ভারতীয় সংবাদপত্রের তালিকা (indian news paper list) || 30+ History GK For Competitive Exams In Bengali

0

 

ভারতীয় সংবাদপত্রের তালিকা (indian news paper list) || 30+ History GK Question Answer For Competitive Exams In Bengali
ভারতীয় সংবাদপত্রের তালিকা (indian news paper list)


আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের Job Exams or Competitive Exams যেমন - WBCS Exam, Bank, Rail,SSC ইত্যাদি পরিক্ষার জন্য,  Modern Age History Of India (আধুনিক ভারতের ইতিহাস) থেকে বিভিন্ন সময় বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির সম্পাদনায় প্রকাশিত ভারতীয় সংবাদপত্রের তালিকা (indian news paper list) থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 31 টি SAQ Question Answer "ভারতীয় সংবাদপত্রের তালিকা (indian news paper list) || 30+ History GK Question Answer For Competitive Exams In Bengali" (history gk mock test in bengali) তোমাদের সঙ্গে শেয়ার করবো। 


ভারতীয় সংবাদপত্রের তালিকা (indian news paper list) || 30+ History GK Question Answer For Competitive Exams In Bengali 


ভারতের বিভিন্ন সংবাদপত্রের তালিকা

সংবাদপত্রের নাম সম্পাদক প্রকাশকাল
দিগদর্শন জোশুয়া মার্চম্যান এপ্রিল,১৮১১
সমাচার দর্পণ জোশুয়া মার্চম্যান ২৩ শে মে,১৮১৮
বাঙ্গাল গেজেটি গঙ্গা কিশোর ভট্টাচার্য ১৪ই মেয় ১৮১৮ খ্রিস্টাব্দ
সংবাদ কৌমুদী রাজা রামমোহন রায় ৪ই ডিসেম্বর ১৮২১ খ্রিস্টাব্দ
সংবাদ প্রভাকর কবি ঈশ্বর গুপ্ত ১৮৩১ খ্রিস্টাব্দ
তত্ত্ববোধিনী পত্রিকা অক্ষয় কুমার দত্ত ১৮৪৩ খ্রিস্টাব্দ
হিন্দু প্যাট্রিয়ট গিরিশচন্দ্র ঘোষ ১৮৫৩
গ্রামবার্তা প্রকাশিকা কাঙাল হরিনাথ মজুমদার ১৮৬৩
বামাবোধিনী পত্রিকা উমেশচন্দ্র দত্ত ১৮৬৩
ইন্ডিয়ান মিরর কেশব চন্দ্র সেন ১৮৬১
হিকির বেঙ্গল গেজেট জেমস আগাস্টাস হিকি ১৭৮০
তত্ত্ববোধিনী দেবেন্দ্রনাথ ঠাকুর ____
অমৃতবাজার পত্রিকা শিশির কুমার ঘোষ ___
বেঙ্গলি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ___
ন্যাশনাল পেপার নবোগোপাল মিত্র ১৮৭০
এথেনিয়াম নব্য বঙ্গ গোষ্ঠীর সদস্যরা ____
গণবাণী মুজাফফার আহমেদ ১৯২৬ খ্রিস্টাব্দ

1- ভারতের প্রথম পত্রিকা কোনটি? 

উওর : বেঙ্গল গেজেট বা হিকির বেঙ্গল গেজেট। ( ইংরেজি সাপ্তাহিক )

2- ভারতের প্রথম মাসিক পত্রিকা কোনটি? 

উওর : দিগদর্শন। 

3- প্রথম বাংলা সাময়িক পত্র কোনটি?

উওর : দিগদর্শন।

4- প্রথম বাংলা সংবাদপত্র কোনটি?

উওর : সমাচার দর্পণ।

5- প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রিকা কোনটি?

উওর : সংবাদ প্রভাকর

6- প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্র কোনটি? 

উওর : সমাচার দর্পণ।

7- বাংলা প্রথম মাসিক পত্রিকা কোনটি?

উওর : দিগদর্শন।

9- হিকির বেঙ্গল গেজেট অথবা বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উওর : জেমস আগাস্টাস হিকি।

10- বেঙ্গল গেজেট পত্রিকাটি কবে প্রকাশিত হয়েছিল?

উওর : ১৭৮০ খ্রিষ্টাব্দে। 

11- দিকদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উওর : জোশুয়া মার্শম্যান।

12- সমাচার দর্পন পত্রিকার সম্পাদক কে ছিলেন? 

উওর : জোশুয়া মার্শম্যান

13- বাঙ্গাল গেজেটিটি সম্পাদক কে ছিলেন?

উওর : গঙ্গাকিশোর ভট্টাচার্য।

14- কলকাতা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? 

উওর : গঙ্গাকিশোর ভট্টাচার্যের বাঙ্গাল গেজেটি।

15-  জ্ঞানান্বেষণ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উওর : দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়।

16- সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উওর : কবি ঈশ্বর গুপ্ত।

17- সংবাদ প্রভাকর পত্রিকাটি কবে প্রকাশিত হয়েছিল? 

উওর : ১৮৩১ খ্রিষ্টাব্দে। 

18- তত্ত্ব বোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? 

উওর : অক্ষয় কুমার দত্ত

19- ইন্ডিয়ান মিরার পত্রিকাটি সম্পাদক কে ছিলেন? 

উওর : কেশবচন্দ্র সেন।

20-  বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উওর : উমেশ চন্দ্র দত্ত।

21- হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

উওর : গিরিশচন্দ্র ঘোষ।

22- গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?

উওর : হরিনাথ মজুমদার।

23- লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উওর : কাজী নজরুল ইসলাম।

24- গণবাণী পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উওর : মুজফ্‌ফর আহমদ

25- অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উওর : শিশির কুমার ঘোষ।

26- বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উওর : সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

27- সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উওর : রাজা রামমোহন রায়।

28- নব্য বঙ্গ গোষ্ঠীর মুখপত্র কি ছিল?

উওর : এথেনিয়াম। 

28- ন্যাশনাল পেপার পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উওর : নবগোপাল মিত্র। 

29- সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উওর : উপেন্দ্রকিশোর রায়চৌধুর।

30- গণশক্তি পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?

উওর : দেবাশিস চক্রবর্তী

31- উত্তরবঙ্গ সংবাদ নামক পত্রিকাটি সম্পাদক কে ছিলেন?

উওর : সব্যসাচী তালুকদার



Tags : ভারতীয় সংবাদপত্রের তালিকা | ভারতের পত্রপত্রিকার তালিকা | ভারতীয় বিভিন্ন সংবাদপত্রের তালিকা | ভারতীয় সংবাদপত্রের পিডিএফ | সংবাদপত্রের তালিকা pdf | বিভিন্ন সংবাদ পত্র-পত্রিকার তালিকা pdf | history mcq questions for competitive exams | important questions of history for competitive exams | ইতিহাস কুইজ ও প্রশ্ন উওর | ইতিহাস MCQ For Competitive Exam | আধুনিক ভারতের ইতিহাস MCQ | online history mock test in bengali | history related questions for competitive exams | modern history mcq for competitive exam | top history questions for competitive exams  history gk for competitive exam | history mock test in bengali | modern history questions for competitive exams | history important questions for competitive exams | ancient history questions for competitive exams | history mcq for competitive exam | history questions for competitive exams 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top