উচ্চমাধ্যমিক বাংলা-বাংলা চলচ্চিত্রের কথা MCQ & SAQ || WB Class 12 Bengali MCQ & SAQ Question Answer

0

  

উচ্চমাধ্যমিক বাংলা-বাংলা চলচ্চিত্রের কথা MCQ & SAQ || WB Class 12 Bengali MCQ & SAQ Question Answer
উচ্চমাধ্যমিক বাংলা-বাংলা চলচ্চিত্রের কথা MCQ & SAQ


আজকের এই ব্লগের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির বাংলা সাহিত্যের ইতিহাস বা উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্য ইতিহাস বাংলা চলচ্চিত্রের কথা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত MCQ, SAQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো।।

উচ্চমাধ্যমিক বাংলা-বাংলা চলচ্চিত্রের কথা MCQ & SAQ || WB Class 12 Bengali MCQ & SAQ Question Answer 


1- প্রথম সিনেমা নির্মাতা কে বা কারা?


উওর : অগাস্ট লুই এবং লুমিয়ের লুই নামক দুই ভাই। 


2- কোথায় সর্বপ্রথম সিনেমা তৈরি হয়েছিল? 


উওর : ফ্রান্সের প্যারিসে। 


3- প্রথম কোথায় সিনেমা দেখানো হয়েছিল? 


উওর : প্যারিসের গ্র্যান্ড ক্যাফেতে।


4- ভারতের প্রথম কবে সিনেমা প্রদর্শন করা হয়েছিল?


উওর : ১৮৮৬ খ্রিস্টাব্দে।


5- ভারতের প্রদর্শিত প্রথম ছবির নাম কি? 


উওর : মেলোডি অফ লাভ


6- রয়েল বায়োস্কোপ কোম্পানির প্রতিষ্ঠাতা কে?


উওর : হীরালাল সেন এবং মতিলাল সেন।


7- ভারতে কবে প্রথম মুভি ক্যামেরা আসে?


উওর : ১৯০২ খ্রিষ্টাব্দে।


8- বাংলায় কে সিনেমা দেখানোর ব্যাপারটা প্রতিষ্ঠানিক গ্রুপ দিয়েছিলেন? 


উওর : জে.এফ.ম্যাডান। 


9- সিস্টেম পিকচার প্যালেস প্রেক্ষাগৃহের প্রতিষ্ঠাতা কে? 


উওর : জে.এফ.ম্যাডান


10- ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি? 


উওর : রাজা হরিশচন্দ্র


11- রাজা হরিশচন্দ্র সিনেমাটি কে তৈরি করেছিলেন?


উওর : দাদাসাহেব ফালকে


12- ভারতের প্রদর্শিত প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? 


উওর : আলমআরা


13- ভারতের প্রকাশিত প্রথম বাংলা সবাক চলচ্চিত্র কোনটি? 


উওর : জামাইষষ্ঠী 


14- ভারতে কবে প্রথম সবাক চলচ্চিত্রের প্রচলন ঘটে? 


উওর : 1932 খ্রিষ্টাব্দে


15- কে সর্বপ্রথম সিনেমায় ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেছিলেন?


উওর : দেবকী কুমার বসু।


16- ভারতীয় চলচ্চিত্রের প্রথম তথ্যচিত্র কে ছিলেন? 


উওর : হীরালাল সেন।।


17- রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি চলচিত্রায়িত করেছিলেন? 


উওর : নটীর পূজা।


18-  বাংলা প্রথম কাহিনী নাট্য কোনটি?


উওর : বিল্বমঙ্গল।


19- বাংলা প্রথম রঙিন ছবি কোনটি? 


উওর : 'পথে হল দেরি'


20- দেবদাস সিনেমাটি কে তৈরি করেছিলেন?


উওর : প্রথমেশ পড়ুয়া


21- সাড়ে চুয়াত্তর সিনেমাটি পরিচালক কে ছিলেন? 


উওর : নির্মল দে


22- পথের পাঁচালী সিনেমাটির পরিচালক কে?


উওর : সত্যজিৎ রায়


23- পথের পাঁচালী সিনেমাটি কবে মুক্তি পেয়েছিল? 


উওর : ১৯৫৫ সালের ২৬ শে আগস্ট


24- পথের পাঁচালী ছবিটির সংগীত পরিচালক কে ছিলেন? 


উওর : পন্ডিত রবি শংকর


25- ঋত্বিক ঘটকের প্রথম ছবি কোনটি? 


উওর : নাগরিক


26- অযান্ত্রিক ছবিটি কার তৈরি? 


উওর : ঋত্বিক ঘটক


27- রাতভোর সিনেমাটি কে তৈরি করেছিলেন?


উওর : মৃণাল সেন।


28- পথে হল দেরি সিনেমাটির পরিচালক কে ছিলেন? 


উওর : বিভুতি লাহা।


29- চারুলতা সিনেমাটি কোন গল্প অনুসারে তৈরি হয়েছে?


উওর : নষ্টনীড় ( রবীন্দ্রনাথ ঠাকুর )


30- উত্তম-সুচিত্রা জুটি হিসেবে প্রথম কোন সিনেমা করেছিলেন?


উওর : সাড়ে চুয়াত্তর


31- The Inner Eye তথ্যচিত্রটি কে তৈরি করেছিলেন?


উওর : সত্যজিত রায়।


32- কাবুলিওয়ালা সিনেমাটি কে তৈরি করেছিলেন? 


উওর : তপন সিংহ


33- বাক্সবদল সিনেমাটি কে তৈরি করেছিলেন?


উওর : নিত্যানন্দ দত্ত


34- সত্যজিৎ রায়ের একমাত্র হিন্দি ছবি কোনটি?


উওর : শতরঞ্জ কে খিলাড়ী


35- "দো বিঘা জমিন" ছবিটি নির্মাতা কে?


উওর : বিমল রায়।।

আশাকরি যে. দ্বাদশ শ্রেণির বাংলা সাহিত্যের ইতিহাস বা উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্য বাংলা চলচ্চিত্রের কথা থেকে শেয়ার করা SAQ Question Answer গুলো তোমাদের কাজে আসবে।

Tags : দ্বাদশ শ্রেণির বাংলা সাহিত্যের ইতিহাসের প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক বাংলা সাহিত্যের ইতিহাসের প্রশ্ন উওর | বাংলা গানের ধারা প্রশ্ন উত্তর | বাংলা চলচ্চিত্রের কথা mcq | বাংলা চলচ্চিত্রের কথা saq | Wb class 12 Bengali question answer | hs Bengali question answer | class 12 Bengali mcq | class 12 bangla mcq | class 12 bangla saq

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top