আজকের এই ব্লগের মাধ্যমে আমরা একটি নতুন চাকরির পরীক্ষার খবর নিয়ে এসেছি। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছ এবং চাকরি খুঁজছ, তাদের জন্য আজকের এই চাকরির পরীক্ষার খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকে যেই চাকরির খবর তোমাদের জন্য নিয়ে এসেছি, সেখানে তোমরা শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবে। তো চলো দেখি কী রয়েছে আজকের এই চাকরির খবরে।
উচ্চ মাধ্যমিক পাশে সরকারি চাকরি 2022 || বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে ?
বর্তমানে যারা বিভিন্ন চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছ বা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিয়েও কোনো চাকরি পাচ্ছেন না, তাদের জন্য রয়েছে একটি বিরাট সুখবর। কারণ ITBP-এর পক্ষ থেকে জারি নির্দেশিকায় মোট 248 শূন্যপদের কথা বলা হয়েছে। যেখানে তোমরা খুব সহজেই আবেদন করতে পারবো এবং তোমাদের ভাগ্য ভালো থাকলে অবশ্যই চাকরি পেত পারো।।
ITBP-এর পক্ষ থেকে জারি নির্দেশিকায় যে শূন্য পদগুলির কথা বলা হয়েছে, সেগুলি হল-
পদের নাম:
1. হেড কনস্টেবল(male)
2. হেড কনস্টেবল(female)
3. হেড কনস্টেবল(LDCE)
পদের সংখ্যা: এক্ষেত্রে মোট 248 টি শূন্যপদে কর্মী নিয়োগ হতে চলেছে,
যথাক্রমে
1. হেড কনস্টেবলের জন্য (male) – 135 টি শূন্যপদ রয়েছে।
2. হেড কনস্টেবলের জন্য (female) – 23 টি শূন্যপদ রয়েছে।
3. হেড কনস্টেবলের জন্য (LDCE) – 90 টি শূন্যপদ রয়েছে।
বেতন / স্যালারি-
ITBP এথেকে যে নির্দেশিকা জারি হয়েছে, তাতে বিভিন্ন পদের কথা উল্লেখ করা হয়েছে। সুতরাং স্বাভাবিকভাবেই বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা বেতন রয়েছে। তাই এক্ষেত্রে আপনার সেলারি বিভিন্ন রকম হতে পারে।কিন্তু এক্ষেত্রে আপনার বেতন হতে চলেছে প্রতি মাসে 25500 থেকে 81100 টাকা।
আবেদন মূল্যঃ-
বিভিন্ন চাকরির ক্ষেত্রে অনেক সময় বিনামূল্য আবেদন করা গেলেও এক্ষেত্রে আপনার কিছু মূল্য দিতে হবে
এই পদে আবেদন করার জন্য জেনারেল শ্রেণীর ক্ষেত্রে 100 টাকা ধার্য করা হয়েছে। তবে এক্ষেত্রে যারা sc/st এবং মহিলা রয়েছে, তাদের ক্ষেত্রে রয়েছে বিরাট সুযোগ। কারণ তাদের ক্ষেত্রে আবেদনের জন্য কোন ফি দিতে হবে না বলে জানা গিয়েছে।
আবেদনকারীদের বয়স সীমাঃ-
ITBP-তে বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে ঠিকই কিন্তু এখানে প্রত্যেকেই আবেদন বা অ্যাপ্লাই করতে পারবে না। এক্ষেত্রে আবেদনকারী বা যারা বিভিন্ন পদে চাকরির জন্য আবেদন করবেন, তাদের বয়স অবশ্যই 18 বছর এবং সর্বোচ্চ বয়স 25 বছর রাখা হয়েছে। তবে LDCE প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ সীমা 35 বছর।
আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতাঃ-
এই পদে আবেদন করার জন্য আপনাকে নূন্যতম দ্বাদশ শ্রেণী পাশ করলেই হবে। অবশ্য যদি আপনার লক্ষ্য হয় হেড কনস্টেবল পদ, তবে হিন্দি ও ইংরেজিতে টাইপিং স্পিড হতে হবে 30 wpm।
আপনি কিভাবে আবেদন করতে পারবেন?
বিভিন্ন পদে চাকরির জন্য আপনার এক্ষেত্রে আবেদন প্রক্রিয়া অত্যন্ত সহজ। আপনার পছন্দমত পদে চাকরির আবেদনের জন্য আপনি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে পারেন এবং সেখানেই আপনি আবেদনের জন্য form পেয়ে যাবেন।
1. www.recruitment. itbpolice. nic. in ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন।
এছাড়াও আরও জানার জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।।
Tags: উচ্চ মাধ্যমিক পাশে সরকারি চাকরি 2022 | বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে ? | নতুন চাকরির খবর | উচ্চ মাধ্যমিক পাশে চাকরির খবর