![]() |
WB Government Job Recruitment 2022 |
নিচের ছকটিতে সমস্ত বিবরণ দেওয়া হলো। সবকিছু ভালো করে দেখার জন্য আপনার ফোনটা Desktop Mode করে নিন।।
কোন পদে নিয়োগ করা হবে | বেতন | শিক্ষাগত যোগ্যতা | বয়স | আবেদন পদ্ধতি |
---|---|---|---|---|
গ্রুপ সি পদ | 15,000/- টাকা থেকে শুরু হবে। | যেকোনো ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ হতে হবে | সর্বোচ্চ 35 বছর | অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে |
কিভাবে আবেদন করবেন?
আবেদন করার জন্য আপনি আপনার নিকটবর্তী যেকোনো সাইবার ক্যাফেতে যান। সেখানে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের বৈধ Mobile Number & Email দিয়ে রেজিস্ট্রার করে নিন। এরপর সেখানে ফর্মটি ভালো করে সমস্ত Documents সহকারে ফিলাপ করে নিন। ফর্মটি পূরণ করে সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন।।
আবেদন জমা পড়ার পর প্রার্থীদের শর্ট লিস্টিং করা হবে তাদের শিক্ষাগত যোগ্যতা তথা অ্যাকাডেমিক মার্কস এর ভিত্তিতে। আপনার নম্বর ভালো থাকলে সর্বপ্রথম আপনাকে কম্পিউটার টেস্ট এবং পার্সোনালি টেস্ট এবং সবশেষে আপনাকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। সেখানে আপনি পাশ করলেই আপনাকে নিয়োগপত্র দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ :-
যারা আবেদন করতে ইচ্ছুক তারা 27/07/2022 পযর্ন্ত আবেদন করতে পারবেন।।
Tags : চাকরির খবর 2022 | পশ্চিমবঙ্গে চাকরির খবর 2022 | সরকারি চাকরির খবর | government jobs recruitment 2022 | wb government jobs 2022 | wb government job news 2022