদারী মামলার নিষ্পত্তি করা বিচার বিভাগের একটি অন্যতম সাবেকি কাজ। বিচার বিভাগ তাদের রায় ঘোষণা করে অপরাধির শাস্তি বিধান করেন। বিচারপতিরা আইনসভার আইন ছাড়াও এক্ষেত্রে প্রচলিত প্রথা,রীতি নীতি, লোকাচার প্রভৃতির সাহায্যে নিয়ে থাকেন।
বিচার বিভাগীয় পর্যালোচনা ও সংবিধান এবং আইনের ব্যাখ্যা
বিচার বিভাগের একটি সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হল সরকারি আইন, আদেশ ও নির্দেশের বৈধতা বিচার করা এবং সংবিধানের ব্যাখ্যা দেওয়া। সব রাজনৈতিক ব্যবস্থায় বিচার বিভাগের হাতে এই ধরনের সাংবিধানিক ক্ষমতা থাকে না। আধুনিক রাষ্ট্র বিজ্ঞানীদের মতে বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থায় বিচার বিভাগের ভূমিকার বিভিন্নতা লক্ষ্য করা যায়। বিচার বিভাগীয় পর্যালোচনা সাহায্য বিচার বিভাগ খতিয়ে দেখে যে, আইনসভার নির্দেশ বা আদেশের সঙ্গে ব্যক্তি স্বাধীনতার মিল রয়েছে কিনা। এক্ষেত্রে যদি দেখা যায় যে সংশ্লিষ্ট আইন, আদেশ বা নির্দেশের প্রকৃতি সংবিধানবিরোধী, সেক্ষেত্রে ওই আইন, আদেশ বা নির্দেশকে বিচার বিভাগ বাতিল বলে ঘোষণা করে। এছাড়াও আইন ও সংবিধানের ব্যাখ্যা বিচার বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।
নাগরিক অধিকার সংরক্ষণ
বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কাজ হল নাগরিক অধিকার রক্ষা করা। এছাড়াও ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকারের রক্ষা করা বিচার বিভাগের দায়িত্ব। ভারতের সুপ্রিম কোর্ট ৩২ নং ধারার অনুযায়ী মৌলিক অধিকার বলবৎ করার দায়িত্ব পালন করে।
বিরোধের নিষ্পত্তি
বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থায় বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক প্রভৃতি সংগঠনের সঙ্গে পারস্পরিক বিরোধের মীমাংসা করা বিচার বিভাগের দায়িত্ব।
শাসন বিভাগকে পরামর্শদান
শাসন বিভাগকে চাইলে বিচার বিভাগ পরামর্শ দিতে পারে। সাধারণত দেশের রাষ্ট্রপ্রধান যেমন রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ কোন বিষয়ে সর্বোচ্চ আদালতের পরামর্শ চাইতে পারেন। এক্ষেত্রে বিচার বিভাগ সেক্ষেত্রে পরামর্শ দিয়ে থাকেন। ভারতের সুপ্রিম কোর্টের সেই ক্ষমতা রয়েছে।
গণতন্ত্রের সংরক্ষণ
ন্যায়বিচার ছাড়া গণতন্ত্র সফল হতে পারেনা। আর ন্যায় বিচারকার্য সম্পূর্ণ করে বিচার বিভাগ প্রকৃত গনতন্ত্র প্রতিষ্ঠা করে। তাই বিচার বিভাগ ন্যায় বিচারের ক্ষেত্রে সত্য ঘটনার অনুসন্ধান, সাক্ষ্য প্রমাণ, তথ্য প্রভৃতিকে অত্যন্ত গুরুত্ব প্রদান করে।
উপসংহার পরিশেষে বলা যায় যে রাজনৈতিক ব্যবস্থার উন্নয়ন ও জটিলতাকে জটিলতার ফল বিচার বিভাগের কার্যকলাপ পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে যেমন বর্তমান বিচার বিভাগীয় অতি সক্রিয়তা যথেষ্ট প্রভাব বিস্তার করেছে অবশ্য উদারনৈতিক গণতন্ত্রের বিচার বিভাগের গুরুত্ব ও কার্যাবলী অনেক ব্যাপক।।
আশাকরি যে, দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় সরকারের বিভিন্ন বিভাগ থেকে শেয়ার করা 'বিচার বিভাগের কার্যাবলী আলোচনা করো অথবা বিচার বিভাগের ভূমিকা আলোচনা করো' - এর উওরটি তোমাদের কাজে আসবে।