পরিবহন, পরিচলন এবং বিকিরণ কাকে পদ্ধতি কী? || মাধ্যমিক ভূগোল প্রশ্ন উওর

0

 

প্রশ্নঃ পরিবহন পদ্ধতি কি?


উওরঃ যখন কোনো শীতল পদার্থকে কোনো উত্তপ্ত পদার্থের সংস্পর্শে আনা হয়,তখন সেই শীতল পদার্থটি উত্তপ্ত পদার্থের সংস্পর্শে থাকায় তা থেকে তাপ সঞ্চালিত হয়। এবং যতক্ষণ পর্যন্ত না শীতল  পদার্থটিও সমপরিমাণ উত্তপ্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। এই প্রক্রিয়াকে পরিবহন পদ্ধতি বলে।

প্রশ্নঃ পরিচালন পদ্ধতি কি?


উওরঃ সূর্য রশ্মির প্রভাবে ভূপৃষ্ঠের নিকটস্থ বায়ু উত্তপ্ত হয়ে হালকা এবং প্রসারিত হয়ে উপরে উঠে যায়। অন্যদিকে উপরের শীতল ও ভারি বায়ু সেই জায়গা ভরাট করার জন্য নিচে নেমে আসে। কিন্তু পরবর্তীতে সেই শীতল বায়ু সূর্য রশ্মির প্রভাবে উত্তপ্ত হয়ে আবারও হালকা হয়ে উপরে উঠে যায়। এই ভাবে বায়ুর সঞ্চালন এবং তার প্রভাবে বায়ুর উত্তপ্ত হওয়ার প্রক্রিয়া চলতে থাকে, একে পরিচালন পদ্ধতি বলে।

প্রশ্নঃ বিকিরণ পদ্ধতি কি?


উওরঃ সূর্য শক্তি ক্ষুদ্র তরঙ্গ রূপে বায়ু স্তর ভেদ করে পৃথিবীতে এসে পৌঁছায় এবং পৃথিবীপৃষ্ঠ বিভিন্ন উপাদান সূর্য সেই ক্ষুদ্র তরঙ্গ রূপে শোষণ করে উত্তপ্ত হয়। এরপর উত্তপ্ত ভূপৃষ্ঠ সেই তাপ বৃহৎ তরঙ্গরুপে বিকিরন করে  বায়ুমণ্ডলের ছড়িয়ে দেয়।  বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান গুলি তা শোষণ করে বায়ুমন্ডলকে উত্তপ্ত করে এই পদ্ধতি হলো বিকিরণ পদ্ধতি।

প্রশ্নঃ অ্যাডভেকশন পদ্ধতি কি?

উওরঃ ভূপৃষ্ঠের সমান্তরালে যখন বায়ু প্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালন হয় তখন সেই পদ্ধতিকে অ্যাডভেকশান পদ্ধতি বলে।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top