বিভিন্ন বিদ্রোহ,সময়কাল ও নেতৃত্বগণের তালিকা || 30+ History GK Question Answer For Madhyamik & WBCS

0

 

বিভিন্ন বিদ্রোহ,সময়কাল ও নেতৃত্বগণের তালিকা || 30+ History GK Question Answer For Madhyamik & WBCS
30+ History GK Question Answer For Madhyamik & WBCS


আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দশম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় বা মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রতিরোধ ও বিদ্রোহ থেকে বিভিন্ন ধরনের Job Exams or Competitive Exam যেমন - WBCS Exam, Bank, Rail,SSC ইত্যাদি পরিক্ষার জন্য, Modern Age History Of India (আধুনিক ভারতের ইতিহাস) থেকে 1863 খ্রিষ্টাব্দ থেকে 1900 খ্রিষ্টাব্দে মধ্যে সংগঠিত বিভিন্ন বিদ্রোহ, বিদ্রোহের নেতা, বিদ্রোহের সময়কাল, এবং বিদ্রোহের নেতৃত্বের একটি তালিকা (বিভিন্ন বিদ্রোহ,সময়কাল ও নেতৃত্বগণের তালিকা || 30+ History GK Question Answer For Madhyamik & WBCS) তোমাদের সঙ্গে শেয়ার করবো। 


বিভিন্ন বিদ্রোহ,সময়কাল ও নেতৃত্বগণের তালিকা || 30+ History Questions Answers For Madhyamik


1- ঔপনিবেশিক ভারতে সংগঠিত প্রথম কৃষক বিদ্রোহ কোনটি?

উওর : সন্ন্যাসী ফকির বিদ্রোহ

2- সন্ন্যাসী ফকির বিদ্রোহ কবে হয়েছিল?

উওর : 1763-1800 খ্রিষ্টাব্দের মধ্যে।

3- সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?

উওর : ভবানী পাঠক। 

4- রংপুর বিদ্রোহের নেতা কে ছিলেন?

উওর : নুরুলউদ্দিন এবং দয়ারাম শীল।

5- প্রথম পর্বের চুয়ার বিদ্রোহ কবে হয়েছিল?

উওর : ১৭৯৮-৯৯ খ্রিষ্টাব্দে।

6- প্রথম পর্বের চুয়ার বিদ্রোহে কে নেতৃত্বে দিয়েছিলেন?

উওর : ধলভুমের রাজা জগন্নাথ সিংহ।

7- কাকে মেদিনীপুরের লক্ষীবাঈ বলা হয়?

উওর : মেদিনীপুরের রানী শিরোমণিকে মেদিনীপুরের লক্ষীবাই বলা হয়।

8- রানী শিরোমণি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন?

উওর : দ্বিতীয় পর্ব বিদ্রোহের সঙ্গে।

8- কোল বিদ্রোহ কবে হয়েছিল?

উওর : ১৮৩১ খ্রিস্টাব্দে।

9- কোল বিদ্রোহ কোথায় হয়েছিল?

উওর : ছোটোনাগপুর অঞ্চলে।

10- সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল?

উওর : ১৮৫৫ খ্রিস্টাব্দে

11- সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিলেন?

উওর : সিধু এবং কানহু নামে দুই ভাই।

12- মুন্ডা বিদ্রোহ কবে হয়েছিল?

উওর : ১৮৯৯ খ্রিস্টাব্দে

13- মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?

উওর : বিরসা মুন্ডা।

14- কে নিজেকে ধরতি আবা বলতেন?

উওর : বিরসা মুন্ডা।

15- ভিল বিদ্রোহ কবে হয়েছিল?

উওর : ১৮১৯ খ্রিস্টাব্দে।

16- ভিল বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?

উওর : সেওয়ারাম বা শিউরাম।

17- বারাসাত বিদ্রোহের নেতা কে ছিলেন?

উওর : তিতুমীর।

18- তিতুমীরের আসল নাম কী?

উওর : মীর নিসার আলি।

19- কে বাশের কেল্লা নির্মাণ করেছিলেন?

উওর : তিতুমীর।

20- বারাসাত বিদ্রোহ সময় ভারতের বড়লাট কে ছিলেন?

উওর : লর্ড উইলিয়াম বেন্টিং।

21-  কে ফরাজি আন্দোলন শুরু করেছিলেন?

উওর : হাজী শরীয়ৎউল্লাহ।

22- দুদুমিয়ার আসল নাম কী?

উত্তর : মোহাম্মদ মহসিন।

23- পাগলপন্থী মেয়েদের নেতা কে ছিলেন?

উওর : টিপু শাহ বা টিপু গারো।

24- বাংলায় কবে নীল বিদ্রোহ শুরু হয়েছিল?

উওর : ১৮৫৯ খ্রিস্টাব্দে। 

25- নীল বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?

উওর : দিগম্বর বিশ্বাস,বিষ্ণুচরন বিশ্বাস, রফিক মন্ডল,বিশ্বনাথ সরদার,মেঘাই সরদার, মহেশ বন্দ্যোপাধ্যায়, কাদের মোল্লা, রফিক মন্ডল, রাম রতন রায়,শ্রীগোপাল পালচৌধুরী প্রমুখ। 

26- সর্বপ্রথম কোথায় নীল বিদ্রোহ শুরু হয়েছিল?

উওর : নদীয়ার চৌগাছা গ্রাম।

27- পাবনা কৃষক বিদ্রোহ কবে হয়েছিল?

উওর : ১৮৭০ খ্রিস্টাব্দে।

28- পাবনা কৃষক বিদ্রোহ কোথায় হয়েছিল?

উওর : পূর্ববঙ্গের পাবনা জেলায়।

29- পাবনা বিদ্রোহের নেতা কে ছিলেন?

উওর : ঈশান চন্দ্র রায়।

30- কে বিদ্রোহী রাজা নামে পরিচিত ছিল?

উওর : ঈশান চন্দ্র রায়

31- সুই মুন্ডা কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন?

উওর : কোল বিদ্রোহের সঙ্গে।


Tags : বিভিন্ন বিদ্রোহ,সময়কাল ও নেতৃত্বগণের তালিকা | বিভিন্ন বিদ্রোহ ও তাদের নেতাদের নামের তালিকা | দশম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উওর | মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উওর | প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায়ের প্রশ্ন উওর | history mcq questions for competitive exams | important questions of history for competitive exams | ইতিহাস কুইজ ও প্রশ্ন উওর | ইতিহাস MCQ For Competitive Exam |online history mock test in bengali | history related questions for competitive exams | modern history mcq for competitive exam | top history questions for competitive exams | history gk for competitive exam | history mock test in bengali | modern history questions for competitive exams | history important questions for competitive exams | ancient history questions for competitive exams | history mcq for competitive exam | history questions for competitive exams 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top