শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে? শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত এর কারণ কি? || মাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর

0

 

শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে? শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত এর কারণ কি?
শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে?

শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে? শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত এর কারণ কি?

উওরঃ সাধারণত জলীয় বাষ্পপূর্ণ আদ্র বায়ু যখন ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয় এবং সেই বায়ুর সামনে যখন কোনো শিলাখণ্ড বা পর্বত এসে পড়ে, তখন সেই বায়ু বাধা পেয়ে উপরে উঠে যায়। এরপর সেই বায়ু শীতল এবং ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয়।  পরবর্তীকালে সেই মেঘ বৃষ্টি রুপে সেই পর্বতগাত্রেই নেমে আসে। এই প্রকার বৃষ্টিপাতকে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলা হয়।।

শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত এর কারণঃ- 

‘শৈলোৎক্ষেপ’-এর ‘শৈল’ অর্থাৎ পর্বত  এবং উৎক্ষেপণ অর্থাৎ উর্ধ্বগমন।  জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু প্রবাহ পথে অবস্থিত কোনো উঁচু পর্বতের যে ঢালে বাধা পায় তাকে প্রতিবাত ঢাল বলে। জলীয় বাষ্পপূর্ণ বায়ু এই প্রতিবাত ঢালে বাধা পেয়ে ক্রমশ উপরে উঠে প্রসারিত ও শীতল হয় এবং অবশেষে ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাত ঢালে প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। এ ছাড়া অনেক সময় পর্বতশীর্ষে জমে থাকা বরফের সংস্পর্শে ওই বায়ু সহজেই ঘনীভূত হয়ে প্রতিবাত ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। পর্বত অতিক্রম করে এই বায়ু যখন পর্বতের অপর পার্শ্বের বা বিপরীত পার্শ্বের অনুবাত ঢালে (Leeward side)  এসে পৌঁছায় তখন এতে জলীয় বাষ্প কমে যায় বলে বৃষ্টিপাত কম হয়। একে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে।

শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতযুক্ত অঞ্চলঃ- 

পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢাল  ও মেঘালয়ের মৌসিনরাম পৃথিবীর সর্বাধিক প্রায় 1300 সেমি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল।।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top