Class 11 History - গুপ্ত সাম্রাজ্য সংক্রান্ত প্রশ্নোত্তর || একাদশ শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

0


Class 11 History - গুপ্ত সাম্রাজ্য সংক্রান্ত প্রশ্নোত্তর || একাদশ শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর


আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় 'রাজনৈতিক বিবর্তন : শাসন কার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা' থেকে  গুপ্ত বংশ বা গুপ্ত সাম্রাজ্য সংক্রান্ত  25 + History GK Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভারতের প্রাচীন একটি সাম্রাজ্য অর্থাৎ গুপ্ত সাম্রাজ্য সংক্রান্ত একাধিক প্রশ্ন বিভিন্ন চাকরির পরিক্ষায় এসে থাকে। তাই আজকের এই History Question Answer গুলো একাদশ শ্রেণির ইতিহাস পরিক্ষা সহ বিভিন্ন চাকরির পরিক্ষার যেমন - WBCS Exam, Bank, Rail,SSC ইত্যাদির জন্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Class 11 History - গুপ্ত সাম্রাজ্য সংক্রান্ত প্রশ্নোত্তর || একাদশ শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

প্রশ্ন- গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

উওর : গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন শ্রীগুপ্ত।

প্রশ্ন- কবে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল?

উওর : আনুমানিক ১৮৫ খ্রিস্টপূর্বাব্দে।

প্রশ্ন- শ্রীগুপ্ত কবে থেকে কোন সময় পর্যন্ত রাজত্ব করেছিলেন?

উওর : আনুমানিক ২৭৫ খ্রিস্টাব্দ থেকে ৩০০ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন।

প্রশ্ন- গুপ্ত সাম্রাজ্য কোন কোন অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল?

উওর - গুপ্ত সাম্রাজ্য মূলত বাংলা এবং বিহারের কিছু অঞ্চল নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল।

প্রশ্ন- গুপ্ত সাম্রাজ্যে প্রথম সম্রাট কে ছিলেন?

উওর : শ্রীগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের প্রথম সম্রাট।

প্রশ্ন- গুপ্ত বংশের প্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজা কে ছিলেন?

উওর : প্রথম চন্দ্রগুপ্ত।

গুপ্ত সাম্রাজ্যের এই গুরুত্বপূর্ণ 26 টি প্রশ্ন উওর PDF File টি Download করতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করুন।

এখানে👉 : গুপ্ত সাম্রাজ্যের PDF Download 


প্রশ্ন- কুমার দেবী কে ছিলেন?

উওর : কুমারদেবী ছিলেন লিচ্ছবি রাজকন্যা এবং সেই সঙ্গে প্রথম চন্দ্রগুপ্তের স্ত্রী।

প্রশ্ন- মহারাজাধিরাজ কার উপাধি? অথবা মহারাজাধিরাজ উপাধি কে গ্রহণ করেছিলেন?

উওর : প্রথম চন্দ্রগুপ্ত।

প্রশ্ন- কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়?

উওর : সমুদ্র গুপ্তকে

প্রশ্ন- সমুদ্র গুপ্তকে, কে ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছিলেন?

উওর : ঐতিহাসিক ডক্টর ভিনসেন্ট স্মিথ।

প্রশ্ন- সমুদ্রগুপ্তের পিতা কে ছিলেন?

উওর : সমুদ্র গুপ্তের পিতা ছিলেন সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত।

প্রশ্ন- গুপ্ত সাম্রাজ্যের কোন শাসক গ্রহণ পরিমোক্ষ নীতি প্রবর্তন করেছিলেন? 

উওর : সমুদ্র গুপ্ত

প্রশ্ন- সমুদ্রগুপ্তের পর গুপ্ত সাম্রাজ্যের সম্রাট কে ছিলেন?

উওর : সমুদ্রগুপ্তের পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

প্রশ্ন- গুপ্ত সাম্রাজ্যের যুগকে কি বলে অভিহিত করা হয়?

উওর : সুবর্ণ যুগ।

প্রশ্ন- গুপ্ত সাম্রাজ্যের সর্বশেষ শক্তিশালী সম্রাট কে ছিলেন?

উওর : সম্রাট স্কন্ধগুপ্ত।

প্রশ্ন- কোন গুপ্ত সম্রাট কে ভারতের রক্ষাকারী রাজা বলা হয়?

উওর : সম্রাট স্কন্ধগুপ্তকে।

প্রশ্ন- কোন ভারতীয় ঐতিহাসিক স্কন্ধ গুপ্তকে থেকে ভারতের রক্ষাকারী বলে অভিহিত করেছেন?

উওর : ভারতীয় ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার।

প্রশ্ন- গুপ্ত বংশের শেষ রাজা বা সম্রাট কে?

উওর : জীবিত গুপ্ত।

প্রশ্ন- কবে বা কখন গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটেছিল?

উওর : আনুমানিক ৫০০ খ্রিস্টাব্দের পর জীবিত গুপ্তের মৃত্যুর পর।

প্রশ্ন- স্কন্ধ গুপ্ত কাদের আক্রমণ থেকে ভারতকে রক্ষা করেছিলেন?

উওর : বিদেশি হুনদের আক্রমণ থেকে।

প্রশ্ন- গুপ্ত সাম্রাজ্যের শাসনকালে কোন ধরনের বিবাহরীতি প্রচলিত ছিল?

উওর : অনুলোম এবং প্রতিলোম বিবাহ রীতি।

প্রশ্ন- গুপ্ত সাম্রাজ্যের কোন শাসক কবিরাজ উপাধি গ্রহণ করেছিলেন?

উওর : সমুদ্র গুপ্ত। 

প্রশ্ন- এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? অথবা এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে?

উওর : সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেণের রচিত।

প্রশ্ন-  দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী কে ছিলেন?

উওর : বীরসেন

প্রশ্ন- কালিদাস কোন যুগের সাহিত্যিক ছিলেন? অথবা গুপ্ত যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক কে ছিলেন?

উওর : কালিদাস গুপ্ত যুগের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক ছিলেন।

প্রশ্ন- গুপ্ত যুগে কোন চিনা পর্যটন ভারতে এসেছিলেন? বা হিউয়েন সাং কোন যুগে ভারতে এসেছিলেন?

উওর : প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্ন রয়েছে। হিউয়েন সাং গুপ্ত যুগে ভারতে এসেছিলেন। 

Tags : একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উওর | গুপ্ত সাম্রাজ্যের প্রশ্ন উওর | গুপ্ত বংশের pdf | wb class 11 history question answer | history mcq questions for competitive exams | important questions of history for competitive exams | ইতিহাস কুইজ ও প্রশ্ন উওর | ইতিহাস MCQ For Competitive Exam | online history mock test in bengali | history related questions for competitive exams | modern history mcq for competitive exam | top history questions for competitive exams  history gk for competitive exam | history mock test in bengali | modern history questions for competitive exams | history important questions for competitive exams | ancient history questions for competitive exams | history mcq for competitive exam | history questions for competitive exams


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top