|  | 
| মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্ন উওর || থাইরয়েড গ্রন্থির অবস্থান, নিঃসৃত হরমোন | 
1- থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত?
উওর : মানুষের গ্রীবা দেশে।
2- থাইরয়েড গ্রন্থ থেকে কোন হরমোন নিঃসৃত হয়?
উওর : থাইরক্সিন।
3- হরমোন থাইরক্সিন হরমোন এর প্রধান উপাদান কী?
উওর : আয়োডিন।
4- থাইরক্সিন হরমোনের কম ক্ষরণের ফলে শিশুদের কোন রোগ হয়?
উওর : ক্রেটিনিজম। 
5- থাইরক্সিন হরমোনের কম ক্ষরণের ফলে প্রাপ্তবয়স্কদের কোন রোগ হয়?
উওর : মিক্সিডিমা। 
6- থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণের ফলে কোন রোগ দেখা যায়?
উওর : গ্রেভস বর্ণিত রোগ অথবা গলগন্ড বা গয়টার রোগ দেখা দেয়। 
7- কোন অঞ্চলের মানুষদের গলগন্ড রোগ বেশি দেখা যায়?
উওর : পাহাড়ি অঞ্চলের। 
8- থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রদান করে কোন হরমোন? 
উওর : TSH ( Thyroid Stimulating Hormone ) 
মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্ন উওর || থাইরয়েড গ্রন্থির অবস্থান, নিঃসৃত হরমোন || থাইরক্সিন হরমোনের উৎস এবং কাজ
থাইরয়েড গ্রন্থির অবস্থান, নিঃসৃত হরমোন
| গ্রন্থি | থাইরয়েড | 
|---|---|
| অবস্থান | গ্রীবাদেশে ল্যারিংক্সের নীচে ট্রাকিয়ার দুপাশে অবস্থিত। | 
| থাইরক্সিনের প্রধান উপাদান | আয়োডিন। | 
| থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম | থাইরক্সিন ( T4 )। | 
থাইরক্সিন হরমোনের উৎস এবং কাজ
| থাইরক্সিনের উৎস | থাইরয়েড গ্রন্থি | 
| বিপাকীয় কাজ | ক্রেবস চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে কলাকোশের বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে। ফলে শর্করা, প্রোটিন ও ফ্যাট বিপাক ক্রিয়ার হার বৃদ্ধি পায়। | 
| গ্লুকোজ শোষণ | অন্ত্রে গ্লুকোজ শোষণ ক্ষমতা বৃদ্ধি করে। | 
| গ্লুকোজ রুপান্তর | যকৃতে ও পেশিতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে রুপান্তরিত হতে সাহায্য করে। যকৃতে প্রোটিন থেকে গ্লুকোজ প্রস্তুতিতে "সাহায্য করে। | 
| কিটোন বডির উৎপাদন | থাইরক্সিন দেহের সজ্জিত মেদ বিয়োজিত করে, ফলে কিটোন বডির উৎপাদন বৃদ্ধি পায়। | 
| মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ | দেহের তাপ উৎপাদন ও অক্সিজেন ব্যবহার নিয়ন্ত্রণ করে থাইরক্সিন মৌল বিপাকীয় হারের (BMR) হ্রাস-বৃদ্ধি ঘটায়। | 
| লোহিতকণিকার ক্রমপরিণতি | থাইরজিন লোহিত রক্তকণিকার ক্রমপরিণতিতে সাহায্য করে। | 
| হৃৎস্পন্দন বৃদ্ধি | থাইরক্সিনের প্রভাবে হৃৎস্পন্দনের হার বেড়ে যায়, ফলে রক্তচাপ ও শ্বসনের হারও বৃদ্ধি করে। | 
