গুরু নাটকে মোট কয়টি গান রয়েছে? শেষ গানটি কার জন্য গাওয়া হয়েছে? এই গানটির মর্মার্থ লেখো || একাদশ শ্রেণির বাংলা গুরু নাটকের বড় প্রশ্ন উওর

0

গুরু নাটকে মোট কয়টি গান রয়েছে? শেষ গানটি কার জন্য গাওয়া হয়েছে? এই গানটির মর্মার্থ লেখো || একাদশ শ্রেণির বাংলা গুরু নাটকের বড় প্রশ্ন উওর 


গুরু নাটকে মোট কয়টি গান রয়েছে? শেষ গানটি কার জন্য গাওয়া হয়েছে? এই গানটির মর্মার্থ লেখো || একাদশ শ্রেণির বাংলা গুরু নাটকের বড় প্রশ্ন উওর
Class 11 Bengali Question Answer


আজকের এই ব্লগে আমরা একাদশ শ্রেণির বাংলা ( wb class 11 Bengali ) রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা " গুরু নাটকের " একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন " গুরু নাটকে মোট কয়টি গান রয়েছে? শেষ গানটি কার জন্য গাওয়া হয়েছে? এই গানটির মর্মার্থ লেখো " সম্পর্কে বিস্তারিত ভালো আলোচনা করবো। পরিক্ষায় তোমাদের গুরু নাটক থেকে " গুরু নাটকের বড় প্রশ্ন হিসাবে " গুরু নাটকে মোট কয়টি গান রয়েছে? শেষ গানটি কার জন্য গাওয়া হয়েছে? এই গানটির মর্মার্থ লেখো " খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ব্লগটি মন দিয়ে পড়ো।

গুরু নাটকে মোট কয়টি গান রয়েছে? শেষ গানটি কার জন্য গাওয়া হয়েছে? এই গানটির মর্মার্থ লেখো।।

উওরঃ 

রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গুরু নাটকে মোট সাতটি গান রয়েছে। এবং এই নাটকের শেষ গানটি গুরুকে কেন্দ্র করে গাওয়া হয়েছে।

গুরুর আগমনকে কেন্দ্র করে জুনক এবং দর্ভকদের গাওয়া সেই গানটির মর্মার্থ বিচার করলে দেখা যায় - 

গুরু অচলায়তনের প্রবেশ করার মধ্যে দিয়েই তিনি অচলায়তনের দুয়ার ভেঙে ফেলেন। এবং তাঁর প্রবেশ করার মধ্য দিয়েই অচলায়তনে নতুন জ্যোতি প্রবেশ করে। গুরু হলেন নবীনের বীর।  গুরুর প্রবেশের সঙ্গে সঙ্গেই অচলায়তনে প্রবেশ করেছে নতুনত্ব।। তিনি খুলে দিয়েছেন অচলায়তনের সমস্ত রকমের বাধার বন্ধন। অচলায়তনের ভয়ঙ্কর একজটা দেরি হয়ে গেছেন আকাশের আলো। গুরুর আগমনে বুঝতে পারা যায়, অচলায়তনের স্থবিরতার বদলে নেমে এসেছে আলো এবং প্রানময়তা। গুরু ঘটিয়েছেন সূর্যোদয়। অচলায়তনে গুরুর অভাবে যা ছিল দুঃসহ এবং নির্দয়,তাই গুরুর আগমনে হয়ে উঠেছে নির্মল এবং নির্ভয়।। দুঃখের পথেও গুরুর তূর্য বাজে। এবং গুরুই সূর্যের আলোয় আলোকিত করে দেবেন সবার হৃদয়।। এবং এভাবেই গুরুর আগমন  মৃত্যুর অবসান ঘটিয়ে জীবনের অভিষেক ঘটাবে।


Tags : একাদশ শ্রেণির গুরু নাটকের বড় প্রশ্ন উত্তর | Class 11 Bengali Question Answer | Class 11 Bangali Notes | Class 11 Bengali Suggestion 2022 | ক্লাস 11 বাংলা বড় প্রশ্ন উওর

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top