মাধ্যমিক জীবনবিজ্ঞান [ হরমোন এবং উৎসেচকের মধ্যে পার্থক্য ] || Madhyamik Life Science Notes

0

মাধ্যমিক জীবনবিজ্ঞান [ হরমোন এবং উৎসেচকের মধ্যে পার্থক্য ] || Madhyamik Life Science Notes
হরমোন এবং উৎসেচকের মধ্যে পার্থক্য


 
বিষয় হরমোন উৎসেচক
উৎপত্তিস্থল হরমোন তরুণ কোষ অথবা অনাল গ্রন্থ থেকে উৎপন্ন হয়। সকল সজীব কোশে উৎসেচক উৎপন্ন হয়।
পরিবহন নিঃসৃত হরমোন রক্ত বা লসিকার মাধ্যমে সারা দেহে প্রবাহিত হয়। উৎসেচক সারা দেহে নালী পথে বাহিত হয়।
কর্মস্থল। হরমোন প্রধানত উৎসব থেকে দূরে গিয়ে তার ক্রিয়া করে। কিন্তু উৎসেচক উৎস স্থল এবং অন্যত্র সর্বত্র ক্রিয়া করে
ক্রিয়া পরবর্তী অবস্থা হরমোন তার ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় এবং বিভিন্ন উপায়ে দেহ থেকে নির্গত হয়। কিন্তু উৎসেচক কাজের পর অপরিবর্তিত থাকে অর্থাৎ উৎসেচক ধ্বংসপ্রাপ্ত নয়।।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top